ETV Bharat / state

রায়গঞ্জে বনধ সমর্থকদের পথ অবরোধ , গ্রেপ্তার 3 - বিজেপি বিধায়কের দেহ উদ্ধার

হেমতাবাদে বিধায়কের মৃত্যুর ঘটনায় পথ অবরোধ BJP কর্মী-সমর্থকদের ৷ সেখানে পুলিশের সঙ্গে বচসা হয় তাদের ।

Hematabad bjp bandh supporters blocked road, arrested 3
রায়গঞ্জে বনধ সমর্থনকারীদের পথ অবরোধ , গ্রেপ্তার 3
author img

By

Published : Jul 14, 2020, 7:15 PM IST

রায়গঞ্জ, 14 জুলাই : হেমতাবাদে বনধ সমর্থকদের উপর অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে রায়গঞ্জে পথ অবরোধ করলেন BJP কর্মীরা ৷ আজ রাস্তায় সরকারি বাস আটকে বিক্ষোভ দেখান তারা ৷ এরপর ঘটনাস্থানে গন্ডগোল শুরু হয় ৷ খবর পেয়ে সেখানে যায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ এরপর পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের ৷ সেখান থেকে দুই মহিলা সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ধৃতদের মধ্যে একজন প্রদীপ সরকার যিনি 2016 সালে বিধারসভা নির্বাচনে প্রার্থী ছিলেন ৷ প্রদীপবাবুর অভিযোগ, "BJP করার জন্যই পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে ৷ মহিলা মোর্চার কর্মীদের উপরও অত্যাচার করেছে পুলিশ ৷

এদিকে বিধায়কের আত্মহত্যার বিষয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, "হেমতাবাদের BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে ৷ তাঁর ঘাড়ে কালসিটের দাগ দেখা গেছে ৷ বাঁ হাতে একটি ক্ষতচিহ্ন ছিল ৷ চিকিৎসকদের মতে, এই আঘাতের চিহ্নগুলি অ্যান্টি মর্টেম ৷ এছাড়া আর কোনও ক্ষতচিহ্ন তাঁর শরীরে নেই ৷ এরপর প্রাসঙ্গিক ঘটনা দেখে প্রাথমিকভাবে রাজ্য পুলিশের অনুমান ঘটনাটি সম্ভবত আত্মহত্যার ৷ মৃতের শার্টের পকেট থেকে একটি নোট পাওয়া গেছে ৷ তাতে দু'জনের ছবি ও মোবাইল নম্বর আছে ৷ পুলিশ এবিষয়ে তদন্ত করছে ৷ ঘটনার স্বচ্ছভাবে তদন্ত হবে ৷ ঘটনার তদন্তভার CID-কে দেওয়া হয়েছে ৷"

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "দেবেন্দ্রনাথবাবুর ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে । রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁসের কারণে তাঁর মৃত্যু হয়েছে । "

হেমতাবাদ থেকে গতকাল BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে BJP । ঘটনায় CBI তদন্তের দাবিও করেছে তারা ।

রায়গঞ্জ, 14 জুলাই : হেমতাবাদে বনধ সমর্থকদের উপর অত্যাচারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ এর বিরুদ্ধে রায়গঞ্জে পথ অবরোধ করলেন BJP কর্মীরা ৷ আজ রাস্তায় সরকারি বাস আটকে বিক্ষোভ দেখান তারা ৷ এরপর ঘটনাস্থানে গন্ডগোল শুরু হয় ৷ খবর পেয়ে সেখানে যায় রায়গঞ্জ থানার পুলিশ ৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ এরপর পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের ৷ সেখান থেকে দুই মহিলা সহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

ধৃতদের মধ্যে একজন প্রদীপ সরকার যিনি 2016 সালে বিধারসভা নির্বাচনে প্রার্থী ছিলেন ৷ প্রদীপবাবুর অভিযোগ, "BJP করার জন্যই পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে ৷ মহিলা মোর্চার কর্মীদের উপরও অত্যাচার করেছে পুলিশ ৷

এদিকে বিধায়কের আত্মহত্যার বিষয়ে স্বরাষ্ট্রসচিব বলেন, "হেমতাবাদের BJP বিধায়কের মৃত্যু সম্ভবত আত্মহত্যা ৷ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেছে ৷ তাঁর ঘাড়ে কালসিটের দাগ দেখা গেছে ৷ বাঁ হাতে একটি ক্ষতচিহ্ন ছিল ৷ চিকিৎসকদের মতে, এই আঘাতের চিহ্নগুলি অ্যান্টি মর্টেম ৷ এছাড়া আর কোনও ক্ষতচিহ্ন তাঁর শরীরে নেই ৷ এরপর প্রাসঙ্গিক ঘটনা দেখে প্রাথমিকভাবে রাজ্য পুলিশের অনুমান ঘটনাটি সম্ভবত আত্মহত্যার ৷ মৃতের শার্টের পকেট থেকে একটি নোট পাওয়া গেছে ৷ তাতে দু'জনের ছবি ও মোবাইল নম্বর আছে ৷ পুলিশ এবিষয়ে তদন্ত করছে ৷ ঘটনার স্বচ্ছভাবে তদন্ত হবে ৷ ঘটনার তদন্তভার CID-কে দেওয়া হয়েছে ৷"

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, "দেবেন্দ্রনাথবাবুর ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে । রিপোর্ট অনুযায়ী গলায় ফাঁসের কারণে তাঁর মৃত্যু হয়েছে । "

হেমতাবাদ থেকে গতকাল BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ বাড়ি থেকে কিছু দূরে একটি দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে BJP । ঘটনায় CBI তদন্তের দাবিও করেছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.