রায়গঞ্জ, 24 ডিসেম্বর : স্টেট এইডেড কলেজ টিচার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে অতিথি অধ্যাপকদের ধরনা অবস্থানের চতুর্থ দিনে অসুস্থ হয়ে পড়লেন ৪ জন আন্দোলনকারী অতিথি অধ্যাপক। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে গত চারদিন ধরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইতিবাচক আশ্বাস মেলেনি এখনও। তার মাঝেই এই আন্দোলনের জেরে চারজন আন্দোলনকারী অতিথি অধ্যাপক অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
যদিও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারভুক্ত নয়। তবে অতিথি অধ্যাপকদের দাবি উচ্চ শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। উচ্চ শিক্ষা দপ্তরের সঙ্গে কথাবার্তাও চলছে। এই সমস্যা মিটে যাবে বলে জানিয়েছেন রায়গঞ্জ বিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার।
রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজকেই রাজ্য সরকার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করেছে। তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থাকাকালীন ২০০৯ সাল থেকে কলেজের ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন বেশকিছু অতিথি অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পরেও তাঁরা অতিথি অধ্যাপক হিসেবে কাজ করে আসছেন। অথচ তাঁরা প্রয়োজনীয় সুযোগ সুবিধা পাচ্ছেন না। এখনও তাঁদের স্টেট এইডেড কলেজ টিচার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে অভিযোগ।
আন্দোলনকারীদের দাবি, লকডাউনে তাদের সাম্মানিক দেওয়া হয়নি। চরম দুরূহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার আগে ১১ জন এবং বিশ্ববিদ্যালয় হওয়ার পর ১৩ জন, মোট ২৪ জন অতিথি অধ্যাপক শিক্ষকদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তাঁরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা রাজ্য সরকার যতদিন না তাঁদের স্টেট এইডেড কলেজ টিচার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, ততদিন রাতদিন লাগাতার এই ধরনা অবস্থান আন্দোলন চলবে।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার জানিয়েছেন, অতিথি অধ্যাপকদের দাবির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারের মধ্যে পড়ে না। তবে তাঁদের দাবিদাওয়া উচ্চ শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। কথাবার্তাও চলছে, খুব শীঘ্রই তাঁদের সমস্যা সমাধান হয়ে যাবে।
আরও পড়ুন: অভিনব পদ্ধতিতে এটিএম জালিয়াতি, ধৃত 1
অতিথি অধ্যাপকদের অসুস্থ হওয়ার বিষয়ে রেজিস্ট্রার দুর্লভ সরকার বলেন, "যদি কেউ অসুস্থ হয়ে থাকেন তার সমস্ত চিকিৎসার বাবস্থা করা হবে।"