ETV Bharat / state

কেন্দ্রীয় অনুদানের টাকা কেটে নিচ্ছে, অসহায় অবস্থা প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীর

ব্যাঙ্ক আর ইনকাম ট্যাক্স দপ্তরের বেড়াজালে পরে প্রায় না খেয়ে দিনযাপন করছেন রায়গঞ্জের প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রী বেলারানি মুখোপাধ্যায় ৷ অভিযোগ, পেনশনের অধিকাংশ ভাগ প্রতিমাসেই কেটে নিচ্ছে ইনকাম ট্যাক্স ৷ বারবার অভিযোগ করেও কোনও সুরাহা মিলছে না ৷

aa
বেলারানি মুখোপাধ্যায়
author img

By

Published : Dec 9, 2019, 9:45 PM IST

Updated : Dec 10, 2019, 9:47 PM IST

রায়গঞ্জ, 9 ডিসেম্বর : স্বামী ছিলেন স্বাধীনতা সংগ্রামী ৷ ব্যাঙ্ক আর ইনকাম ট্যাক্স দপ্তরের বেড়াজালে পড়ে প্রায় না খেয়েই দিন কাটছে বেলারানি মুখোপাধ্যায়ের ৷ অভিযোগ, স্বাধীনতা সংগ্রামীর বিধবা হিসেবে পাওয়া পেনশনের অধিকাংশ ভাগই প্রতিমাসে কেটে নিচ্ছে ইনকাম ট্যাক্স । বৃদ্ধা বারংবার অভিযোগ করেছেন ৷ মিলেছে আশ্বাসও ৷ তবে সুরাহা পাচ্ছেন না ৷ চার্টাড অ্যাকাউনটেন্ট শ্যাম আগরওয়ালের কথায়, এভাবে ইনকাম ট্যাক্সের টাকা কাটার কোনও নিয়ম নেই । তবুও কেন ইনকাম ট্যাক্স টাকা কাটছে তার কোনও জবাব নেই ৷

শুনুন বেলারানিদেবীর বক্তব্য

রায়গঞ্জের দক্ষিণ বীরনগর এলাকার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বদেশরঞ্জন মুখোপাধ্যায় ৷ উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ মানুষই চেনেন তাঁকে । পেয়েছিলেন তাম্রফলক পুরস্কার ৷ 2003 সালের 11 অগাস্ট তিনি প্রয়াত হন । একমাসের মধ্যেই তাঁর পেনশন অ্যাকাউন্ট পারিবারিক পেনশন অ্যাকাউন্টে পরিবর্তিত হয় । এরপর তাঁর স্ত্রী বেলারানিদেবীর সরকারি অনুদান পাওয়া শুরু হয়ে যায় । সবকিছু ঠিকই চলছিল ৷ আচমকা 2019 সালের অক্টোবরে বেলারানিদেবীর পেনশন অ্যাকাউন্ট থেকে পেনশনের বেশিরভাগ টাকা ইনকাম ট্যাক্স বাবদ কাটা যেতে থাকে । ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর এই ঘটনা আর ঘটবে না বলে আশ্বাসও মেলে ৷ কিন্তু নভেম্বরেও ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ । ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি বিষয়টি ইনকাম ট্যাক্সের সমস্যা । ইনকাম ট্যাক্স দপ্তরেও ছুটে যান অশীতিপর বৃদ্ধা বেলারানিদেবী ৷ কিন্তু সেখান থেকে আবার ব্যাঙ্কের ঘাড়েই দোষ চাপানো হয় ৷ উলটে বলা হয় বিষয়টি ব্যাঙ্কের সমস্যা ৷ যা টাকা কাটা হয়েছে সেই টাকা এপ্রিলের মধ্যে অ্যাকাউন্টে ফেরতের আশ্বাস দেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা । কিন্তু তারপরও ডিসেম্বরে একইভাবে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স টাকা কেটে নিয়েছে বলে অভিযোগ ৷

বেলারানিদেবীর ছেলেও তেমন কিছু করে না ৷ টুকটাক ইলেকট্রিকের কাজ করেন ৷ তাও কখনও কাজ থাকে কখনও থাকে না ৷ 3 মাস ধরে বিনা চিকিৎসা ও বিনা ওষুধে দিনযাপন করছেন বলে মন্তব্য করেন বেলারানিদেবী ৷ সব মিলিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বেলারানিদেবী ও তাঁর পরিবার ৷ একজন তাম্রফলক পুরস্কারপ্রাপ্ত প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর বৃদ্ধা স্ত্রীর এই অবস্থার দ্রুত সমাধান করা হচ্ছে না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

