রায়গঞ্জ, ২৮ মার্চ : লোকসভা ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক আলি। তার বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতে। তার কাছ থেকে একটি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া কার্তুজ থ্রি নট থ্রি রাইফেলের। ধৃতকে গতকাল রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
ওই দুষ্কৃতী কেন তার কাছে অস্ত্র রেখেছিল তার তদন্তে নেমেছে পুলিশ। ধৃতকে জেরা করে অস্ত্র কোথা থেকে কেনা হয়েছিল, তার হদিশ করতে চাইছে পুলিশ।
লোকসভা নির্বাচনের আগে জোরদার নাকা চেকিংয়ে নেমেছে জেলা পুলিশ। যার জেরে গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৮ মার্চ পর্যন্ত ৫৩টি অত্যাধুনিক বেআইনি অস্ত্র ও ৯৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গত পঞ্চায়েত ভোটের সময় জেলায় প্রচুর অবৈধ অস্ত্রের বাড়াবাড়ি দেখেছিল উত্তর দিনাজপুরবাসী। এবারও সেই পরিস্থিতি হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার গতকাল বলেন, "আজ সকালে আমরা একটি পাইপগান ও ৪ রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছি। তাকে হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
"