ETV Bharat / state

রায়গঞ্জে তৃণমূলের হারের কারণ খুঁজতে জরুরি বৈঠক কানাইয়ালালের

রায়গঞ্জ ব্লক ও রায়গঞ্জ শহরে তৃণমূলের হারের কারণ খুঁজতে জরুরি বৈঠক করলেন কানাইয়ালাল আগরওয়াল । বৈঠকে ব্লক ও পৌরসভার নেতানেত্রীদের সঙ্গে করলেন আলোচনা ।

author img

By

Published : Jun 2, 2019, 11:00 PM IST

জরুরি বৈঠক

রায়গঞ্জ, 2 জুন : কিছুটা সাংগঠনিক দুর্বলতা ও মেরুকরণের রাজনীতির জন্যই খারাপ ফল হয়েছে বলে মনে করেন উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । রায়গঞ্জ ব্লক ও রায়গঞ্জ শহর কেন পিছিয়ে রয়েছে তা খুঁজতেই জরুরি বৈঠকে বসলেন তিনি । ব্লক ও পৌরসভার নেতানেত্রীদের সঙ্গে করলেন আলোচনা ।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভরাডুবি হয়েছে । প্রায় 60 হাজার ভোটে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরির কাছে পরাস্ত হয়েছেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । নির্বাচনের শেষে জেলা সভাপতি অমল আচার্যকে সরিয়ে দিয়ে কানাইয়ালালকে দেওয়া হয় দায়িত্ব । দায়িত্ব নেওয়ার পর রায়গঞ্জের পিছিয়ে পড়ার বিষয় নিয়ে পর্যালোচনা করেন কানাইয়ালাল ।

ভিডিয়োয় শুনুন কানাইয়ালালের বক্তব্য

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলাম বৈঠকে । কিছু সাংগঠনিক দুর্বলতা ও মেরুকরণের রাজনীতির কারণেই হার হয়েছে বলে মনে করছি । প্রতিটি ব্লক, অঞ্চলভিত্তিক পর্যালোচনা করব ।" তবে সম্পূর্ণ পর্যালোচনা করার পরই নেতৃত্ব পরিবর্তন করা হবে কি না তা নিয়ে ভাববেন বলে জানালেন তিনি ।

রায়গঞ্জ, 2 জুন : কিছুটা সাংগঠনিক দুর্বলতা ও মেরুকরণের রাজনীতির জন্যই খারাপ ফল হয়েছে বলে মনে করেন উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল । রায়গঞ্জ ব্লক ও রায়গঞ্জ শহর কেন পিছিয়ে রয়েছে তা খুঁজতেই জরুরি বৈঠকে বসলেন তিনি । ব্লক ও পৌরসভার নেতানেত্রীদের সঙ্গে করলেন আলোচনা ।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভরাডুবি হয়েছে । প্রায় 60 হাজার ভোটে BJP প্রার্থী দেবশ্রী চৌধুরির কাছে পরাস্ত হয়েছেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল । নির্বাচনের শেষে জেলা সভাপতি অমল আচার্যকে সরিয়ে দিয়ে কানাইয়ালালকে দেওয়া হয় দায়িত্ব । দায়িত্ব নেওয়ার পর রায়গঞ্জের পিছিয়ে পড়ার বিষয় নিয়ে পর্যালোচনা করেন কানাইয়ালাল ।

ভিডিয়োয় শুনুন কানাইয়ালালের বক্তব্য

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলাম বৈঠকে । কিছু সাংগঠনিক দুর্বলতা ও মেরুকরণের রাজনীতির কারণেই হার হয়েছে বলে মনে করছি । প্রতিটি ব্লক, অঞ্চলভিত্তিক পর্যালোচনা করব ।" তবে সম্পূর্ণ পর্যালোচনা করার পরই নেতৃত্ব পরিবর্তন করা হবে কি না তা নিয়ে ভাববেন বলে জানালেন তিনি ।

Intro:রায়গঞ্জ, ০২ জুনঃ- কিছুটা সাংগঠনিক দুর্বলতা এবং মেরুকরণের রাজনীতির জন্যই খারাপ ফল হয়েছে বলে মনে করেন উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগ্রওয়াল। রায়গঞ্জ ব্লক ও শহরে তৃণমূল কেন পিছিয়ে?জবাব খুজতে জরুরী আলোচনায় বসলেন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।ব্লক ও পৌরসভার নেতানেত্রীদের সঙ্গে করলেন আলোচনা।তবে,এখনই নেতৃত্ব পরিবর্তন করার পথে হাটছেন না তিনি।বরং সম্পূর্ণ পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী কানাইয়াবাবু।

লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে।প্রায় ৬০হাজার ভোটে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর কাছে পরাস্ত হয়েছেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।প্রাথমিকভাবে ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ বিধানসভা এলাকা থেকেই সর্বাধিক লিড পেয়েছিল বিজেপি।নির্বাচনের শেষে প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যকে সরিয়ে দিয়ে কানাইয়ালাল আগরওয়ালকে দায়িত্ব দেওয়া হয়।এদিন দায়িত্ব নেওয়ার পর রায়গঞ্জে পিছিয়ে পড়ার বিষয় নিয়ে পর্যালোচনা করেন কানাইয়াবাবু।আগামীতে প্রতিটি অঞ্চল ভিত্তিক পর্যালোচনা করবেন বলে মন্তব্য করেন কানাইয়াবাবু।

এদিন বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,হারের কারণ পর্যালোচনা করতেই আজ বৈঠক করলাম।প্রাথমিকভাবে কিছুটা সাংগঠনিক দুর্বলতা ও মেরুকরণের রাজনীতির কারণেই হার বলে মনে করছি। প্রতিটি ব্লক,অঞ্চল ভিত্তিক পর্যালোচনা করব।তবে এখনই নেতৃত্ব পরিবর্তন করার কথা ভাবছি না।সম্পূর্ণ পর্যালোচনা আগে করব।

বাইট-- কানাইয়ালাল আগরওয়াল।

তারক চক্রবর্তী, রায়গঞ্জ।। Body:ভক্সConclusion:ভচ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.