ETV Bharat / state

গণেশ নয়, রায়গঞ্জের এই পুজোয় কার্তিকের পাশে থাকে কলাবউ - কার্তিকের পাশে থাকে কলাবউ

রায়গঞ্জের নিশীথ সরণির রায়চৌধুরি বাড়ির দুর্গাপুজো ঘিরে রয়েছে নানা গল্প ৷ প্রতিমার হাতে থাকত সিপাহি বিদ্রোহে সেনাদের ব্যবহৃত খড়্গও ৷ তবে দেশভাগের পর তা আনতে না পারায় এখন রুপোর খড়্গ ব্যবহার করা হয় ৷

রায়চৌধুরি বাড়ির পুজো
author img

By

Published : Oct 2, 2019, 8:56 PM IST

Updated : Oct 3, 2019, 12:33 AM IST

রায়গঞ্জ : সিপাহি বিদ্রোহের সেনাদের ব্যবহৃত খড়্গ থাকত দেবী দুর্গার হাতে ৷ তবে দেশভাগের পর সেই খড়্গ এদেশে নিয়ে আসা যায়নি ৷ রায়গঞ্জের নিশীথ সরণির রায়চৌধুরি বাড়ির দুর্গা পুজো এমনই অনেক ইতিহাসের সাক্ষী ৷

1857 সালে তৎকালীন ব্রিটিশ শাসনে ঘনশ্যাম কুণ্ডু বাংলাদেশের হরিপুরে এই পুজোর শুরু করেন ৷ ঘনশ্যাম কুণ্ডু রায়চৌধুরি উপাধি পাওয়ার পর থেকে এই পুজো রায়চৌধুরি বাড়ির পুজো নামেই পরিচিত ৷

1947 সালে ভারত স্বাধীন হলে রায়চৌধুরি পরিবার এদেশে চলে আসে ৷ সেসময় নগেন্দ্রবিহারী রায়চৌধুরি বাংলার রায়গঞ্জ শহরে পুজোর ধারাবাহিকতা বজায় রেখে পুজো করেন ৷ তবে নিয়ে আসতে পারেননি সিপাহি বিদ্রোহের সময় ব্যবহৃত খড়্গ ৷ তাই মায়ের জন্য রুপোর একটি খড়্গ বানিয়ে নেন তাঁরা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রায়চৌধুরি পরিবারের বর্তমান বংশধর শিবশংকর রায়চৌধুরি বলেন, "খুবই নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয় ৷ একচালার প্রতিমায় জমিদারি প্রথা মেনে এই পুজো হয় ৷ আগে পশুবলি প্রথা থাকলেও এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখানে কলাবউ গণেশের পাশে নয়, কার্তিকের পাশে থাকে ৷ পুজোর ভোগে নুন ও হলুদ দেওয়া হয় না ৷"

পরিবারের অধিকাংশ সদস্য কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর ক'টা দিন একসঙ্গে এক জায়গায় হয়ে অংশ নেন পারিবারিক দুর্গোৎসবে ৷

রায়গঞ্জ : সিপাহি বিদ্রোহের সেনাদের ব্যবহৃত খড়্গ থাকত দেবী দুর্গার হাতে ৷ তবে দেশভাগের পর সেই খড়্গ এদেশে নিয়ে আসা যায়নি ৷ রায়গঞ্জের নিশীথ সরণির রায়চৌধুরি বাড়ির দুর্গা পুজো এমনই অনেক ইতিহাসের সাক্ষী ৷

1857 সালে তৎকালীন ব্রিটিশ শাসনে ঘনশ্যাম কুণ্ডু বাংলাদেশের হরিপুরে এই পুজোর শুরু করেন ৷ ঘনশ্যাম কুণ্ডু রায়চৌধুরি উপাধি পাওয়ার পর থেকে এই পুজো রায়চৌধুরি বাড়ির পুজো নামেই পরিচিত ৷

1947 সালে ভারত স্বাধীন হলে রায়চৌধুরি পরিবার এদেশে চলে আসে ৷ সেসময় নগেন্দ্রবিহারী রায়চৌধুরি বাংলার রায়গঞ্জ শহরে পুজোর ধারাবাহিকতা বজায় রেখে পুজো করেন ৷ তবে নিয়ে আসতে পারেননি সিপাহি বিদ্রোহের সময় ব্যবহৃত খড়্গ ৷ তাই মায়ের জন্য রুপোর একটি খড়্গ বানিয়ে নেন তাঁরা ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

