ETV Bharat / state

"খুন না হলে গ্রেপ্তারি কেন?" বিধায়কের মৃত্যুর ঘটনায় প্রশ্ন দিলীপের

author img

By

Published : Aug 10, 2020, 4:39 PM IST

সোমবার রায়গঞ্জে যান BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি যান । সেখানেই তাঁর মৃত্যুর তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।

dilip ghosh criticised police activity on mla case
দিলীপ

রায়গঞ্জ, 10 অগাস্ট : খুন না হয়ে থাকলে গ্রেপ্তারি কেন ? হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্ত নিয়ে এই প্রশ্ন তুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর দাবি, পুলিশ ও তৃণমূল যৌথভাবে বিধায়কের মৃত্যুকে আত্মহত্যার তকমা দিতে চাইছে । যদিও তা সফল হবে না ।

আজ রায়গঞ্জে তিনি বলেন, "বিধায়কের পায়ে সমস্যা ছিল । আমাদের যে বাড়িতে গাড়ি করে আসতেও সমস্যা হয়েছে সেখানে তিনি কীভাবে অত দূরে গিয়ে আত্মহত্যা করলেন ? আত্মহত্যার তকমা দেওয়াটা রাজ্য সরকার ও পুলিশের ষড়যন্ত্র ৷ সেই কারণেই CBI তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি । অবশ্যই রহস্যের কিনারা হবে ।"

আজ হেমতাবাদের বালিয়া এলাকায় প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি যান দিলীপবাবু । দীর্ঘক্ষণ বিধায়কের স্ত্রীর সঙ্গে কথা বলেন । এছাড়াও আজ বালিয়ার দেবেন মোড় এলাকায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৷ যেখানে প্রয়াত দেবেন্দ্রনাথ রায়ের মূর্তি স্থাপন করা হবে ৷ এরপরই তিনি বলেন, "প্রয়াত বিধায়ককে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ বিধায়ক খুন না হয়ে থাকলে গ্রেপ্তারি কেন হচ্ছে ? পুরোপুরি পরিকল্পনা করে খুন করা হয়েছে । তিনি আত্মহত্যা করেননি । সুপ্রিমকোর্টে আবেদন করা হয়েছে । আশা করছি CBI তদন্তের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট । সব সত্য বেরিয়ে আসবে । "

তিনি আরও বলেন, "শুধু হেমতাবাদের বিধায়কই নন, রাজ্যজুড়ে একই কায়দায় BJP কার্যকর্তাদের খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে । আমরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেছি । এভাবে চলতে পারে না । বিধায়কের মৃত্যু নিয়ে CBI তদন্ত করলেই সমস্ত পর্দা ফাঁস হবে ।"

রাজ্য সরকারের নির্দেশে হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্ত করছে CID ৷ তদন্তে নেমে মালদার দুই ব্যক্তির নাম জানতে পারে তদন্তকারীরা ৷ দু'জনকেই গ্রেপ্তার করা হয়েছে ৷ 14 জুলাই মালদা শহরের একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় নিলয় সিংহ নামে এক ব্যক্তিকে ৷ সম্প্রতি মালদা থেকে আর এক অভিযুক্ত মাবুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে ৷

রায়গঞ্জ, 10 অগাস্ট : খুন না হয়ে থাকলে গ্রেপ্তারি কেন ? হেমতাবাদের বিধায়কের মৃত্যুর তদন্ত নিয়ে এই প্রশ্ন তুললেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর দাবি, পুলিশ ও তৃণমূল যৌথভাবে বিধায়কের মৃত্যুকে আত্মহত্যার তকমা দিতে চাইছে । যদিও তা সফল হবে না ।

আজ রায়গঞ্জে তিনি বলেন, "বিধায়কের পায়ে সমস্যা ছিল । আমাদের যে বাড়িতে গাড়ি করে আসতেও সমস্যা হয়েছে সেখানে তিনি কীভাবে অত দূরে গিয়ে আত্মহত্যা করলেন ? আত্মহত্যার তকমা দেওয়াটা রাজ্য সরকার ও পুলিশের ষড়যন্ত্র ৷ সেই কারণেই CBI তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছি । অবশ্যই রহস্যের কিনারা হবে ।"

আজ হেমতাবাদের বালিয়া এলাকায় প্রয়াত বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি যান দিলীপবাবু । দীর্ঘক্ষণ বিধায়কের স্ত্রীর সঙ্গে কথা বলেন । এছাড়াও আজ বালিয়ার দেবেন মোড় এলাকায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ৷ যেখানে প্রয়াত দেবেন্দ্রনাথ রায়ের মূর্তি স্থাপন করা হবে ৷ এরপরই তিনি বলেন, "প্রয়াত বিধায়ককে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ বিধায়ক খুন না হয়ে থাকলে গ্রেপ্তারি কেন হচ্ছে ? পুরোপুরি পরিকল্পনা করে খুন করা হয়েছে । তিনি আত্মহত্যা করেননি । সুপ্রিমকোর্টে আবেদন করা হয়েছে । আশা করছি CBI তদন্তের নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট । সব সত্য বেরিয়ে আসবে । "

তিনি আরও বলেন, "শুধু হেমতাবাদের বিধায়কই নন, রাজ্যজুড়ে একই কায়দায় BJP কার্যকর্তাদের খুন করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে । আমরা প্রতিবাদ কর্মসূচি শুরু করেছি । এভাবে চলতে পারে না । বিধায়কের মৃত্যু নিয়ে CBI তদন্ত করলেই সমস্ত পর্দা ফাঁস হবে ।"

রাজ্য সরকারের নির্দেশে হেমতাবাদের বিধায়কের মৃত্যুর ঘটনার তদন্ত করছে CID ৷ তদন্তে নেমে মালদার দুই ব্যক্তির নাম জানতে পারে তদন্তকারীরা ৷ দু'জনকেই গ্রেপ্তার করা হয়েছে ৷ 14 জুলাই মালদা শহরের একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় নিলয় সিংহ নামে এক ব্যক্তিকে ৷ সম্প্রতি মালদা থেকে আর এক অভিযুক্ত মাবুদ শেখকে গ্রেপ্তার করা হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.