ETV Bharat / state

সামাজিক ব্যাধি দূরীকরণে গ্রামের মায়েদের সচেতন করার দায়িত্বে অঙ্গনওয়াড়ির কর্মীরা - icds workers take step to aware ladies of village

অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ দিল উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের আধিকারিকেরা ।

অঙ্গনওয়াড়ির কর্মী
author img

By

Published : Sep 1, 2019, 10:37 PM IST

রায়গঞ্জ, 1 সেপ্টেম্বর : বাল্যবিবাহ, নারী পাচার, শিশু পাচার এবং শিশুশ্রম প্রতিরোধে গ্রামের মায়েদের সচেতন করার দায়িত্ব পেল অঙ্গনওয়াড়ির কর্মীরা । আজ উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে ইসলামপুর সূর্য সেন মঞ্চে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রশিক্ষণ দেন জেলা চাইল্ড লাইনের আধিকারিকেরা । কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আবদুল হামিদ ও জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ দে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য


এক অঙ্গনওয়াড়ি কর্মী বর্ণালি ঘোষ বলেন, "আজকের এই কর্মশালায় আমাদের বাল্যবিবাহ থেকে নারীপাচার, শিশুশ্রম কিংবা ইভটিজিং-এর মতও বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হল । খুব সহজেই আমরা যাতে গ্রামের মানুষদের সচেতন করতে পারি তাই জেলা চাইল্ড লাইনের পক্ষ থেকে আমাদের এই প্রশিক্ষণ । আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে কাজ করি তাই স্বাভাবিকভাবেই আমরা গ্রামের মহিলাদের অনেক রকমের কথা জানতে পারি ।"

জেলা চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস বলেন, "অঙ্গনওযাড়ির যেসব কর্মীরা রয়েছেন তাঁরা গ্রামের বিভিন্ন জায়গায় কাজ করেন । তাই তাঁদের কাজের সূত্রে গ্রামের প্রতিটি বাড়ির সঙ্গে যোগাযোগ থাকে । তাঁরা খুব সহজেই বাল্যবিবাহ, নারী পাচার, শিশু পাচার, শিশুশ্রম এইসব বিষয়গুলি নিয়ে সাধারন মানুষদের সচেতন করতে পারবেন । আমরা চাই 109 যে চাইল্ড লাইন নম্বর রয়েছে তা যেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় । যেন কোনও ক্রামই হওয়ার আগেই আমরা তা বন্ধ করতে পারি ।"

রায়গঞ্জ, 1 সেপ্টেম্বর : বাল্যবিবাহ, নারী পাচার, শিশু পাচার এবং শিশুশ্রম প্রতিরোধে গ্রামের মায়েদের সচেতন করার দায়িত্ব পেল অঙ্গনওয়াড়ির কর্মীরা । আজ উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে ইসলামপুর সূর্য সেন মঞ্চে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রশিক্ষণ দেন জেলা চাইল্ড লাইনের আধিকারিকেরা । কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আবদুল হামিদ ও জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ দে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য


এক অঙ্গনওয়াড়ি কর্মী বর্ণালি ঘোষ বলেন, "আজকের এই কর্মশালায় আমাদের বাল্যবিবাহ থেকে নারীপাচার, শিশুশ্রম কিংবা ইভটিজিং-এর মতও বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হল । খুব সহজেই আমরা যাতে গ্রামের মানুষদের সচেতন করতে পারি তাই জেলা চাইল্ড লাইনের পক্ষ থেকে আমাদের এই প্রশিক্ষণ । আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে কাজ করি তাই স্বাভাবিকভাবেই আমরা গ্রামের মহিলাদের অনেক রকমের কথা জানতে পারি ।"

