ETV Bharat / state

"নো মাস্ক, নো ফুয়েল", পোস্টার রায়গঞ্জের পেট্রল পাম্পে - No Mask, No Fuel

মাস্ক না পরলে পেট্রল বা ডিজ়েল কিছুই মিলবে না ৷ মানুষকে সচেতন করতে এই উদ্যোগ নিল রায়গঞ্জের এক পেট্রল পাম্প ।

রায়গঞ্জের পেট্রোল পাম্পে "নো মাস্ক, নো ফুয়েল" পোস্টার
রায়গঞ্জের পেট্রোল পাম্পে "নো মাস্ক, নো ফুয়েল" পোস্টার
author img

By

Published : Apr 21, 2020, 6:12 PM IST

রায়গঞ্জ, 21 এপ্রিল : বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার ৷ কিন্তু তারপরও অনেকেই তা মানছেন না ৷ তাই মাস্ক না পরলে পেট্রল বা ডিজ়েল কিছুই মিলবে না বলে জানিয়ে দেওয়া হয় রায়গঞ্জের এক পেট্রল পাম্পের তরফে ৷ লাগানো হল- "নো মাস্ক, নো ফুয়েল" পোস্টারও ।

সরকারিভাবে মাস্ক ব্যবহারের নির্দেশিকা জারি হতেই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে । আজ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার একটি পেট্রল পাম্পে দেখা গিয়েছে "নো মাস্ক, নো ফুয়েল" পোস্টার ।

কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক বিধিনিষেধ জারি করেছে । দেশজুড়ে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদও । বারবার মাস্ক পরা বাধ্যতামূলক বলা হলেও অনেকেই তা মানছে না । দোকান, বাজার, রাস্তায় মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অনেককে । তাই রায়গঞ্জের এই পেট্রল পাম্পটিতে ঝোলানো হল এই পোস্টার ।

এই বিষয়ে পাম্পের কর্মী সবুজ সাহা বলেন, "এখন কোরোনার প্রকোপ থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে । তাই মাস্ক না পরলে পেট্রল, ডিজ়েল দেওয়া হবে না বলে আমাদের কম্পানির তরফে নির্দেশ দেওয়া হয়েছে ।"

রায়গঞ্জ, 21 এপ্রিল : বাইরে বেরোলে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার ৷ কিন্তু তারপরও অনেকেই তা মানছেন না ৷ তাই মাস্ক না পরলে পেট্রল বা ডিজ়েল কিছুই মিলবে না বলে জানিয়ে দেওয়া হয় রায়গঞ্জের এক পেট্রল পাম্পের তরফে ৷ লাগানো হল- "নো মাস্ক, নো ফুয়েল" পোস্টারও ।

সরকারিভাবে মাস্ক ব্যবহারের নির্দেশিকা জারি হতেই ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে । আজ রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকার একটি পেট্রল পাম্পে দেখা গিয়েছে "নো মাস্ক, নো ফুয়েল" পোস্টার ।

কোরোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক বিধিনিষেধ জারি করেছে । দেশজুড়ে বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদও । বারবার মাস্ক পরা বাধ্যতামূলক বলা হলেও অনেকেই তা মানছে না । দোকান, বাজার, রাস্তায় মাস্ক ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে অনেককে । তাই রায়গঞ্জের এই পেট্রল পাম্পটিতে ঝোলানো হল এই পোস্টার ।

এই বিষয়ে পাম্পের কর্মী সবুজ সাহা বলেন, "এখন কোরোনার প্রকোপ থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে । তাই মাস্ক না পরলে পেট্রল, ডিজ়েল দেওয়া হবে না বলে আমাদের কম্পানির তরফে নির্দেশ দেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.