ETV Bharat / state

ইটাহারে পতিরাজপুর পঞ্চায়েতের দখল নিল তৃণমূল

উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির 5 সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল । তৃণমূল কংগ্রেসে যোগদানকারী নব-নির্বাচিত সদস্যদের ফুলের মালা এবং সবুজ আবিরে রাঙিয়ে বরণ করে নেয় কর্মী-সমর্থকরা ।

ITAHAR
ইটাহারে পতিরাজপুর পঞ্চায়েতে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের
author img

By

Published : Jul 16, 2021, 10:00 PM IST

রায়গঞ্জ, 16 জুলাই: বিজেপির 5 নির্বাচিত পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় শক্তিবৃদ্ধি হল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতে । পাশাপাশি বিগত পঞ্চায়েতের প্রধান পদত্যাগ করায় শুক্রবার 14 জন সদস্য নিয়ে নতুন প্রধান নির্বাচন করা হল পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতে । নব-নির্বাচিত প্রধান হলেন তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকার । এদিন বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের ফুলের মালা এবং সবুজ আবিরে রাঙিয়ে বরণ করে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । এরপর নতুন পঞ্চায়েত বোর্ডের 14 জন সদস্যকে সঙ্গে নিয়ে এলাকায় মিছিলও করে কর্মী-সমর্থকরা ।

2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের মোট 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 9টি এবং বিজেপি পেয়েছিল 7টি, 1টি পেয়েছিল বামফ্রন্ট এবং 1টি নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন । নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিলে পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস । প্রধান নির্বাচিত হয়েছিলেন বাণী সরকার । কিছুদিন আগে বাণী সরকার ব্যক্তিগত কারণে প্রধানের পদ থেকে পদত্যাগ করায় খালি হয়ে পড়েছিল প্রধানের পদ । এরপর বিজেপির 7 নির্বাচিত সদস্যের মধ্যে 5 জন এবং বামফ্রন্টের 1জন নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে । শাসক তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ায় 16 জন । শুক্রবার ইটাহার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলামের উপস্থিতিতে পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধানকে দায়িত্ব দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয় ।

ইটাহারে পতিরাজপুর পঞ্চায়েতে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের

আরও পড়ুন: পেট্রলের ছ্যাঁকায় ছন্দে ফিরছে রায়গঞ্জের সাইকেল ব্যবসা

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক শুরু হয়েছিল । নির্বাচনের পর উল্টো স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা । উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতেও তারই প্রতিফলন দেখা গেল ।

রায়গঞ্জ, 16 জুলাই: বিজেপির 5 নির্বাচিত পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় শক্তিবৃদ্ধি হল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতে । পাশাপাশি বিগত পঞ্চায়েতের প্রধান পদত্যাগ করায় শুক্রবার 14 জন সদস্য নিয়ে নতুন প্রধান নির্বাচন করা হল পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতে । নব-নির্বাচিত প্রধান হলেন তৃণমূল কংগ্রেসের আনন্দ সরকার । এদিন বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী পঞ্চায়েত সদস্যদের ফুলের মালা এবং সবুজ আবিরে রাঙিয়ে বরণ করে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা । এরপর নতুন পঞ্চায়েত বোর্ডের 14 জন সদস্যকে সঙ্গে নিয়ে এলাকায় মিছিলও করে কর্মী-সমর্থকরা ।

2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের মোট 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 9টি এবং বিজেপি পেয়েছিল 7টি, 1টি পেয়েছিল বামফ্রন্ট এবং 1টি নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন । নির্দল প্রার্থী তৃণমূল কংগ্রেসে যোগ দিলে পঞ্চায়েতের বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস । প্রধান নির্বাচিত হয়েছিলেন বাণী সরকার । কিছুদিন আগে বাণী সরকার ব্যক্তিগত কারণে প্রধানের পদ থেকে পদত্যাগ করায় খালি হয়ে পড়েছিল প্রধানের পদ । এরপর বিজেপির 7 নির্বাচিত সদস্যের মধ্যে 5 জন এবং বামফ্রন্টের 1জন নির্বাচিত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে । শাসক তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ায় 16 জন । শুক্রবার ইটাহার ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক জাহিরুল ইসলামের উপস্থিতিতে পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতে নতুন প্রধানকে দায়িত্ব দেওয়ার প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হয় ।

ইটাহারে পতিরাজপুর পঞ্চায়েতে শক্তিবৃদ্ধি হল তৃণমূলের

আরও পড়ুন: পেট্রলের ছ্যাঁকায় ছন্দে ফিরছে রায়গঞ্জের সাইকেল ব্যবসা

বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক শুরু হয়েছিল । নির্বাচনের পর উল্টো স্রোত বইতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির নেতা-কর্মীরা । উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতেও তারই প্রতিফলন দেখা গেল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.