ETV Bharat / state

Murder in Kaliaganj: কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ, উত্তপ্ত কালিয়াগঞ্জ - কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ

কলাগাছের পাতা কাটতে গিয়ে চোখে পড়ল কিশোরীর মৃতদেহ ৷ পরিবার ও এলাকাবাসীর অভিযোগ ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে এক যুবক ৷ এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ সরকারের উদাসিনতাকেই দায়ী করলেন শুভেন্দু।

Rape
ধর্ষণ
author img

By

Published : Apr 21, 2023, 1:51 PM IST

Updated : Apr 21, 2023, 5:50 PM IST

রায়গঞ্জ, 21 এপ্রিল: কিশোরীরকে ধর্ষণ করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানা এলাকায় ৷ দোষীর শাস্তির দাবিতে বাসিন্দারা কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছেন ৷ পাশাপাশি মৃতদেহটিকে ঘিরেও প্রতিবাদ চলতে থাকে ৷ তবে এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে কালিয়াগঞ্জ ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 9টা নাগাদ একটি পুকুরে এক ব্যক্তি কলাগাছের পাতা কাটতে এসে এক কিশোরীর মৃতদেহ দেখতে পান ৷ তিনি সঙ্গে সঙ্গে গ্রামে গিয়ে খবর দেন ৷ ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী ৷ খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে ৷ পৌঁছয় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ৷ ওই কিশোরীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠাতে গেলে স্থানীয়রা বাধা দেয় ৷

এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ ক্ষিপ্ত হয়ে বাসিন্দারা কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ৷ ওই নির্যাতিতা কালিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দা ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয় ৷ কিন্তু রাতে বাড়ি না-ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন ৷ এমনকী ওই কিশোরীর কাকা তাকে খুঁজতে মালদা পর্যন্ত যান ৷ যুবতীর পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীর অভিযোগ, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ অভিযুক্তদের শাস্তি দাবি জানিয়েছেন তারা ৷

  • Sorry state of Law & Order situation in WB as @WBPolice is busy with making security arrangements for "Bhaipo's Nabajowar".
    Unfortunately the common people; especially women are paying the price.
    The perpetrators are getting emboldened due to the inaction of the State Government.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনায় টুইট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, "পশ্চিমবঙ্গে আরেকটি মেয়েকে ধর্ষণ ও খুন করা হল ৷" শুভেন্দুর অভিযোগ, দিনের পর দিন রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার চলছে ৷ তিনি এই ঘটনায় রাজ্যে আইন ও শৃঙ্খলার অবনতি হয়েছে বলে দাবি করেন ৷ তাঁর আরও অভিযোগ, পুলিশ ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যস্ত ৷ রাজ্য সরকারের নিষ্ক্রিয়তায় দুষ্কৃতীরা প্রশ্রয় পাচ্ছে ৷

আরও পড়ুন: বেগুসরাইতে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের অভিযোগ

রায়গঞ্জ, 21 এপ্রিল: কিশোরীরকে ধর্ষণ করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানা এলাকায় ৷ দোষীর শাস্তির দাবিতে বাসিন্দারা কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছেন ৷ পাশাপাশি মৃতদেহটিকে ঘিরেও প্রতিবাদ চলতে থাকে ৷ তবে এই ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে কালিয়াগঞ্জ ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 9টা নাগাদ একটি পুকুরে এক ব্যক্তি কলাগাছের পাতা কাটতে এসে এক কিশোরীর মৃতদেহ দেখতে পান ৷ তিনি সঙ্গে সঙ্গে গ্রামে গিয়ে খবর দেন ৷ ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী ৷ খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে ৷ পৌঁছয় কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ৷ ওই কিশোরীর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠাতে গেলে স্থানীয়রা বাধা দেয় ৷

এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ ক্ষিপ্ত হয়ে বাসিন্দারা কালিয়াগঞ্জ-দুর্গাপুর রাজ্যসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে ৷ ওই নির্যাতিতা কালিয়াগঞ্জ থানা এলাকার বাসিন্দা ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী বাড়ি থেকে বের হয় ৷ কিন্তু রাতে বাড়ি না-ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন ৷ এমনকী ওই কিশোরীর কাকা তাকে খুঁজতে মালদা পর্যন্ত যান ৷ যুবতীর পরিবারের সদস্য থেকে শুরু করে এলাকাবাসীর অভিযোগ, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ অভিযুক্তদের শাস্তি দাবি জানিয়েছেন তারা ৷

  • Sorry state of Law & Order situation in WB as @WBPolice is busy with making security arrangements for "Bhaipo's Nabajowar".
    Unfortunately the common people; especially women are paying the price.
    The perpetrators are getting emboldened due to the inaction of the State Government.

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনায় টুইট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি জানান, "পশ্চিমবঙ্গে আরেকটি মেয়েকে ধর্ষণ ও খুন করা হল ৷" শুভেন্দুর অভিযোগ, দিনের পর দিন রাজ্যে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচার চলছে ৷ তিনি এই ঘটনায় রাজ্যে আইন ও শৃঙ্খলার অবনতি হয়েছে বলে দাবি করেন ৷ তাঁর আরও অভিযোগ, পুলিশ ভাইপোর নবজোয়ারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যস্ত ৷ রাজ্য সরকারের নিষ্ক্রিয়তায় দুষ্কৃতীরা প্রশ্রয় পাচ্ছে ৷

আরও পড়ুন: বেগুসরাইতে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের অভিযোগ

Last Updated : Apr 21, 2023, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.