রায়চৌধুরি পরিবারের বর্তমান বংশধর শিবশংকর রায়চৌধুরি বলেন, "খুবই নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয় ৷ একচালার প্রতিমায় জমিদারি প্রথা মেনে এই পুজো হয় ৷ আগে পশুবলি প্রথা থাকলেও এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এখানে কলাবউ গণেশের পাশে নয়, কার্তিকের পাশে থাকে ৷ পুজোর ভোগে নুন ও হলুদ দেওয়া হয় না ৷"

পরিবারের অধিকাংশ সদস্য কর্মসূত্রে বাইরে থাকলেও পুজোর ক'টা দিন একসঙ্গে এক জায়গায় হয়ে অংশ নেন পারিবারিক দুর্গোৎসবে ৷

Intro:রায়গঞ্জ, ২ অক্টোবর, প্রসুন মৈত্র: সিপাহী বিদ্রোহের সেনার ব্যাবহৃত খড়্গ থাকত দেবী দূর্গার হাতে, এমনই এক দূর্গা পুজো যা বহু ববছরের বিদ্রোহের ইতিহাসের স্মৃতিপট নিয়ে আজও দাঁড়িয়ে রয়েছে রায়গঞ্জের নীশীথ সরণীর রায়চৌধুরী বাড়ির দূর্গামন্ডপে। এই পুজো শুরুও হয়েছিল ১৮৫৭ সালে ঘনশ্যাম কুন্ডুর হাত ধরে। অধুনা বাংলাদেশের হরিপুরে এই পুজোর প্রচলন হয়। তৎকালীন ব্রিটিশ শাসনের বাংলার বড়লাট ঘনশ্যাম কুন্ডুকে রায়চৌধুরী উপাধি দেওয়ার পর থেকে এই পুজো রায়চৌধুরী বাড়ির পুজো বলে নামাঙ্কিত হয়ে আসছে।
১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়ে দেশভাগের পর রায়চৌধুরী পরিবার চলে আসে এপার বাংলায় রায়গঞ্জ শহরে। সেসময় নগেন্দ্রবিহারী রায়চৌধুরী পুজোর ধারাবাহিকতা বজায় রেখে পুজো চালু রাখেন। সিপাহী বিদ্রোহের সেনার খড়্গ আজও শোভা পায় দেবী একটি হাতে। রায়চৌধুরী পরিবারের বর্তমান বংশধর শিবশঙ্কর রায়চৌধুরী জানান, খুবই নিয়ম নিষ্ঠার সাথে এই পুজো করা হয়ে থাকে। একচালার প্রতিমায় জমিদারি প্রথা মেনে এই পূজোয় আগে নবমীর রাতে মোষ বলি দেওয়া হত। কিন্তু আজ বাড়িতে বলির চল তুলে দেওয়া হয়েছে। তবে বিন্দোল এলাকায় ভৈরবী মন্দিরে আজও পরিবারের পক্ষ পাঠা বলি দেওয়া হয়ে থাকে। আর সব দূর্গামন্ডপে গনেশের পাশেই কোলাবৌ এর অবস্থান হলেও রায়চৌধুরী পরিবারের দূর্গামন্ডপে কার্তিকের পাশে রাখা হয় কলাবৌকে। এছাড়াও এই পুজোর ভোগে লবন ও হলুদের ব্যাবহার চলেনা। বর্তমান রায়চৌধুরী পরিবারের অধিকাংশ সদস্য কর্মসূত্রে বাইরে বসবাস করলেও পুজোর সময়ে সকলেই ছুটে আসেন পারিবারিক দূর্গোৎসবে। শিবশঙ্করবাবু আরও বলেন, সিপাহী বিদ্রোহী সময় কার খড়্গটি আনতে না পারায় তার পরিবর্তে একটি রুপোর খড়্গ তৈরি করে মা দূর্গার হাতে দেওয়া হয় বলে জানান তিনি।

বাইট : শিবশঙ্কর রায়চৌধুরী ( বর্তমান বংশধর)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Oct 3, 2019, 12:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.