হায়দরাবাদ, 5 অক্টোবর: মহিলাদের টি-20 বিশ্বকাপে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ৷ জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরকে সোশাল মিডিয়ায় বহিষ্কারের দাবি তুললেন নেটিজেনরা ৷ ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ দক্ষিণ ভারতীয় ৷ আর মঞ্জরেকর নাকি দক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের সেভাবে খোঁজখবর রাখার প্রয়োজন বোধ করেন ৷ শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে প্রাক্তন ক্রিকেটারের এহেন মন্তব্যে শোরগোল নেটপাড়ায় ৷ মন্তব্যের পরিপ্রেক্ষিতে মঞ্জরেকরকে বহিষ্কার করার জন্য সম্প্রচারকারী চ্যানেলের কাছে অনুরোধ করেছেন নেটাগরিকরা ৷
শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে হিন্দিতে ধারাভাষ্য করছিলেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ৷ ম্যাচে ভারতের ফিল্ডিং আশানরূপ না-হওয়ায় পাতিয়ালা নিবাসী ভারতীয় দলের ফিল্ডিং কোচ মুনিশ বালির প্রসঙ্গ উঠে আসে ধারাভাষ্যকারদের আলোচনায় ৷ তখন মঞ্জরেকর বলেন, "মাফ করবেন ৷ আমি উনাকে ঠিক চিনতে পারলাম না ৷ আসলে উত্তর ভারতের ক্রিকেটারদের আমি বিশেষ খোঁজ রাখি না ৷" কিছুক্ষণের মধ্যেই ধারাভাষ্যকারের এই মন্তব্য ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় ৷ মঞ্জরেকরের প্রাদেশিক মন্তব্য় নিয়ে সোশাল মিডিয়ায় কড়া সমালোচনা হয় ৷
I've no interest in North Indian Cricketers
— Sports_comedy (@sports_komedy) October 5, 2024
- Sanjay Manjrekar
Why so much hate ? pic.twitter.com/RBPkPvYuCJ
সোশাল মিডিয়ায় মুম্বইজাত প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে ব্য়াপক নিন্দায় সরব হন অনুরাগীরা ৷ কেউ আইসিসি'কে মেনশন করে লেখেন, "এইরকম বর্ণবিদ্বেষ মনস্ক মানুষ ধারাভাষ্য প্যানেলে কীভাবে জায়গা পায় ?" তো কেউ লেখেন, "মর্মান্তিক ৷ এক্ষুনি এনাকে বহিষ্কার করা উচিত ৷" উত্তর ভারতের প্রতি কীসের বিতৃষ্ণা মঞ্জরেকরের? তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ৷ সবমিলিয়ে আলটপকা মন্তব্যে ফের বিতর্কে মঞ্জরেকর ৷
I don't have interest in North Indian cricketers
— Naeem𝕏 (@18ModernMaster) October 5, 2024
~Sanjay Manjrekar @ICC @BCCI how can you allow such racist person in comm panel??
Put ban on him
এর আগে রবীন্দ্র জাদেজাকে 'টুকরো-টাকরা' ক্রিকেটার বলে বিতর্কে জড়িয়েছিলেন প্রাক্তন মুম্বই ক্রিকেটার ৷ ফের প্রাদেশিক মন্তব্য করে শিরোনামে মঞ্জরেকর ৷ শুক্রবারের ম্য়াচের দিকে যদি তাকানো যায় তবে নিউজিল্যান্ডের কাছে 58 রানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতের মেয়েরা ৷ 161 রান তাড়া করতে নেমে 102 রানেই গুটিয়ে যায় হরমনপ্রীত অ্য়ান্ড কোং ৷