রায়গঞ্জ, ৫ এপ্রিল : অ্য়াম্বুল্য়ান্স ব্য়বহার করা হচ্ছে পুলিশের টহলদারি ভ্য়ান হিসেবে ৷ এমনই অভিযোগ উঠল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কালিয়াগঞ্জ থানার বিরুদ্ধে ৷ বিষয়টি নিয়ে নিন্দা করেছে সিপিআইএম এবং বিজেপি ৷ যদিও এবিষয়ে খবর করতে যাওয়ায় পুলিশের হেনস্থার মুখে পড়তে হয়েছে এক সাংবাদিককে ৷
গতবছর একটি অ্য়াম্বুল্য়ান্স আটক করে পুলিশ ৷ অভিযোগ, লকডাউনের সময় নিয়ম ভেঙে অ্য়াম্বুল্য়ান্সটি যাত্রী পরিবহন করছিল ৷ সেকারণে ওই অ্য়াম্বুল্য়ান্সটিকে আটক করা হয় ৷ আচমকা সেই অ্যাম্বুল্য়ান্সটিকে পুলিশের টহলদারি ভ্যানে রূপান্তরিত করে নিয়েছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। যদিও এব্যাপারে মুখে কুলুপ এঁটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
ওই অ্যাম্বুল্য়ান্সটি হেমতাবাদের প্রাক্তন সিপিআইএম বিধায়ক খগেন্দ্রনাথ সিংয়ের বিধায়ক উন্নয়ন তহবিলের টাকায় কেনা। যাতে হেমতাবাদ বিধানসভা এলাকার রোগীদের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে কিংবা রায়গঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে সুবিধা হয়। ২০১৫ সালে হেমতাবাদ বিধানসভা এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ওই অ্য়াম্বুল্য়াটি চালানো ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় ৷
আরও পড়ুন- দেশে সর্বপ্রথম লাখের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ
করোনা সময়কালে লকডাউন পর্বে গতবছর ২০ এপ্রিল কালিয়াগঞ্জের ফতেপুরে কালিয়াগঞ্জ থানার পুলিশের নাকা চেকিংয়ের সময় আটক করা হয়েছিল অ্যাম্বুলেন্সটি। অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে যাত্রী পরিবহন করছিল সেটি ৷ এরপর থেকে কালিয়াগঞ্জ থানাতেই পড়েছিল ৷ অ্যাম্বুল্য়ান্সের গায়ে বিধায়কের নাম মুছে দিয়ে পুলিশের স্টিকার লাগিয়ে দিয়ে এটিকে পুলিশের টহলদারি ভ্যান তৈরি করে ফেলেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।
পুলিশের ওই কাজে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক দল গুলির মধ্যে। সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, "কালিয়াগঞ্জ থানার পুলিশের এই কাজের নিন্দা করার ভাষা নেই।" রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে মানুষকে পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।
বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, "রাজ্য সরকার যে দেউলিয়া হয়ে গেছে এটাই তার অন্যতম প্রমাণ।"
যদিও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ।