রায়গঞ্জ, 1 সেপ্টেম্বর : বাল্যবিবাহ, নারী পাচার, শিশু পাচার এবং শিশুশ্রম প্রতিরোধে গ্রামের মায়েদের সচেতন করার দায়িত্ব পেল অঙ্গনওয়াড়ির কর্মীরা । আজ উত্তর দিনাজপুর জেলা চাইল্ড লাইনের উদ্যোগে ইসলামপুর সূর্য সেন মঞ্চে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রশিক্ষণ দেন জেলা চাইল্ড লাইনের আধিকারিকেরা । কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক আবদুল হামিদ ও জেলা চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ দে ।
এক অঙ্গনওয়াড়ি কর্মী বর্ণালি ঘোষ বলেন, "আজকের এই কর্মশালায় আমাদের বাল্যবিবাহ থেকে নারীপাচার, শিশুশ্রম কিংবা ইভটিজিং-এর মতও বিষয়গুলি নিয়ে প্রশিক্ষণ দেওয়া হল । খুব সহজেই আমরা যাতে গ্রামের মানুষদের সচেতন করতে পারি তাই জেলা চাইল্ড লাইনের পক্ষ থেকে আমাদের এই প্রশিক্ষণ । আমরা যেহেতু প্রত্যন্ত গ্রামে কাজ করি তাই স্বাভাবিকভাবেই আমরা গ্রামের মহিলাদের অনেক রকমের কথা জানতে পারি ।"
জেলা চাইল্ড লাইনের সদস্য উত্তম দাস বলেন, "অঙ্গনওযাড়ির যেসব কর্মীরা রয়েছেন তাঁরা গ্রামের বিভিন্ন জায়গায় কাজ করেন । তাই তাঁদের কাজের সূত্রে গ্রামের প্রতিটি বাড়ির সঙ্গে যোগাযোগ থাকে । তাঁরা খুব সহজেই বাল্যবিবাহ, নারী পাচার, শিশু পাচার, শিশুশ্রম এইসব বিষয়গুলি নিয়ে সাধারন মানুষদের সচেতন করতে পারবেন । আমরা চাই 109 যে চাইল্ড লাইন নম্বর রয়েছে তা যেন গ্রামের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায় । যেন কোনও ক্রামই হওয়ার আগেই আমরা তা বন্ধ করতে পারি ।"