ETV Bharat / state

রায়গঞ্জের শংকরপুরে BJP তে যোগদান প্রায় 250 জন তৃণমূল কর্মীর - রায়গঞ্জের শঙ্করপুরে BJP তে যোগদান তৃণমূল কর্মীর

গতকাল বিকেলে ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP - র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ৷

Near about 50 tmc worker joined bjp in raiganj , north dinajpur
রায়গঞ্জের শঙ্করপুরে BJP তে যোগদান প্রায় 250 জন তৃণমূল কর্মীর
author img

By

Published : Sep 14, 2020, 12:21 PM IST

রায়গঞ্জ, 13 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশজুড়ে উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে রায়গঞ্জ ও চাকুলিয়ার সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীরা যোগ দিলেন BJP তে ৷ গতকাল বিকেলে ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP - র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ও BJP - র সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ হায়াজ়উদ্দিন ।

গতকাল রায়গঞ্জের মহাত্মা গান্ধি রোডে BJP - র জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয় । রায়গঞ্জ ব্লকের শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি আবদুল হকের নেতৃত্বে প্রায় 250 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ BJP তে যোগদান করায় রায়গঞ্জে BJP - র আরও শক্তিবৃদ্ধি হল তা বলাই বাহুল্য ।

এবিষয়ে আবদুল হক বলেন, তৃণমূল কংগ্রেস দলের বর্তমানে যা অবস্থা তাতে আমরা সম্পূর্ণভাবে বীতশ্রদ্ধ । সেকারণেই আমরা আজ BJP তে যোগদান করলাম । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি ।

রায়গঞ্জ, 13 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশজুড়ে উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে রায়গঞ্জ ও চাকুলিয়ার সংখ্যালঘু সম্প্রদায়ের কর্মীরা যোগ দিলেন BJP তে ৷ গতকাল বিকেলে ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP - র উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী ও BJP - র সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ হায়াজ়উদ্দিন ।

গতকাল রায়গঞ্জের মহাত্মা গান্ধি রোডে BJP - র জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয় । রায়গঞ্জ ব্লকের শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি আবদুল হকের নেতৃত্বে প্রায় 250 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ BJP তে যোগদান করায় রায়গঞ্জে BJP - র আরও শক্তিবৃদ্ধি হল তা বলাই বাহুল্য ।

এবিষয়ে আবদুল হক বলেন, তৃণমূল কংগ্রেস দলের বর্তমানে যা অবস্থা তাতে আমরা সম্পূর্ণভাবে বীতশ্রদ্ধ । সেকারণেই আমরা আজ BJP তে যোগদান করলাম । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.