জেলা চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস বলেন, "অঙ্গনওযাড়ির যেসব কর্মীরা রয়েছেন তাঁরা গ্রামের বিভিন্ন জায়গায় কাজ করেন । তাই তাঁদের কাজের সূত্রে গ্রামের প্রতিটি বাড়ির সঙ্গে যোগাযোগ থাকে । তাঁরা খুব সহজেই বাল্যবিবাহ, নারী পাচার, শিশু পাচার, শিশুশ্রম এইসব বিষয়গুলি নিয়ে সাধারন মানুষদের সচেতন করতে পারবেন । আমরা চাই 109 যে চাইল্ড লাইন নম্বর রয়েছে তা যেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় । যেন কোনও ক্রামই হওয়ার আগেই আমরা তা বন্ধ করতে পারি ।"

Intro:রায়গঞ্জ, ১ সেপ্টেম্বর, প্রসুন মৈত্র: বাল্যবিবাহ, নারী ও শিশুপাচার, শিশু শ্রম প্রতিরোধে এবার থেকে গ্রামেগঞ্জে মায়েদের সচেতন করবে অঙ্গনওয়ারি কর্মীরা। নিজেদের কাজের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন সামাজিক এই ব্যাধিগুলো দূরীকরন করার বিষয়ে গ্রামেগঞ্জে প্রচার চালাবেন অঙ্গনওয়ারি কর্মীরা। কিভাবে মায়েদের এই বিষয়গুলি নিয়ে সচেতন করবেন অঙ্গনওয়ারি কর্মীরা সেই বিষয়ে জেলা চাইল্ড লাইনের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সূর্য সেন মঞ্চে অনুষ্ঠিত হল এক কর্মশালা। কর্মশালায় উপস্থিত অঙ্গনওয়ারি কর্মীদের প্রশিক্ষন দেন জেলা চাইল্ড লাইনের আধিকারিকেরা। কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আবদুল হামিদ, জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ দে।
অঙ্গনওয়ারি কর্মীদের সাথে শিশু বিকাশ প্রকল্প নিয়ে গ্রামগঞ্জের মানুষের সাথে বিশেষ করে গ্রামের মহিলাদের সাথে নিবিড় যোগাযোগ। সেই যোগাযোগকে হাতিয়ার করে জেলায় বাল্যবিবাহ, নারী পাচার, শিশু শ্রম প্রতিরোধে উদ্যোগী হল উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের আধিকারিকেরা। খুব সহজেই এই অঙ্গনওয়ারি কর্মীরা মায়েদের হেঁসেলে পৌঁছে গিয়ে সমাজ সচেতনতা গড়ে তুলতে পারবে বলে ধারনা জেলা চাইল্ড লাইনের। সেই লক্ষ্যেই ইসলামপুরে অঙ্গনওয়ারি কর্মীদের বাড়তি দায়িত্ব দিতে চলেছে তারা। গ্রামগুলোতে প্রতিটি বাড়িতে গিয়ে বাল্যবিবাহ, শিশু শ্রম ও নারীপাচার সংক্রান্ত বিষয়গুলি নিয়ে এখন থেকে সচেতনতামূলক প্রচার চালাবে অঙ্গনওয়ারি কর্মীরা। আর সেকারনেই তাদের নিয়ে এক কর্মশালা ও সচেতনতা শিবির করল উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের আধিকারিকেরা। ইসলামপুর ব্লকের পার মাটিকুন্ডা এলাকার বর্নালি ঘোষ নামে এক অঙ্গনওয়ারি কর্মী জানালেন, বাল্যবিবাহ থেকে নারীপাচার, শিশুশ্রম কিংবা ইভটিজিং এর মতো বিষয়গুলি নিয়ে খুব সহজেই তারা গ্রামের মানুষদের সচেতন করতে পারবেন। জেলা চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস বলেন, গ্রামের প্রতিটি বাড়ির সাথে কাজের সূত্রে অঙ্গনওয়ারি কর্মীদের নিবিড় যোগাযোগ থাকায় খুব সহজেই তারা এই বিষয়গুলি নিয়ে সাধারন মানুষদের সচেতন করতে পারবে।

বাইট ১) উত্তম দাস ( সদস্য, জেলা চাইল্ড লাইন)
২) বর্নালি ঘোষ ( অঙ্গনওয়ারি কর্মী)Body:abcdConclusion:abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.