রায়গঞ্জ, 23 অক্টোবর: রায়গঞ্জে পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের দলনেতা অনিলচন্দ্র দেবনাথের একটি ঘর থেকে (TMC leader house in Raiganj) বিপুল পরিমানে বেআইনি কাঠ উদ্ধার হয়েছে (Illegal wood recovered) ৷ অভিযোগ, দখল করা সরকারি খাস জমি মুক্ত করার সময় কাঠগুলি উদ্ধার হয় ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বেআইনি কাঠগুলি উদ্ধার করে বন দফতরে নিয়ে যাওয়া হয়েছে ।
অনিলের স্ত্রী বেলা বসাক দেবনাথের বিরুদ্ধে সরকারি জমি দখল করে দীর্ঘদিন দিন ধরে ব্যবসা করার অভিযোগ ছিল ৷ শনিবার ওই জমি দখল মুক্ত করে রায়গঞ্জের ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর । এদিন জেসিবি দিয়ে ওই জমি দখলমুক্ত করা হয় । সেই সময় গুদামের মধ্যে প্রচুর কাঠ দেখতে পান রায়গঞ্জের ভূমি সংস্কার আধিকারিক শুভঙ্কর সাহা ও বিডিও শুভজিৎ মণ্ডল । কাঠগুলি দেখা মাত্রই বন দফতরে খবর দেওয়া হয় ৷
অনিলকে বন দফতরের আধিকারিক ওই কাঠগুলির চালান দেখাতে বলেন । কিন্তু তিনি কোন চালান দেখাতে না পারায় ওই কাঠগুলি বন দফতর বাজেয়াপ্ত করে নিয়ে যায় । এই বিপুল পরিমাণ কাঠ কোথায় থেকে কীভাবে এলো, তার তদন্তে নেমেছেন বন দফতরের আধিকারিকেরা ।
উল্লেখ্য, রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্ণজোড়া হাটখোলা এলাকায় সরকারি জমি দখল করে ইট, বালি, পাথরের ব্যবসা করছিলেন অনিলচন্দ্রের স্ত্রী বেলা বসাক দেবনাথ । ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে অনিলকে নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল । নোটিশ জারি করার পরেও তাঁরা ওই সরকারি খাস জমি খালি করেননি বলে অভিযোগ ৷ তারপরই শনিবার জামিটি দখল মুক্ত করা হয়েছে ।
অনিলের স্ত্রী বেলা বসাক দেবনাথ জানান, কর্ণজোড়া এলাকায় অডিটোরিয়াম পরে থাকা একটি গাছ ওখানকার এক ঠিকাদারের কাছ থেকে কেনা হয়েছিল । ওই ঠিকাদার তাঁকে কোন কাগজ দেয়নি বলে তাঁর কাছে গাছটি কেনার কোন কাগজপত্র নেই ৷ এই কাঠগুলি অবৈধ না বলে দাবি করেন বেলা ।
আরও পড়ুন: বিয়ের দাবিতে ধরনায় বসা প্রেমিকাকে থানায় নিয়ে গেলে আত্মহত্যা, বিক্ষোভের আগুন হেমতাবাদে
অন্যদিকে জেলা বনধিকারী কমল সরকার জানান, সরকারি খাস জমি দখল মুক্ত করার সময় কাঠগুলি দেখা যায় । এই কাঠগুলির কাগজ চাওয়া হলে তাঁরা কাগজ দেখাতে পারেনি ৷ ফলে কাঠগুলি বাজেয়াপ্ত করে বন দফতরে নিয়ে যাওয়া হচ্ছে । প্রায় 6 থেকে 7 এম কিউ-এর মতো কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে ।