ETV Bharat / state

ভারী বৃষ্টিতে জলমগ্ন কালিয়াগঞ্জের বিস্তীর্ণ এলাকা, খতিয়ে দেখলেন পৌর প্রশাসক - ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কালিয়াগঞ্জ পৌরসভা

আজ কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিকচন্দ্র পাল সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন শহরের জলমগ্ন এলাকাগুলিতে । সেখানে তিনি প্রায় এক হাঁটু জল উপেক্ষা করে জলমগ্ন যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখেন ।

raiganj news
raiganj news
author img

By

Published : Sep 23, 2020, 9:36 PM IST

রায়গঞ্জ, 23 সেপ্টেম্বর : গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার বেশ কয়েকটি পৌর এলাকা । এর মধ্যে অন্যতম শহরের 16 নম্বরে ওয়ার্ডের উত্তর চিলপাড়া । যেখানে দেখা যায় প্রায় 35 টি পরিবার ঘর ছেড়ে এখন আশ্রয় নিয়েছে পৌরসভার ত্রাণ শিবিরে । যে ত্রাণ শিবিরে পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে সেই সমস্ত নাগরিকদের কোনও অসুবিধা না হয় ।

আজ কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিকচন্দ্র পাল সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন শহরের উত্তর চিড়াইপারার সেই জায়গায় । যেখানে তিনি প্রায় এক হাঁটু জল উপেক্ষা করে জলমগ্ন যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখেন । শুধু তাই নয় এখানকার স্থানীয় মানুষদের সাথে তিনি কথা বলেন । তাঁদের সমস্যার কথা নিজে দাঁড়িয়ে থেকে শোনেন । এছাড়া যে 35টি পরিবার পৌরসভার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলেন প্রশাসক । তাদের কাছে জানতে চান, কোনও অসুবিধা হচ্ছে কি না । ত্রাণকাজ তারা ঠিকঠাক পাচ্ছেন কি না।

পৌর প্রশাসক কার্তিকচন্দ্র পাল জানান, নিম্নচাপের দরুণ টানা বৃষ্টির ফলে শহরের কিছু জায়গায় জল জমে যায় । সেই জল সরানোর জন্য ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে তৎপরতা নেওয়া হয়েছে । যাতে পুজোর আগে এই এলাকাগুলো থেকে পুরোপুরিভাবে জল নেমে যায় তার জন্য তিনি পৌরসভার কর্মীদের নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, কালিয়াগঞ্জ শহরে নিকাশি ব্যবস্থা চাঙ্গা করার জন্য যে ড্রেনের কাজ চলছে তার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে । কিন্তু এগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে কালিয়াগঞ্জের নিকাশি ব্যবস্থা অনেকটাই উন্নত হয়ে উঠবে ।

রায়গঞ্জ, 23 সেপ্টেম্বর : গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার বেশ কয়েকটি পৌর এলাকা । এর মধ্যে অন্যতম শহরের 16 নম্বরে ওয়ার্ডের উত্তর চিলপাড়া । যেখানে দেখা যায় প্রায় 35 টি পরিবার ঘর ছেড়ে এখন আশ্রয় নিয়েছে পৌরসভার ত্রাণ শিবিরে । যে ত্রাণ শিবিরে পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে সেই সমস্ত নাগরিকদের কোনও অসুবিধা না হয় ।

আজ কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক কার্তিকচন্দ্র পাল সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন শহরের উত্তর চিড়াইপারার সেই জায়গায় । যেখানে তিনি প্রায় এক হাঁটু জল উপেক্ষা করে জলমগ্ন যে সমস্ত বাড়িগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখেন । শুধু তাই নয় এখানকার স্থানীয় মানুষদের সাথে তিনি কথা বলেন । তাঁদের সমস্যার কথা নিজে দাঁড়িয়ে থেকে শোনেন । এছাড়া যে 35টি পরিবার পৌরসভার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলেন প্রশাসক । তাদের কাছে জানতে চান, কোনও অসুবিধা হচ্ছে কি না । ত্রাণকাজ তারা ঠিকঠাক পাচ্ছেন কি না।

পৌর প্রশাসক কার্তিকচন্দ্র পাল জানান, নিম্নচাপের দরুণ টানা বৃষ্টির ফলে শহরের কিছু জায়গায় জল জমে যায় । সেই জল সরানোর জন্য ইতিমধ্যে পৌরসভার পক্ষ থেকে তৎপরতা নেওয়া হয়েছে । যাতে পুজোর আগে এই এলাকাগুলো থেকে পুরোপুরিভাবে জল নেমে যায় তার জন্য তিনি পৌরসভার কর্মীদের নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, কালিয়াগঞ্জ শহরে নিকাশি ব্যবস্থা চাঙ্গা করার জন্য যে ড্রেনের কাজ চলছে তার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে । কিন্তু এগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গেলে কালিয়াগঞ্জের নিকাশি ব্যবস্থা অনেকটাই উন্নত হয়ে উঠবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.