রায়গঞ্জ, 9 ডিসেম্বর : স্বামী ছিলেন স্বাধীনতা সংগ্রামী ৷ ব্যাঙ্ক আর ইনকাম ট্যাক্স দপ্তরের বেড়াজালে পড়ে প্রায় না খেয়েই দিন কাটছে বেলারানি মুখোপাধ্যায়ের ৷ অভিযোগ, স্বাধীনতা সংগ্রামীর বিধবা হিসেবে পাওয়া পেনশনের অধিকাংশ ভাগই প্রতিমাসে কেটে নিচ্ছে ইনকাম ট্যাক্স । বৃদ্ধা বারংবার অভিযোগ করেছেন ৷ মিলেছে আশ্বাসও ৷ তবে সুরাহা পাচ্ছেন না ৷ চার্টাড অ্যাকাউনটেন্ট শ্যাম আগরওয়ালের কথায়, এভাবে ইনকাম ট্যাক্সের টাকা কাটার কোনও নিয়ম নেই । তবুও কেন ইনকাম ট্যাক্স টাকা কাটছে তার কোনও জবাব নেই ৷

শুনুন বেলারানিদেবীর বক্তব্য

রায়গঞ্জের দক্ষিণ বীরনগর এলাকার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বদেশরঞ্জন মুখোপাধ্যায় ৷ উত্তর দিনাজপুর জেলার বেশিরভাগ মানুষই চেনেন তাঁকে । পেয়েছিলেন তাম্রফলক পুরস্কার ৷ 2003 সালের 11 অগাস্ট তিনি প্রয়াত হন । একমাসের মধ্যেই তাঁর পেনশন অ্যাকাউন্ট পারিবারিক পেনশন অ্যাকাউন্টে পরিবর্তিত হয় । এরপর তাঁর স্ত্রী বেলারানিদেবীর সরকারি অনুদান পাওয়া শুরু হয়ে যায় । সবকিছু ঠিকই চলছিল ৷ আচমকা 2019 সালের অক্টোবরে বেলারানিদেবীর পেনশন অ্যাকাউন্ট থেকে পেনশনের বেশিরভাগ টাকা ইনকাম ট্যাক্স বাবদ কাটা যেতে থাকে । ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর এই ঘটনা আর ঘটবে না বলে আশ্বাসও মেলে ৷ কিন্তু নভেম্বরেও ঘটনার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ । ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি বিষয়টি ইনকাম ট্যাক্সের সমস্যা । ইনকাম ট্যাক্স দপ্তরেও ছুটে যান অশীতিপর বৃদ্ধা বেলারানিদেবী ৷ কিন্তু সেখান থেকে আবার ব্যাঙ্কের ঘাড়েই দোষ চাপানো হয় ৷ উলটে বলা হয় বিষয়টি ব্যাঙ্কের সমস্যা ৷ যা টাকা কাটা হয়েছে সেই টাকা এপ্রিলের মধ্যে অ্যাকাউন্টে ফেরতের আশ্বাস দেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা । কিন্তু তারপরও ডিসেম্বরে একইভাবে বৃদ্ধার অ্যাকাউন্ট থেকে ইনকাম ট্যাক্স টাকা কেটে নিয়েছে বলে অভিযোগ ৷

বেলারানিদেবীর ছেলেও তেমন কিছু করে না ৷ টুকটাক ইলেকট্রিকের কাজ করেন ৷ তাও কখনও কাজ থাকে কখনও থাকে না ৷ 3 মাস ধরে বিনা চিকিৎসা ও বিনা ওষুধে দিনযাপন করছেন বলে মন্তব্য করেন বেলারানিদেবী ৷ সব মিলিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বেলারানিদেবী ও তাঁর পরিবার ৷ একজন তাম্রফলক পুরস্কারপ্রাপ্ত প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর বৃদ্ধা স্ত্রীর এই অবস্থার দ্রুত সমাধান করা হচ্ছে না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

