রায়গঞ্জ, 24 জুন : সদ্যোজাতর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জের এক নার্সিংহোমে । ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার । প্রতিবাদে, আজ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা ।
রায়গঞ্জের মেহেন্দি গ্রামের বাসিন্দা অন্তঃসত্ত্বা শম্পা রায় 22 জুন ওই নার্সিংহোমে ভরতি হন । আজ তিনি সন্তানের জন্ম দেন । পরে ওই সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করে নার্সিংহোম কর্তৃপক্ষ । পরিবারের অভিযোগ, প্রসবের সময় চিকিৎসকের গাফিলতিতে সদ্যোজাতর মৃত্যু হয়েছে । সংকটজনক অবস্থায় শম্পাকে পাশের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় । ঘটনার পরে থেকে অভিযুক্ত চিকিৎসক গা ঢাকা দেন বলে রোগীর পরিবারের অভিযোগ ।
ঘটনার প্রতিবাদে রোগীর পরিবারের সদস্যরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । যার জেরে রায়গঞ্জের মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । প্রসূতির দাদা বিপ্লব কুমার রায় বলেন, “গত 22 জুন আমার বোনকে রায়গঞ্জের এই নার্সিংহোমে ভর্তি করেছিলাম । চিকিৎসক আজ সকালে তাঁঁর অস্ত্রোপচার করেন । আমার বোন একটি সন্তান প্রসব করে । পড়ে আমাদেরকে জানানো হয় ওই সন্তান মারা গিয়েছে । আমার বোনের অবস্থা সংকটজনক । চিকিৎসকের গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে । আমরা ওই চিকিৎসকের শাস্তি চাই ।”
এই বিষয়ের নার্সিংহোমের দায়িত্বে থাকা রিন্টু সরকার বলেন, “ওই প্রসূতির আজ অস্ত্রোপচার করা হয় । এরপর কী ঘটেছিল তা সংশ্লিষ্ট চিকিৎসক বলতে পারবেন । আমরা এবিষয়ে কিছু জানিনা । রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, ”ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে ।"