কালিয়াগঞ্জ, 27 মে : করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বস্তরের মানুষদের এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন । মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার এগিয়ে এল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস । কালিয়াগঞ্জ পৌর এলাকার দুঃস্থ করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এবং তাঁদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ফল সহ বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী তাঁদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ।
বৃহস্পতিবার কালিয়াগঞ্জ পৌরসভার 80 জন দুঃস্থ করোনা রোগীর বাড়িতে তৃণমূল সভাপতি কমল ঘোষের নেতৃত্বে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয় । যতদিন শহর করোনা মুক্ত না হবে ততদিন তৃণমূল কংগ্রেস দুঃস্থ করোনা রোগীদের বাড়িতে ফলমূল সহ পুষ্টিকর খাদ্যসামগ্রী পৌছে দেবে বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ ।
আরও পড়ুন : জুলাই মাসে উচ্চমাধ্যমিক, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহরের যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষ সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরকুমার গুপ্তা, প্রাক্তন কাউন্সিলর অমিত দেবগুপ্ত, পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য রাজীব সাহা ও স্থানীয় তৃণমূল কর্মীরা । খাদ্যসামগ্রী পেয়ে খুশি দুঃস্থ করোনা রোগী ও তাঁদের পরিবার ।