ETV Bharat / state

রায়গঞ্জে ত্রাণের প্যাকেটে মোহিত সেনগুপ্তর ছবি, উঠছে প্রশ্ন

ত্রাণসামগ্রীর প্যাকেটে রাজনৈতিক ব্যক্তির ছবি থাকা নিয়ে প্রশ্ন করেছিলেন রায়গঞ্জের এই বিধায়ক । এবার নিজের দেওয়া ত্রাণসামগ্রীর প্যাকেটেই তাঁর ছবি থাকায় উঠতে শুরু করেছে প্রশ্ন ।

author img

By

Published : Apr 15, 2020, 3:11 PM IST

রায়গঞ্জ
রায়গঞ্জ

রায়গঞ্জ, 15 এপ্রিল : লকডাউনের জেরে কাজ নেই বহু মানুষের । অর্ধাহারে দিন কাটছে রায়গঞ্জের বহু পরিবারের । এই পরিস্থিতিতে তাদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত । কিন্তু খাদ্যসামগ্রী বিতরণের জন্য যে ত্রাণের প্য়াকেট করা হয়েছে তাতে তাঁর ছবি ছাপানো নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন । তৃণমূল কংগ্রেসের দাবি, এতদিন পর্যন্ত ত্রাণের প্যাকেটে ছবি দেওয়া নিয়ে যিনি প্রশ্ন তুলতেন, আজ তিনি কেন নিজের ছবি দিচ্ছেন? তাহলে কি অস্তিত্ব সংকটে ভুগছেন মোহিত সেনগুপ্ত ? যদিও বিধায়কের দাবি, তিনি পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন । দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই । তাই নিজের ছবি দিয়ে এতে কোনও ভুল করেননি ।

কোরোনা মোকাবিলায় 3 মে পর্যন্ত দেশে লকডাউন । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিকা শ্রমিক থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষ ব্যাপক সমস্যায় পড়েছেন । তাঁদের সাহায্য করতে বিভিন্ন দলের নেতা-কর্মী এগিয়ে এসেছেন । শাসক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উত্তর দিনাজপুর জেলাজুড়ে নানান সময়ে দুস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন । পিছিয়ে নেই BJP-কংগ্রেসও। সবাই ব্যক্তিগত বা দলগত প্রচেষ্টায় মানুষের কাছে পৌঁছাতে চাইছেন । আগামীকাল থেকে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত তাঁর বিধানসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার মানুষকে পাঁচ কেজি চাল, দু'কেজি আলু, সোয়াবিন, তেল, নুন বিলি করবেন । কিন্তু তাঁর দেওয়া ত্রাণের প্যাকেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

এমন অনেক সময় হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে ত্রাণ বিতরণ করা হলে সেসব ত্রাণের প্যাকেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপানো । এবং কোনও কোনও জায়গায় যে নেতা ওই ত্রাণ বিতরণ করছেন তাঁর ছবিও দেওয়া থাকছে । এই ছবি নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি । রায়গঞ্জের কংগ্রেস বিধায়কও বারবার এই ছবি ছাপানোর বিরোধিতা করেন । এখন আগামীকাল থেকে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত তাঁর বিধানসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে ত্রাণ বিতরণ করবেন । এই ত্রাণের প্যাকেটেই রয়েছে মোহিতবাবুর ছবি । যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে ।

এবিষয়ে মোহিতবাবু বলেন, "আমি দলগতভাবে কোনও ত্রাণ দিচ্ছি না। বরং ব্যক্তিগত উদ্যোগে মানুষকে এই বিপদের সময় উদ্ধার করার চেষ্টা করছি । সেকারণেই প্যাকেটের উপর নিজের ছবি দিয়েছি । যাঁরা এনিয়ে বিতর্ক তুলছেন তাঁরা শুধু রাজনৈতিক ষড়যন্ত্র করছেন ।"

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল বলেন, "মোহিতবাবু হয়ত মনে করছেন তাঁকে মানুষ ভুলে যাচ্ছেন । তাই ত্রাণের প্যাকেটে নিজের ছবি দিচ্ছেন । তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে দলনেত্রী বা অন্যান্য নেতার ছবি নিয়ে যিনি বারবার প্রশ্ন তুলতেন, তিনি নিজের ছবি দিচ্ছেন কেন ? এটাই বড় প্রশ্ন ।"

এবিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের সন্দীপ বিশ্বাস বলেন, "এতদিন পর্যন্ত কিছু নিয়ে ছবি দেওয়া নিয়ে এত বিরোধিতা করতেন । আজ তিনি নিজেই ছবি দিচ্ছেন । কেন দিচ্ছেন? সেটা ওঁর বলা উচিত ।"

