রায়গঞ্জ, 11 মে : কেন্দ্রের দেওয়া তালিকায় গ্রিন জ়োনে রয়েছে উত্তর দিনাজপুর ৷ সেই কারণে লকডাউন কিছুটা হলেও শিথিল সেখানে ৷ আর সামাজিক দূরত্ব না মেনেই ভিড় লক্ষ্য করা গেছে রায়গঞ্জের বাজারে ৷
গতকালই রায়গঞ্জ ব্লকের তিন বাসিন্দার দেহে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে । এতদিন ধরে উত্তর দিনাজপুর জেলা গ্রিন জ়োনে থাকলেও এখন অরেঞ্জ জ়োনে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও হুঁশ ফেরেনি অনেকের ।
সাত সকালে সামাজিক দূরত্ব উপেক্ষা করেই বাজার ও দোকানে ভিড় করতে দেখা গেছে অনেকে । কয়েকটি জায়গা দেখলে মনেই হবে না যে লকডাউন চলছে ।
পুলিশ-প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে । একাধিক পদক্ষেপও করেছে । তবুও সামাজিক দূরত্ব না মেনেই বাইরে বেরোনোর ছবি ধরা পড়েছে রায়গঞ্জে ।