রায়গঞ্জ, 19 জুন : দীর্ঘদিন ধরে রাস্তা ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। পঞ্চায়েত সহ নানা আধিকারিকদের কাছে অভিযোগ করেও মেলেনি সুরাহা। রাস্তা মেরামতের দাবিতে পঞ্চায়েত দপ্তরের সামনে এবার বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় । দীর্ঘক্ষণ তালাবন্দী করে রাখার পর শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধানের কাজ শুরু করার আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা ।
রায়গঞ্জ ব্লকের 14 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকায় প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই ভেঙেচুরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় চরম সমস্যায় পড়ে আশপাশে চারটি গ্রামের বাসিন্দারা । বর্ষা চলে এলে অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে । বারবার রাস্তা ঠিক করার জন্য আবেদন করা হলেও পঞ্চায়েত বা প্রশাসনের তরফ থেকে কোনও সাড়া মেলেনি। বৃষ্টি শুরু হতেই ওই রাস্তার আরও খারাপ অবস্থা হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
গত দুদিন ধরে হালকা মাঝারি বৃষ্টিপাতের মধ্যে ওই রাস্তায় দুর্ঘটনায় কবলে পড়তে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। যার ফলে যাতায়াত প্রায় বন্ধের মুখে। এই অবস্থায় দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য আধিকারিকদের কাছে ওই রাস্তা মেরামতের আবেদন করে আসা হলেও কাজ শুরু হয়নি। এর প্রতিবাদে আজ দুপুরে কমলাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য আধিকারিকদের তালাবন্দি করে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা । দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ। পরে পঞ্চায়েত প্রধান লিখিতভাবে রাস্তা সারাইয়ের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা উৎপল বর্মণ বলেন, " আমরা দীর্ঘদিন ধরে ওই রাস্তা মেরামতের জন্য বারবার করে অনুরোধ করে আসছিলাম। কিন্তু কিছুতেই কোনও কাজ হচ্ছে না। ওই রাস্তার উপর দিয়ে বহু মানুষ যাতায়াত করেন এবং সাধারণ মানুষেরা বহুবার দুর্ঘটনার মুখেও পড়েছেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও ওই রাস্তা মেরামতের কোনও চিন্তাভাবনা করছে না প্রশাসন। এই কারণেই আজ আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি। পঞ্চায়েত প্রধান এবং অন্য আধিকারিকদের দপ্তরে তালাবন্দী করে রেখে বিক্ষোভ প্রদর্শন করা হয় । তারা লিখিত আশ্বাস দিলে তারপর বিক্ষোভ তুলে নেওয়া হয়। "
অন্যদিকে, পঞ্চায়েত প্রধান যমুনা বর্মণ বলেন, " আমি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি । তারা দ্রুত মেরামতির কাজ শুরুর করার কথা জানিয়েছে । যতটা সম্ভব তাড়াতাড়ি আমরা ওই রাস্তা মেরামতের কাজ করব।"