Intro:রায়গঞ্জ, ৬ ডিসেম্বর, প্রসুন মৈ.: ব্যাঙ্ক আর ইনকাম ট্যাক্স দপ্তরের বেড়াজালে পরে প্রায় না খেয়ে দিন যাপন করছেন রায়গঞ্জ শহরের স্বাধীনতা সংগ্রামীর বিধবা স্ত্রী বেলারানী মুখার্জী৷ অভিযোগ স্বাধীনতা সংগ্রামীর বিধবা হিসাবে পাওয়া পেনশন এর অধিকাংশ ভাগ প্রতিমাসেই কেটে চলে যাচ্ছে ইনকাম ট্যাক্সের ঘরে। বৃদ্ধা বারং বার অভিযোগ করে আশ্বাষ পেলেও সুরাহা পাচ্ছেন না৷ এবিষয়ে ব্যঙ্ক কতৃপক্ষ বা ইনকাম ট্যাক্স দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমের সাথে দেখা করতে রাজী না হলেও শহরের নামী চার্টাড এ্যকাউন্টেন্ট শ্যাম আগরওয়ালা দাবী করেছেন এভাবে ট্যাক্স কাটার কোনো নিয়ম নেই।
রায়গঞ্জ শহরের দক্ষিণ বীরনগর এলাকার প্রয়াত স্বাধীনতা সংগ্রামী স্বদেশ রঞ্জন মুখার্জীকে উত্তর দিনাজপুর জেলার বেশীরভাগ মানুষই চেনেন। ২০০৩ সালের ১১ ই আগষ্ট তাম্রফলক পাওয়া ওই মহান স্বাধীনতা সংগ্রামী প্রয়াত হন। প্রায় একমাসের মধ্যেই স্বাধীনতা সংগ্রামীর পেনশন এ্যাকাউন্ট পারিবারিক পেনশন এ্যকাউন্টে পরিবর্তিত হয়। প্রয়াত স্বদেশ রঞ্জন মুখার্জী র বিধবা স্ত্রীর সরকারী অনুদান পাওয়া শুরু হয়ে যায়। সবকিছু ঠিকই চলছিল৷ আচমকা ২০১৯ সালের অক্টোবর মাসে বেলারানী মুখার্জীর পেনশন এ্যকাউন্ট থেকে পেনশনের বেশীরভাগ টাকা ইনকাম ট্যাক্স বাবদ কেটে যায়। বেলারানী দেবী ব্যঙ্ক কতৃপক্ষের সাথে কথা বললে এই ঘটনা আর ঘটবে না বলে আশ্বাষ পেলেও নভেম্বর মাসেও তার পুনরাবৃত্তি ঘটে বলে অভিযোগ। ব্যাঙ্ক কতৃপক্ষ দাবী করেন এটা ইনকাম ট্যাক্সের সমস্যা বলে অভিযোগ। ইনকাম ট্যাক্স দপ্তর ছুটে যান অশীতিপর বৃদ্ধা, সেখান থেকে জানানো হয় এটা ব্যাঙ্কের সমস্যা। যা টাকা কাটা হয়েছে সেই টাকা এপ্রিল মাসের মধ্যে এ্যাকাউন্টে ফেরতের আশ্বাষ দেন ইনকাম ট্যাক্সের আধিকারিকরা।
কিন্তু এরপরেও ডিসেম্বর মাসেও সেই একই ভাবে বৃদ্ধার এ্যকাউন্ট থেকে ইনকাম ট্যাক্সের টাকা কেটে নিয়েছে ব্যঙ্ক বলে অভিযোগ।
তাম্রফলক প্রাপ্ত প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর সঅসহায় বিধবা ৩ মাস ধরে চিকিৎসা ও ওষুধ বিনা দিনযাপন করছেন৷ তার ছেলে ইলেকট্রিক ওয়ারিং মিস্ত্রি কোনো সময় কাজ জোটে কোনো সময় কাজ জোটেনা ছেলের। ফলে সব মিলিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে ওই পরিবার৷
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের অসহায় পরিবারের পাশে কি দাড়াবেনা সমাজ? যে প্রশ্নের উত্তর পাওয়া যায় নি।
বাইটঃ
১)বেলা রানী মুখার্জী (স্বাধীনতা সংগ্রামীর বিধবা) {ওয়াক থ্রু বাইট}
২) শ্যাম আগরওয়ালা (চাটার্ড এ্যকাউন্টেন্ট, রায়গঞ্জ)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Dec 10, 2019, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.