রায়গঞ্জ, 26 ফেব্রুয়ারি : অবশেষে দেশে ফিরছেন জাপানে আটকে পড়া ভারতীয় কেবিন ক্রুরা ৷ 122 জনকে দেশে ফেরানো হচ্ছে ৷ তাঁদের মধ্যে রয়েছেন উত্তর দিনাজপুরের কানকির বিনয় কুমার সরকার । তিনি বিষয়টি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়েছেন ৷
বিনয়বাবু বলেন, তাঁদের ফেরানোর বিষয়ে কেন্দ্রীয় সরকার ও তাদের সংস্থা কয়েকদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল । তাঁরা কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না তা জানার জন্য গত সপ্তাহে ডাক্তারি পরীক্ষা করা হয় । গতকাল তাতে জানা যায় যে তাঁরা কোরোনা ভাইরাসে আক্রান্ত নন । এরপরই জাপান সরকারের তরফে তাদের দেশে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷
আজ জাপানের স্থানীয় সময় দুপুর 1টা নাগাদ ওই 122 জন ভারতীয় জাহাজকর্মীকে নিয়ে ইউকোহামা বন্দর থেকে টোকিওর ইনাদা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় 6টি বাস। আগামীকাল ভারতীয় সময় ভোর 5টা নাগাদ দিল্লি পৌঁছাবেন তাঁরা । সেখান থেকে তাঁদের পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে । সেখানে 14 দিন পর্যবেক্ষণে থাকার পর বাড়ির উদ্দেশে রওনা দেবেন তাঁরা ৷