ETV Bharat / state

রোগী মৃত্যুর পরই ধুন্ধুমার, চিকিৎসক-নার্সদের মেরে হাসপাতাল ভাঙচুর - রায়গঞ্জ

ভুল ইনজেকশন দেওয়ায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে ৷

চিকিৎসক-নার্সদের মেরে হাসপাতাল ভাঙচুর
author img

By

Published : Aug 26, 2019, 2:03 PM IST

Updated : Aug 26, 2019, 2:46 PM IST

রায়গঞ্জ, 26 অগাস্ট : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসক ও নার্সদের মারধর করা হল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে । পাশাপাশি হাসপাতালেও ভাঙচুর চালানো হয় ৷ ঘটনাস্থানে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

করণদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিনহার আত্মীয় লিপিকা সিনহা ৷ তিনি গতরাতে বুকের যন্ত্রণা নিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে ভরতি হন ৷ রাতে ব্যথা বেশি হলে কর্তব্যরত নার্সরা তাঁকে ইনজেকশন দেন ৷ এরপরই আজ সকালে তিনি মারা যান ৷ পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে ৷ এরপরই মৃতের পরিবারের লোকজন চিকিৎসক ও নার্সদের মারধর করে এবং হাসপাতাল ভাঙচুর করে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনায় মৃতের ভাই তথা স্থানীয় তৃণমূল কর্মী বিপ্লব সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে, বিপ্লব তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ তাঁর দাবি, হাসপাতালের নার্সরাই বহিরাগতদের নিয়ে এসে তাঁদের ওপর হামলা করেছে ৷

হাসপাতালের কর্তব্যরত এক নার্স বলেন, "রোগীর মৃত্যুর পরই মৃতের পরিবারের লোকজন আমাদের ওপর হামলা চালায় ৷ আমাকেও মারধর করে ৷ হাসপাতাল ভাঙচুরও করে ৷ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।"

ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

রায়গঞ্জ, 26 অগাস্ট : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে চিকিৎসক ও নার্সদের মারধর করা হল রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে । পাশাপাশি হাসপাতালেও ভাঙচুর চালানো হয় ৷ ঘটনাস্থানে রায়গঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

করণদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিনহার আত্মীয় লিপিকা সিনহা ৷ তিনি গতরাতে বুকের যন্ত্রণা নিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল হাসপাতালে ভরতি হন ৷ রাতে ব্যথা বেশি হলে কর্তব্যরত নার্সরা তাঁকে ইনজেকশন দেন ৷ এরপরই আজ সকালে তিনি মারা যান ৷ পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ায় রোগীর মৃত্যু হয়েছে ৷ এরপরই মৃতের পরিবারের লোকজন চিকিৎসক ও নার্সদের মারধর করে এবং হাসপাতাল ভাঙচুর করে ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

ঘটনায় মৃতের ভাই তথা স্থানীয় তৃণমূল কর্মী বিপ্লব সিনহার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ৷ অন্যদিকে, বিপ্লব তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ৷ তাঁর দাবি, হাসপাতালের নার্সরাই বহিরাগতদের নিয়ে এসে তাঁদের ওপর হামলা করেছে ৷

হাসপাতালের কর্তব্যরত এক নার্স বলেন, "রোগীর মৃত্যুর পরই মৃতের পরিবারের লোকজন আমাদের ওপর হামলা চালায় ৷ আমাকেও মারধর করে ৷ হাসপাতাল ভাঙচুরও করে ৷ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি ।"

ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ২৬ আগষ্ট, প্রসুন মৈত্র: এক রোগীনির মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে হাসপাতালও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তৃনমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিনহার আত্মীয়া করনদিঘীর,খিকিরটোলা গ্রামের বাসিন্দা লিপিকা সিনহা রবিবার রাতে বুকে ব্যাথা নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোগীর আত্মীয়দের অভিযোগ, রাতের বেলা বুকের ব্যাথা বেশি হলে কর্তব্যরত নার্সেরা তাঁকে ইঞ্জেকশন করেন। এরপর সোমবার সকালে মৃত্যু হয় ওই রোগীনির। ভূল ইঞ্জেকশন করার ফলেই মৃত্যু হয়েছে ওই রোগীনির এই অভিযোগ তুলে মৃতার পরিবারের লোকজন দলবল নিয়ে এসে আজ রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের মারধর করে ও হাওপাতাল ভাঙচুর করে। এই ঘটনায় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। যদিও মৃতার ভাই বিপ্লব সিনহা তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। তার পালটা অভিযোগ হাসপাতালের নার্সিরাই বহিরাগতদের নিয়ে এসে তাদের উপর হামলা চালায়। তাঁর আরও অভিযোগ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের গাফিলতি ও ভূল চিকিৎসার কারনেই মৃত্যু হয়েছে তাদের রোগীনির। অপরদিকে হাসপাতালের কর্তব্যরত নার্স তন্ময়ী বিশ্বাস জানিয়েছেন, রোগীনির মৃত্যুর পরই তাঁর পরিবারের লোকজন এসে আচমকা তাদের উপর হামলা চালায়। তাঁকেও ব্যাপক মারধর করে। হাসপাতালে ভাঙচুর চালায় তারা। চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।Body:AbcdConclusion:Abcd
Last Updated : Aug 26, 2019, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.