ETV Bharat / state

Kulik River: রায়গঞ্জের খলসিতে কুলিক নদীর উপর সেতুর দাবিতে সরব স্থানীয়রা - Raiganj

কুলিক নদী, প্রবাহিত হয়েছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ ব্লকের খলসি এলাকার উপর দিয়ে ৷ ওই ব্লকের বাসিন্দাদের নানা জরুরি কাজে নদী পার করতে হয় ৷ সারা বছর এভাবেই চলে ৷ তবে মূল সমস্যা হয় বর্ষাকালে ৷ তাই স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই নদীর উপর একটি সেতুর দাবি করে আসছেন ৷

locals-of-raiganj-khalsi-area-demand-bridge-on-kulik-river
রায়গঞ্জের খলসিতে কুলিক নদীর উপর সেতুর দাবিতে সরব স্থানীয়রা
author img

By

Published : Oct 15, 2022, 4:39 PM IST

রায়গঞ্জ, 15 অক্টোবর : উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ ব্লকের খলসি এলাকার উপর দিয়ে প্রবাহিত কুলিক নদী । প্রতিদিনই নদীর দুই পারের মানুষকে বিভিন্ন কাজে নদী পার হতে হয় । নদীর এক পারে স্বাস্থ্যকেন্দ্র (Health Centre), পঞ্চায়ত, উচ্চ বিদ্যালয় ও ডাকঘর থাকায় প্রতিপদে নদী পারাপার করতে হয় । মূলত, খলসি, বিন্দোল, বিশরাইল, সুবর্ণপুর, বর্ণপুর-সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের এখন নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা ।

Locals of Raiganj Khalsi area demand Bridge on Kulik River
কুলিক নদীর উপর নৌকায় পারাপার

তবে বর্ষাকালে চূড়ান্ত দূর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের । নদীতে জল বেড়ে যাওয়ায় মাঝেমধ্যেই নৌকা উল্টে দুর্ঘটনার সম্মুখীন হন সাধারণ মানুষ । রাত বিরেতে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বেগ পেতে হয় বলে অভিযোগ । অনেকেই ঝুঁকির কারণে অনেকটা ঘুরে যেতে হয় গন্তব্যে ।

Locals of Raiganj Khalsi area demand Bridge on Kulik River
কুলিক নদীর উপর নৌকায় পারাপার

বারবার ওই এলাকায় নদীর উপরে পাকা সেতুর দাবি উঠেছে ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । গ্রামবাসীদের অভিযোগ, শুধু ভোট এলেই নেতারা ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেন । শুরু হয় জমি জরিপ । কিন্তু ভোট পার হলেই পরিস্থিতি একই থেকে যায় বলে অভিযোগ ।

Locals of Raiganj Khalsi area demand Bridge on Kulik River
কুলিক নদীর উপর নৌকায় পারাপার

স্থানীয়দের দাবি, একবার নয়, একাধিকবার পঞ্চায়েত, প্রশাসন, মন্ত্রী, আমলার দ্বারস্থ হয়েও কোনও কাজ হচ্ছে না । যেখানে বর্তমান রাজ্য সরকার একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরছে, একাধিকবার বসেছে দুয়ারে সরকার (Duare Sarkar), পাড়ায় সমাধানের শিবির । কিন্তু তারপরেও যাতায়াতের ক্ষেত্রে কেন সেই তিমিরেই রয়ে গিয়েছেন এই এলাকার মানুষ ? তা নিয়ে উঠছে প্রশ্ন । সে কারণে এবারও ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন সকলেই । এখন এক্ষেত্রে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার !

রায়গঞ্জের খলসিতে কুলিক নদীর উপর সেতুর দাবিতে সরব স্থানীয়রা

আরও পড়ুন : টেন্ডার হয়ে গেলেও শুরু হয়নি কাজ, রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে স্থানীয়রা

রায়গঞ্জ, 15 অক্টোবর : উত্তর দিনাজপুরের (North Dinajpur) রায়গঞ্জ ব্লকের খলসি এলাকার উপর দিয়ে প্রবাহিত কুলিক নদী । প্রতিদিনই নদীর দুই পারের মানুষকে বিভিন্ন কাজে নদী পার হতে হয় । নদীর এক পারে স্বাস্থ্যকেন্দ্র (Health Centre), পঞ্চায়ত, উচ্চ বিদ্যালয় ও ডাকঘর থাকায় প্রতিপদে নদী পারাপার করতে হয় । মূলত, খলসি, বিন্দোল, বিশরাইল, সুবর্ণপুর, বর্ণপুর-সহ একাধিক গ্রামের কয়েক হাজার মানুষের এখন নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা ।

Locals of Raiganj Khalsi area demand Bridge on Kulik River
কুলিক নদীর উপর নৌকায় পারাপার

তবে বর্ষাকালে চূড়ান্ত দূর্ভোগে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের । নদীতে জল বেড়ে যাওয়ায় মাঝেমধ্যেই নৌকা উল্টে দুর্ঘটনার সম্মুখীন হন সাধারণ মানুষ । রাত বিরেতে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও বেগ পেতে হয় বলে অভিযোগ । অনেকেই ঝুঁকির কারণে অনেকটা ঘুরে যেতে হয় গন্তব্যে ।

Locals of Raiganj Khalsi area demand Bridge on Kulik River
কুলিক নদীর উপর নৌকায় পারাপার

বারবার ওই এলাকায় নদীর উপরে পাকা সেতুর দাবি উঠেছে ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । গ্রামবাসীদের অভিযোগ, শুধু ভোট এলেই নেতারা ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতি দেন । শুরু হয় জমি জরিপ । কিন্তু ভোট পার হলেই পরিস্থিতি একই থেকে যায় বলে অভিযোগ ।

Locals of Raiganj Khalsi area demand Bridge on Kulik River
কুলিক নদীর উপর নৌকায় পারাপার

স্থানীয়দের দাবি, একবার নয়, একাধিকবার পঞ্চায়েত, প্রশাসন, মন্ত্রী, আমলার দ্বারস্থ হয়েও কোনও কাজ হচ্ছে না । যেখানে বর্তমান রাজ্য সরকার একের পর এক উন্নয়নের খতিয়ান তুলে ধরছে, একাধিকবার বসেছে দুয়ারে সরকার (Duare Sarkar), পাড়ায় সমাধানের শিবির । কিন্তু তারপরেও যাতায়াতের ক্ষেত্রে কেন সেই তিমিরেই রয়ে গিয়েছেন এই এলাকার মানুষ ? তা নিয়ে উঠছে প্রশ্ন । সে কারণে এবারও ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন সকলেই । এখন এক্ষেত্রে প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার !

রায়গঞ্জের খলসিতে কুলিক নদীর উপর সেতুর দাবিতে সরব স্থানীয়রা

আরও পড়ুন : টেন্ডার হয়ে গেলেও শুরু হয়নি কাজ, রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে স্থানীয়রা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.