যদিও কংগ্রেস নেতা পবিত্র চন্দ দাবি করেন, এটা দলের কাজ নয় । শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সরবরাহ করছেন তিনি । তাই তাঁর ছবি দিয়েছেন । এতে ভুলের কিছু নেই । দলের অনুষ্ঠান হলে দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের ছবি অবশ্যই দেওয়া থাকত ।

রায়গঞ্জ, 15 এপ্রিল : লকডাউনের জেরে কাজ নেই বহু মানুষের । অর্ধাহারে দিন কাটছে রায়গঞ্জের বহু পরিবারের । এই পরিস্থিতিতে তাদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত । কিন্তু খাদ্যসামগ্রী বিতরণের জন্য যে ত্রাণের প্য়াকেট করা হয়েছে তাতে তাঁর ছবি ছাপানো নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন । তৃণমূল কংগ্রেসের দাবি, এতদিন পর্যন্ত ত্রাণের প্যাকেটে ছবি দেওয়া নিয়ে যিনি প্রশ্ন তুলতেন, আজ তিনি কেন নিজের ছবি দিচ্ছেন? তাহলে কি অস্তিত্ব সংকটে ভুগছেন মোহিত সেনগুপ্ত ? যদিও বিধায়কের দাবি, তিনি পুরোপুরি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন । দলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই । তাই নিজের ছবি দিয়ে এতে কোনও ভুল করেননি ।

কোরোনা মোকাবিলায় 3 মে পর্যন্ত দেশে লকডাউন । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিকা শ্রমিক থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষ ব্যাপক সমস্যায় পড়েছেন । তাঁদের সাহায্য করতে বিভিন্ন দলের নেতা-কর্মী এগিয়ে এসেছেন । শাসক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উত্তর দিনাজপুর জেলাজুড়ে নানান সময়ে দুস্থ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন । পিছিয়ে নেই BJP-কংগ্রেসও। সবাই ব্যক্তিগত বা দলগত প্রচেষ্টায় মানুষের কাছে পৌঁছাতে চাইছেন । আগামীকাল থেকে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত তাঁর বিধানসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে পাঁচ হাজার মানুষকে পাঁচ কেজি চাল, দু'কেজি আলু, সোয়াবিন, তেল, নুন বিলি করবেন । কিন্তু তাঁর দেওয়া ত্রাণের প্যাকেট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

এমন অনেক সময় হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফে ত্রাণ বিতরণ করা হলে সেসব ত্রাণের প্যাকেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপানো । এবং কোনও কোনও জায়গায় যে নেতা ওই ত্রাণ বিতরণ করছেন তাঁর ছবিও দেওয়া থাকছে । এই ছবি নিয়ে বারবার প্রশ্ন তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি । রায়গঞ্জের কংগ্রেস বিধায়কও বারবার এই ছবি ছাপানোর বিরোধিতা করেন । এখন আগামীকাল থেকে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত তাঁর বিধানসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে ত্রাণ বিতরণ করবেন । এই ত্রাণের প্যাকেটেই রয়েছে মোহিতবাবুর ছবি । যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে ।

এবিষয়ে মোহিতবাবু বলেন, "আমি দলগতভাবে কোনও ত্রাণ দিচ্ছি না। বরং ব্যক্তিগত উদ্যোগে মানুষকে এই বিপদের সময় উদ্ধার করার চেষ্টা করছি । সেকারণেই প্যাকেটের উপর নিজের ছবি দিয়েছি । যাঁরা এনিয়ে বিতর্ক তুলছেন তাঁরা শুধু রাজনৈতিক ষড়যন্ত্র করছেন ।"

এবিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল বলেন, "মোহিতবাবু হয়ত মনে করছেন তাঁকে মানুষ ভুলে যাচ্ছেন । তাই ত্রাণের প্যাকেটে নিজের ছবি দিচ্ছেন । তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে দলনেত্রী বা অন্যান্য নেতার ছবি নিয়ে যিনি বারবার প্রশ্ন তুলতেন, তিনি নিজের ছবি দিচ্ছেন কেন ? এটাই বড় প্রশ্ন ।"

এবিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের সন্দীপ বিশ্বাস বলেন, "এতদিন পর্যন্ত কিছু নিয়ে ছবি দেওয়া নিয়ে এত বিরোধিতা করতেন । আজ তিনি নিজেই ছবি দিচ্ছেন । কেন দিচ্ছেন? সেটা ওঁর বলা উচিত ।"

যদিও কংগ্রেস নেতা পবিত্র চন্দ দাবি করেন, এটা দলের কাজ নয় । শুধুমাত্র ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সরবরাহ করছেন তিনি । তাই তাঁর ছবি দিয়েছেন । এতে ভুলের কিছু নেই । দলের অনুষ্ঠান হলে দলের অন্যান্য শীর্ষ নেতৃত্বের ছবি অবশ্যই দেওয়া থাকত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.