ETV Bharat / state

Raiganj Murder: সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি গৃহবধূর পূর্ব পরিচিত, জানাল পরিবার - সিসিটিভি ফুটেজ

গতকাল রায়গঞ্জের গৃহবধূর গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীরদের মধ্যে (House Wife Murdered) ৷ কেন তাঁকে এভাবে খুন করা হল, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করছে পুলিশ ৷ তবে ঘটনার পর থেকেই পুলিশের অনুমান পূর্ব পরিচিত কোনও ব্যক্তির হাতেই খুন হতে হয়েছে ওই একচল্লিশ বছর বয়সি গৃহবধূকে। আর এই অনুমানকেই এবার ওই গৃহবধূর পরিবারের লোকজনরা সিলমোহর দিল (Raiganj Murder) ৷

Raiganj Murder
সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি গৃহবধূর পূর্ব পরিচিত
author img

By

Published : Nov 12, 2022, 8:31 PM IST

Updated : Nov 12, 2022, 8:58 PM IST

রায়গঞ্জ, 12 নভেম্বর: শুক্রবার রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকা রবীন্দ্রপল্লীর এক ফাঁকা বাড়িতে গৃহবধূর গলার নলি কেটে খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। শনিবার ওই গৃহবধূর ময়নাতদন্ত হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Raiganj Government Medical College And Hospital) মর্গে। প্রাথমিকভাবে এই খুনের ঘটনায় নানা ধরনের তথ্য উঠে এলেও, পুলিশের সন্দেহ পূর্ব পরিচিত কোনও ব্যক্তির হাতেই খুন হতে হয়েছে ওই একচল্লিশ বছর বয়সি গৃহবধূকে। শনিবার পুলিশের এই দাবিকেই এক প্রকার সিলমোহর দিলেন মৃতার পরিবারের সদস্যরা।

এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ ৷ যেখানে একটি ব্যক্তিকে বিকেল 03.28 নাগাদ সুপ্রিয়া দেবীর বাড়ির গলি থেকে বেরোতে দেখা গিয়েছে। যার পরনে ছিল মেরুন জামা ও মুখে মাস্ক। পরিবারের লোকেদের দাবি, ওই ব্যক্তি সুপ্রিয়া দেবীর পূর্ব পরিচিত। তাঁর বাড়ি কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকায়।

অন্যদিকে, দিনে-দুপুরে শহরের মূল রাস্তা এনএস রোডের পাশেই ঘটে যাওয়া এহেন হাড়হিম করা ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীরদের মধ্যে। শুধু স্থানীয় রবীন্দ্রপল্লী এলাকা নয়, আতঙ্ক ছড়িয়েছে গোটা রায়গঞ্জ শহরজুড়েই।

সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি গৃহবধূর পূর্ব পরিচিত

এর আগেও ফাঁকা বাড়িতে রায়গঞ্জের পৌর এলাকার বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের হামলা ঘটেছে। তাই এই ব্যাপারে আরও পুলিশি নজরদারি ও তৎপরতার প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বাড়ির বিছানা থেকে গলার নলি কাটা অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধার হয় (Raiganj Murder)। মৃতার পুত্র সন্তান বিদ্যালয় থেকে বাড়িতে এসে প্রথমে বিষয়টি লক্ষ্য করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি (DSP) লিওন তামাং। আনা হয় পুলিশ কুকুরও। পুলিশের দাবি, খুনির সঙ্গে গৃহবধুর পূর্বপরিচয় ছিল। ঘটনার তদন্তে চালাচ্ছে পুলিশ। খুব শীঘ্রই খুনি ধরা পড়বে বলেও দাবি পুলিশের।

আরও পড়ুন: দিনেদুপুরে ফাঁকা বাড়িতে গৃহ বধূর গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে

রায়গঞ্জ, 12 নভেম্বর: শুক্রবার রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকা রবীন্দ্রপল্লীর এক ফাঁকা বাড়িতে গৃহবধূর গলার নলি কেটে খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। শনিবার ওই গৃহবধূর ময়নাতদন্ত হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Raiganj Government Medical College And Hospital) মর্গে। প্রাথমিকভাবে এই খুনের ঘটনায় নানা ধরনের তথ্য উঠে এলেও, পুলিশের সন্দেহ পূর্ব পরিচিত কোনও ব্যক্তির হাতেই খুন হতে হয়েছে ওই একচল্লিশ বছর বয়সি গৃহবধূকে। শনিবার পুলিশের এই দাবিকেই এক প্রকার সিলমোহর দিলেন মৃতার পরিবারের সদস্যরা।

এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ ৷ যেখানে একটি ব্যক্তিকে বিকেল 03.28 নাগাদ সুপ্রিয়া দেবীর বাড়ির গলি থেকে বেরোতে দেখা গিয়েছে। যার পরনে ছিল মেরুন জামা ও মুখে মাস্ক। পরিবারের লোকেদের দাবি, ওই ব্যক্তি সুপ্রিয়া দেবীর পূর্ব পরিচিত। তাঁর বাড়ি কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা এলাকায়।

অন্যদিকে, দিনে-দুপুরে শহরের মূল রাস্তা এনএস রোডের পাশেই ঘটে যাওয়া এহেন হাড়হিম করা ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীরদের মধ্যে। শুধু স্থানীয় রবীন্দ্রপল্লী এলাকা নয়, আতঙ্ক ছড়িয়েছে গোটা রায়গঞ্জ শহরজুড়েই।

সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি গৃহবধূর পূর্ব পরিচিত

এর আগেও ফাঁকা বাড়িতে রায়গঞ্জের পৌর এলাকার বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের হামলা ঘটেছে। তাই এই ব্যাপারে আরও পুলিশি নজরদারি ও তৎপরতার প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, শুক্রবার বিকেলে বাড়ির বিছানা থেকে গলার নলি কাটা অবস্থায় ওই গৃহবধূর দেহ উদ্ধার হয় (Raiganj Murder)। মৃতার পুত্র সন্তান বিদ্যালয় থেকে বাড়িতে এসে প্রথমে বিষয়টি লক্ষ্য করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিএসপি (DSP) লিওন তামাং। আনা হয় পুলিশ কুকুরও। পুলিশের দাবি, খুনির সঙ্গে গৃহবধুর পূর্বপরিচয় ছিল। ঘটনার তদন্তে চালাচ্ছে পুলিশ। খুব শীঘ্রই খুনি ধরা পড়বে বলেও দাবি পুলিশের।

আরও পড়ুন: দিনেদুপুরে ফাঁকা বাড়িতে গৃহ বধূর গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য রায়গঞ্জে

Last Updated : Nov 12, 2022, 8:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.