ETV Bharat / state

দাড়িভিটকাণ্ডে CBI তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন রাজেশের বাবা - narendra modi

দাড়িভিটকাণ্ডে অবশেষে CBI তদন্তের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি
author img

By

Published : Feb 9, 2019, 2:30 AM IST

রায়গঞ্জ, ৯ ফেব্রুয়ারি : দাড়িভিটকাণ্ডে CBI তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা জানালেন নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার। তিনি বলেন, "গতকাল ময়নাগুড়ির সভামঞ্চে ওঠার আগে আমাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা তাঁর কাছে CBI তদন্তের দাবি জানাই। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"

গতকাল ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে দেখা করতে সেখানে যান দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের মা-বাবাসহ পরিবারের সদস্যরা। নীলকমলবাবু জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর BJP-র কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেখা করিয়ে দেন। সেখানেই তাঁরা তাঁদের দাবি জানান।

এবিষয়ে BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শংকর চক্রবর্তী বলেন, "সভা শুরুর আগে প্রধানমন্ত্রী দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের মা-বাবার সঙ্গে কথা বলেছেন। ওই ঘটনার CBI তদন্তের আশ্বাস দিয়েছেন।"

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ইসলামপুর মহকুমার দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের। এর প্রতিবাদে প্রায় ১০৪ দিন বন্ধ ছিল দাড়িভিট হাইস্কুল।

undefined

রায়গঞ্জ, ৯ ফেব্রুয়ারি : দাড়িভিটকাণ্ডে CBI তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা জানালেন নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার। তিনি বলেন, "গতকাল ময়নাগুড়ির সভামঞ্চে ওঠার আগে আমাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা তাঁর কাছে CBI তদন্তের দাবি জানাই। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"

গতকাল ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে দেখা করতে সেখানে যান দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের মা-বাবাসহ পরিবারের সদস্যরা। নীলকমলবাবু জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর BJP-র কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেখা করিয়ে দেন। সেখানেই তাঁরা তাঁদের দাবি জানান।

এবিষয়ে BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শংকর চক্রবর্তী বলেন, "সভা শুরুর আগে প্রধানমন্ত্রী দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের মা-বাবার সঙ্গে কথা বলেছেন। ওই ঘটনার CBI তদন্তের আশ্বাস দিয়েছেন।"

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ইসলামপুর মহকুমার দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের। এর প্রতিবাদে প্রায় ১০৪ দিন বন্ধ ছিল দাড়িভিট হাইস্কুল।

undefined
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
++AUDIO AS INCOMING++
UNTV - AP CLIENTS ONLY
Geneva - 8 February 2019
1. Exterior of United Nations headquarters ++MUTE++
2. Wide of briefing room  
3. SOUNDBITE (English) Jens Laerke, spokesperson for the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA):
"On the situation at the border, yes, the UN is monitoring that situation closely. I have no further information as of now to the situation there and cannot go into that any further than what I have said. But there certainly is a close monitoring of that situation."
4. Cutaway of journalists
5. SOUNDBITE (English) Herve Verhoosel, senior spokesperson for the United Nations World Food Programme (WFP):
"How can we know if people are starving or not? Just stay at the border with Colombia and look who is coming in Colombia; 1.2 million people just (over the) last year; 1.2 million people were coming, starving, from Colombia, with no money, no food, no medicine. Then there a are no questions, whatever the numbers are, yes of course there's a crisis in the country. Yes of course people need all the UN systems, need the food, need the education, need the medicine."
6. Cutaway of journalists
7. SOUNDBITE (English) Jens Laerke, spokesperson for the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA):
"The ideal scenario is that humanitarian aid is provided independently, independent of any political or other considerations, than the pure humanitarian - and that is based on need, and need alone."
8. Mid of speakers seated
9. SOUNDBITE (English) Rogier Huizenga, secretary of the Inter-Parliamentary Union's human rights committee:
"The most information that we have is on the situation of the speaker of the National Assembly, Mr (Juan) Guaido, but we also know that, for instance that Miss Delsa Solorzano, also a prominent opposition member of parliament in Venezuela, has been accused of having been involved in some kind of incitement to violence through what appears to be a doctored WhatsApp (chat app) exchange. So she was accused, and as a result of that - and also had to go into hiding for a couple of days."
10. Cutaway of journalists
11. SOUNDBITE (English) Jens Laerke, spokesperson for the UN Office for the Coordination of Humanitarian Affairs (OCHA):  
"Since November, United Nations agencies have been scaling up existing activities inside Venezuela to meet urgent health, nutrition and protection needs. This highly prioritised plan requires 109.5 million US Dollars. Up to now we have only 49.1 million US Dollars received against that plan."
12. Cutaway of microphone
13. Cutaway of photographer
14. Various of journalists listening
STORYLINE:
An international group of parliamentarians has urged Venezuela's government to stop the harassment of opposition lawmakers and denouncing "intimidation" of 60 parliamentarians - including 40 who have allegedly faced physical attacks.
The Geneva-based Inter-Parliamentary Union, which counts 178 parliaments as members, on Friday said it's also monitoring the impact of a Venezuelan Supreme Court decision "ordering a blanket investigation into possible criminal conduct by members of the National Assembly."
Rogier Huizenga, secretary of the IPU's human rights committee, expressed concern the opposition-controlled Assembly is "being ill-treated."
Opposition leader Juan Guaido has declared himself interim president in Venezuela, a move recognised by several dozen countries, but President Nicolas Maduro is refusing to relinquish power.
The committee has asked to send a mission to Venezuela, and has seen informal signs that this might be agreed.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.