রায়গঞ্জ, ৩এপ্রিল : সামাজিক দূরত্বকে শিকেয় তুলে রায়গঞ্জের গ্যাসের দোকানে লক্ষ্য করা গেল থিকথিকে ভিড় । নির্দিষ্ট দূরত্ব না মেনেই চলল বুকিং ও ডেলিভারির কাজ । শুক্রবার রায়গঞ্জের এমন চিত্রে লকডাউনের উদ্দেশ্যের বিষয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল ।
গত 25 মার্চ থেকে কোরোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । সমস্ত জায়গায় বাজার হাট খোলা থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন করা হয়েছে রাজ্য কেন্দ্র সরকারের তরফে । তবে দিন যত এগোচ্ছে আস্তে আস্তে লকডাউন যথেষ্ট শিথিল হয়ে পড়ছে । অন্ততপক্ষে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন দোকান বাজার এলাকায় মানুষের থিকথিকে ভিড় সেই বিষয়টিকেই আরও সামনে তুলে আনছে । রায়গঞ্জ শহরেও চিত্রটা অন্যান্য জায়গার মতো একই থাকছে ।
আজ রায়গঞ্জের এম জি রোড এলাকায় অবস্থিত একটি গ্যাসের দোকানে ভিড় উপচে পড়ে । সকাল থেকেই এই ভিড় ওই দোকানে লক্ষ্য করা যায় । বারবার দোকান মালিকের তরফে অনুরোধ করা সত্ত্বেও সামাজিক দূরত্ব মানতে খুব একটা ইচ্ছুক বলে মনে হয়নি সাধারণ মানুষকে । বরং লকডাউন এর মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে এসে দোকানে ভিড় করা সাধারণ মানুষ আগে গ্যাসের বুকিং ডেলিভারি পাওয়ার জন্য দোকানটি ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । লকডাউন এর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন চেষ্টাই তারা করেননি । যদিও সেখানে উপস্থিত ক্রেতাদেরকে প্রশ্ন করা হলে কোরোনাভাইরাস মোকাবিলায় কী কী পদক্ষেপ করা উচিত সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন বলেও দাবি করেন । দোকান মালিক সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে বারবার অনুরোধও করেছেন বলে জানান । কিন্তু কোনও লাভ হয়নি । সামাজিক দূরত্ব শিকেয় তুলে গ্যাসের দোকানে ভিড় উত্তরোত্তর বাড়তে থাকে ।
এই বিষয়ে দোকান মালিক পবন কুমার আগারওয়াল বলেন, ‘‘আমি ক্রেতাদেরকে বারবার সামাজিক দূরত্ব বজায় রেখেই গ্যাসের বুকিং বা ডেলিভারি নেওয়ার জন্য অনুরোধ করেছি । কিন্তু তারা মানছেন না । বলার পর কিছুটা দূরে সরে গেল আবার ফিরে আসছেন তারা ।’’ গ্যাসের দোকানে থাকা একজন সচেতন ক্রেতা বৈদ্যনাথ রায় বলেন, ‘‘বারবার হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে থাকা কোরোনা ভাইরাস মোকাবিলার একমাত্র উপায় । আমি গ্যাসের দোকানে আসার পর এই সামাজিক দূরত্ব না মেনে দাঁড়িয়ে থাকা বাকি ক্রেতাদের এই বিষয়ে বোঝানোর চেষ্টা করলেও তারা মানছেন না । নিজেরা যদি সচেতন না হয় তাহলে কারোর কথার ওপর এই মানুষ সচেতন হবে না । এভাবে ভাইরাসে মোকাবিলা কোনওভাবেই সম্ভব না ।’’