ETV Bharat / state

Housewife Murder Case: রায়গঞ্জে গৃহবধূ খুনে আলিপুরদুয়ার থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত - Raiganj Murder

রায়গঞ্জের গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার প্রধান অভিযুক্ত (Housewife Murdered) ৷ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ ৷

Housewife Murder Case
Housewife Murder Case
author img

By

Published : Nov 16, 2022, 8:09 PM IST

Updated : Nov 16, 2022, 9:52 PM IST

রায়গঞ্জ, 16 নভেম্বর: সম্প্রতি রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লি এলাকায় খুন হন এক গৃহবধূ ৷ তাঁর নাম সুপ্রিয়া দত্ত ৷ ঘটনার পাঁচদিন পর গ্রেফতার করা হয়েছে একজনকে ৷ আলিপুরদুয়ারের ফাঁলাকাটার বাবুপাড়া এলাকার একটি হোটেল থেকে বুধবার বেলা 1টায় গ্রেফতার হয়েছে খুনের ঘটনার প্রধান অভিযুক্ত প্রবাল সরকার (Main accused arrested from Alipurduar) । অভিযুক্তকে রায়গঞ্জে আনা হচ্ছে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, চলতি মাসের 11 তারিখ শুক্রবার সকালে রায়গঞ্জ রবীন্দ্রপল্লির বাড়িতে একাই ছিলেন দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া ৷ সেই সময় খুন হন তিনি । বিকেলে মৃতার ছেলে স্কুল থেকে বাড়িতে ফিরে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পায় ৷ সে চিৎকার চেঁচামেচি শুরু করে । ছেলের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে (Raiganj Murder) ।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি গৃহবধূর পূর্ব পরিচিত, জানাল পরিবার

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । এই ঘটনায় পুলিশ রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । এর পরে ওই দিন রাতে পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে (Housewife Murder Case) । পাঁচদিন পর আলিপুরদুয়ারের ফাঁলাকাটার বাবুপাড়া এলাকার একটি হোটেল থেকে বুধবার বেলা 1টায় গ্রেফতার করা হল মুল অভিযুক্ত প্রবাল সরকার । তাঁকে রায়গঞ্জে আনা হচ্ছে বলে খবর ।

রায়গঞ্জ, 16 নভেম্বর: সম্প্রতি রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লি এলাকায় খুন হন এক গৃহবধূ ৷ তাঁর নাম সুপ্রিয়া দত্ত ৷ ঘটনার পাঁচদিন পর গ্রেফতার করা হয়েছে একজনকে ৷ আলিপুরদুয়ারের ফাঁলাকাটার বাবুপাড়া এলাকার একটি হোটেল থেকে বুধবার বেলা 1টায় গ্রেফতার হয়েছে খুনের ঘটনার প্রধান অভিযুক্ত প্রবাল সরকার (Main accused arrested from Alipurduar) । অভিযুক্তকে রায়গঞ্জে আনা হচ্ছে বলে জানা গিয়েছে ।

উল্লেখ্য, চলতি মাসের 11 তারিখ শুক্রবার সকালে রায়গঞ্জ রবীন্দ্রপল্লির বাড়িতে একাই ছিলেন দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া ৷ সেই সময় খুন হন তিনি । বিকেলে মৃতার ছেলে স্কুল থেকে বাড়িতে ফিরে মায়ের রক্তাক্ত দেহ দেখতে পায় ৷ সে চিৎকার চেঁচামেচি শুরু করে । ছেলের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসে (Raiganj Murder) ।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি গৃহবধূর পূর্ব পরিচিত, জানাল পরিবার

ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় । এই ঘটনায় পুলিশ রায়গঞ্জ শহরের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । এর পরে ওই দিন রাতে পুলিশ অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে (Housewife Murder Case) । পাঁচদিন পর আলিপুরদুয়ারের ফাঁলাকাটার বাবুপাড়া এলাকার একটি হোটেল থেকে বুধবার বেলা 1টায় গ্রেফতার করা হল মুল অভিযুক্ত প্রবাল সরকার । তাঁকে রায়গঞ্জে আনা হচ্ছে বলে খবর ।

Last Updated : Nov 16, 2022, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.