ETV Bharat / state

পিষে দিল লরি, রায়গঞ্জে মৃত প্রৌঢ় - রায়গঞ্জে দুর্ঘটনা

কাজ করতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না দিনু সিংহ নামে এক প্রৌঢ়ের ৷ লরি পিষে দেওয়ায় ঘটানস্থলেই প্রাণ হারালেন তিনি ৷ রায়গঞ্জের করণদীঘির ঘটনা ৷

man died in accident at karandighi
পিষে দিল লরি, রায়গঞ্জে মৃত প্রৌঢ়
author img

By

Published : May 3, 2021, 1:58 PM IST

রায়গঞ্জ, 3 মে: প্রতিদিনের মতো সকালে কাজ করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে করণদীঘি থানার টুঙ্গিদীঘি এলাকার 34 নম্বর জাতীয় সড়কে । মৃত ব্যক্তির নাম দিনু সিংহ (55) । তাঁর বাড়ি করণদীঘি থানার পুঠিমারি গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, করণদীঘি থানার পুঠিমারি গ্রামের বাসিন্দা দিনু সিংহ প্রতিদিনের মতোই সকালে কাজের জন্য বেরোন । টুঙ্গিদীঘিতে কাজ করতে গিয়েছিলেন তিনি । আচমকা একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদীঘি থানার পুলিশ ।

আরও পড়ুন: বেলেঘাটায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

এই ঘটনায় টুঙ্গিদীঘি এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । ঘাতক লরিটিকে আটক করেছে করণদীঘি থানার পুলিশ । লরির চালক ও খালাসি পলাতক ।

রায়গঞ্জ, 3 মে: প্রতিদিনের মতো সকালে কাজ করতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে করণদীঘি থানার টুঙ্গিদীঘি এলাকার 34 নম্বর জাতীয় সড়কে । মৃত ব্যক্তির নাম দিনু সিংহ (55) । তাঁর বাড়ি করণদীঘি থানার পুঠিমারি গ্রামে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে । ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, করণদীঘি থানার পুঠিমারি গ্রামের বাসিন্দা দিনু সিংহ প্রতিদিনের মতোই সকালে কাজের জন্য বেরোন । টুঙ্গিদীঘিতে কাজ করতে গিয়েছিলেন তিনি । আচমকা একটি লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় করণদীঘি থানার পুলিশ ।

আরও পড়ুন: বেলেঘাটায় বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, কাঠগড়ায় তৃণমূল

এই ঘটনায় টুঙ্গিদীঘি এলাকার 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । ঘাতক লরিটিকে আটক করেছে করণদীঘি থানার পুলিশ । লরির চালক ও খালাসি পলাতক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.