রায়গঞ্জ, 10 অক্টোবর : পথ চলতি মানুষের রাস্তায় চলাচলের সুবিধার জন্য কোটি কোটি টাকা খরচ করে ফুটপাত তৈরি করা হয়েছে । সেই ফুটপাত দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ীরা । যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । এমনই ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধি রোড ও নেতাজি সুভাষ রোডে । বাসিন্দাদের দাবি, প্রশাসন ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা করুক । মাইকিংয়ের মাধ্যমে ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের ফুটপাত খালি করে দেওয়ার আবেদন করার উদ্যোগ নিচ্ছে রায়গঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ । আবেদনে সাড়া না দিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ।
রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করে রাস্তায় নিরাপদে পথচারীদের চলাচলের ব্যবস্থা করার লক্ষ্যে এবং শহরের সৌন্দর্যায়ন করতে রায়গঞ্জ পৌরসভা কয়েক কোটি টাকা খরচ করে রাস্তার দুধারে রেলিং দিয়ে ঘিরে ফুটপাত তৈরি করেছে । রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে নেতাজি সুভাষ রোড হয়ে মহাত্মা গান্ধি রোড সহ শহরের রাজপথের দুধারেই সুদৃশ্য ফুটপাত তৈরি করা হয়েছে । যাতে রাস্তায় চলাচলকারী যানবাহনের সাথে পথচারীদের কোনও দুর্ঘটনা না ঘটে । পথচারীরা যাতে সুষ্ঠুভাবে ফুটপাত ধরে চলাচল করতে পারে । কিন্তু বাস্তবে রায়গঞ্জ শহরের রাজপথের দুধারের ফুটপাত কার্যত ব্যবসায়ী ও দোকানদারদের দখলে চলে গিয়েছে । রাস্তার দুধারের দোকানীরা তাঁদের দোকানের পসরা সাজিয়ে রেখেছেন ফুটপাতে । কোথাও কোথাও আবার লড়ি থেকে পণ্য সামগ্রী আনলোড করে রাখা হচ্ছে ফুটপাতের উপরেই । বন্ধ হয়ে গিয়েছে ফুটপাত । ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন না মানুষজন । বাধ্য হয়ে রাজপথে নেমেই চলাচল করতে হচ্ছে পথচারীদের । বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা । পাশাপাশি রায়গঞ্জ শহরজুড়ে বাড়ছে যানজট । রায়গঞ্জ শহরের বাসিন্দাদের অভিযোগ, ব্যাবসায়ী দোকানদারেরাই তাঁদের পন্য সামগ্রী সাজিয়ে রেখে ফুটপাত দখল করে রেখেছেন । সাধারণ মানুষ কিভাবে ফুটপাত ব্যাবহার করবেন ? ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের ব্যাবস্থা করার দাবি তুলেছেন তাঁরা ।
ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, "অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হবে । খুব শীঘ্রই পথচারীদের জন্য ফুটপাত ব্যবহারের উপযোগী করে দেওয়া হবে ।"