ETV Bharat / state

HIV-র কথা গোপন করে পুলিশের জালে হবু বর

HIV সংক্রমণের কথা লুকিয়ে গিয়েছিল যুবক ৷ এরপরই এক স্বেচ্ছাসেবী সংস্থা ও পুলিশের তৎপরতায় বন্ধ হয়ে যায় বিয়ে ৷

ছবি
ছবি
author img

By

Published : Mar 1, 2020, 1:56 PM IST

Updated : Mar 1, 2020, 3:09 PM IST

হালিশহর, 1 মার্চ : HIV সংক্রমণের কথা গোপন করে বিয়ে করতে গিয়ে পুলিশের জালে হবু বর ৷ ঘটনাটি উত্তর চব্বিশ পরগণার হালিশহরের ৷

গায়ে হলুদ হয়ে গেছে । বিয়েটা শুধু বাকী । কিন্তু মারণ HIV সংক্রমণই বাধা হয়ে দাঁড়াল হালিশহরের ওই যুবকের । কাউকে না জানিয়েই কল্যাণীর এক যুবতির সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল । কিন্তু ওই যুবতি বা তাঁর পরিবার জানত না যে হবু বর HIV+। তাঁকে এই মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচাল AIDS প্রতিরোধে কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ।

দেখুন ভিডিয়ো

বিয়ের খবর পেয়েই সরাসরি তাঁরা মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করে বীজপুর থানায় চলে আসেন । এরপর পুলিশের সহযোগিতায় তাকে থানায় আটক করে নিয়ে আসে । কাউন্সিলিংয়ের চেষ্টা করেন । স্বীকারও করে ওই যুবক । তবে HIV সংস্থার সভাপতি জানান, খুব অল্প সময়ে দুটি প্রাণকে বাঁচানো গেল ।

হালিশহর, 1 মার্চ : HIV সংক্রমণের কথা গোপন করে বিয়ে করতে গিয়ে পুলিশের জালে হবু বর ৷ ঘটনাটি উত্তর চব্বিশ পরগণার হালিশহরের ৷

গায়ে হলুদ হয়ে গেছে । বিয়েটা শুধু বাকী । কিন্তু মারণ HIV সংক্রমণই বাধা হয়ে দাঁড়াল হালিশহরের ওই যুবকের । কাউকে না জানিয়েই কল্যাণীর এক যুবতির সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছিল । কিন্তু ওই যুবতি বা তাঁর পরিবার জানত না যে হবু বর HIV+। তাঁকে এই মারণ ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচাল AIDS প্রতিরোধে কাজ করা এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ।

দেখুন ভিডিয়ো

বিয়ের খবর পেয়েই সরাসরি তাঁরা মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করে বীজপুর থানায় চলে আসেন । এরপর পুলিশের সহযোগিতায় তাকে থানায় আটক করে নিয়ে আসে । কাউন্সিলিংয়ের চেষ্টা করেন । স্বীকারও করে ওই যুবক । তবে HIV সংস্থার সভাপতি জানান, খুব অল্প সময়ে দুটি প্রাণকে বাঁচানো গেল ।

Last Updated : Mar 1, 2020, 3:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.