ETV Bharat / state

Dry Fruits Price: কাবুল থেকে আমদানি বন্ধ, আকাশছোঁয়া দাম ড্রাই ফ্রুটস-পোস্তর - পোস্ত

তালিবানরা (Taliban) কাবুল (Kabul)-সহ প্রায় গোটা আফগানিস্তানের (Afghanistan) দখল নেওয়ার পর ভারতের সঙ্গে বন্ধ আমদানি-রফতানি ৷ তার জেরেই থমকে গিয়েছে ড্রাই ফ্রুটস (Dry Fruits) ও পোস্তর (Poppy Seeds) আমদানি। বাজার হচ্ছে অগ্নিমূল্য ৷

dry fruits, poppy seed's price hiked as taliban stopped import from Afghanistan
কাবুল থেকে আমদানি বন্ধ, আকাশছোঁয়া দাম ড্রাই ফ্রুট-পোস্তর
author img

By

Published : Aug 22, 2021, 6:20 PM IST

Updated : Aug 22, 2021, 6:49 PM IST

রায়গঞ্জ, ২২ অগস্ট : তালিবানরা (Taliban) কাবুল (Kabul) দখল করার পর থেকেই থমকে গিয়েছে আফগানিস্তান (Afghanistan) থেকে ড্রাই ফ্রুটস (Dry Fruits) আমদানি । কারণ ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তালিবানরা ৷ এর জেরেই ভারতের বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে আখরোট, খেজুর, কাঠবাদাম, কাজু, কিসমিস ও পোস্ত (Poppy Seeds)। এগুলি কেনাবেচায় নাভিশ্বাস উঠেছে রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ।

আফগানিস্তান থেকে ঝুলিতে করে আখরোট-বাদাম নিয়ে আসতেন কাবুলিওয়ালারা ৷ কাবুল-সহ আফগানিস্তানের বিভিন্ন অংশ থেকে ভারতে আমদানি করা হয় আখরোট, কাঠবাদাম, খেজুর, কাজু, কিসমিস-সহ বিভিন্ন ড্রাই ফ্রুটস ৷ আসে বাঙালির অত্যন্ত প্রিয় মশলা পোস্তও । কিন্তু তালিবানরা কাবুল-সহ প্রায় গোটা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সে দেশের আমদানি ও রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তার জেরেই প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে বিভিন্ন ড্রাই ফ্রুটস ও পোস্তর । সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে দাম বেড়েছে ড্রাই ফ্রুটসের । অত্যধিক দাম বৃদ্ধি হওয়ায় একদিকে বিক্রি কমে গিয়েছে ৷ আবার বাজারে অনেক সময় এ সবের দেখাই মিলছে না ৷

dry fruits, poppy seed's price hiked as taliban stopped import from Afghanistan
ভারতের বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে আখরোট, খেজুর, কাঠবাদাম, কাজু, কিসমিস ও পোস্ত

আরও পড়ুন: Afghanistan: দেশ ছাড়তে হুড়োহুড়ি দেখে তালিবানের গুলি, কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত 7

রায়গঞ্জ মোহনবাটি বাজারের ড্রাই ফ্রুটসের পাইকারি দোকানদার বলরাম চৌধুরী জানিয়েছেন, তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে ওই দেশ থেকে আমদানি বন্ধ হয়ে গিয়েছে ড্রাই ফ্রুটসের । যে সব স্টকিস্টের কাছে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, তাঁরাও এই অবস্থায় দাম বাড়িয়ে দিয়েছেন । ফলে দাম অনেকটাই বেড়ে গিয়েছে আখরোট, কাঠবাদাম, খেজুর, কাজু ও কিসমিসের । একই কারণে দাম বেড়েছে পোস্তরও ৷ খুচরো দোকানদারেরা জানিয়েছেন, 600/700 টাকা কিলো দরের কাঠবাদামের দাম এখন দাঁড়িয়েছে হাজার টাকা । অস্বাভাবিক হারে দাম বেড়েছে কাজু, কিসমিস, আখরোট ও খেজুরেররও ।

দাম বাড়ছে ড্রাই ফ্রুটস ও পোস্তের

আরও পড়ুন: MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ

আফগানিস্তানের এই গন্ডগোলের জেরে আলু পোস্ত খেতে গিয়েও পাঁচবার ভাবতে হচ্ছে বাঙালিকে ৷ পোস্তর দামও লাফিয়ে বাড়ছে ৷ বিক্রেতারা বলছেন, রোজ যে ভাবে দাম বাড়ছে, তাতে ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়ছে তাঁদের পক্ষে ৷ আফগান পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, সে দিকেই তাকিয়ে বাংলাও ৷

আরও পড়ুন: Afghanistan Crisis : আফগানিস্তান থেকে ফিরতে বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে 5 দিনে 2000 ফোন !

রায়গঞ্জ, ২২ অগস্ট : তালিবানরা (Taliban) কাবুল (Kabul) দখল করার পর থেকেই থমকে গিয়েছে আফগানিস্তান (Afghanistan) থেকে ড্রাই ফ্রুটস (Dry Fruits) আমদানি । কারণ ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তালিবানরা ৷ এর জেরেই ভারতের বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে আখরোট, খেজুর, কাঠবাদাম, কাজু, কিসমিস ও পোস্ত (Poppy Seeds)। এগুলি কেনাবেচায় নাভিশ্বাস উঠেছে রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ।

আফগানিস্তান থেকে ঝুলিতে করে আখরোট-বাদাম নিয়ে আসতেন কাবুলিওয়ালারা ৷ কাবুল-সহ আফগানিস্তানের বিভিন্ন অংশ থেকে ভারতে আমদানি করা হয় আখরোট, কাঠবাদাম, খেজুর, কাজু, কিসমিস-সহ বিভিন্ন ড্রাই ফ্রুটস ৷ আসে বাঙালির অত্যন্ত প্রিয় মশলা পোস্তও । কিন্তু তালিবানরা কাবুল-সহ প্রায় গোটা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে সে দেশের আমদানি ও রফতানি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তার জেরেই প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি ঘটে চলেছে বিভিন্ন ড্রাই ফ্রুটস ও পোস্তর । সারা দেশের সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বাজারে দাম বেড়েছে ড্রাই ফ্রুটসের । অত্যধিক দাম বৃদ্ধি হওয়ায় একদিকে বিক্রি কমে গিয়েছে ৷ আবার বাজারে অনেক সময় এ সবের দেখাই মিলছে না ৷

dry fruits, poppy seed's price hiked as taliban stopped import from Afghanistan
ভারতের বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে আখরোট, খেজুর, কাঠবাদাম, কাজু, কিসমিস ও পোস্ত

আরও পড়ুন: Afghanistan: দেশ ছাড়তে হুড়োহুড়ি দেখে তালিবানের গুলি, কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত 7

রায়গঞ্জ মোহনবাটি বাজারের ড্রাই ফ্রুটসের পাইকারি দোকানদার বলরাম চৌধুরী জানিয়েছেন, তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকে ওই দেশ থেকে আমদানি বন্ধ হয়ে গিয়েছে ড্রাই ফ্রুটসের । যে সব স্টকিস্টের কাছে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, তাঁরাও এই অবস্থায় দাম বাড়িয়ে দিয়েছেন । ফলে দাম অনেকটাই বেড়ে গিয়েছে আখরোট, কাঠবাদাম, খেজুর, কাজু ও কিসমিসের । একই কারণে দাম বেড়েছে পোস্তরও ৷ খুচরো দোকানদারেরা জানিয়েছেন, 600/700 টাকা কিলো দরের কাঠবাদামের দাম এখন দাঁড়িয়েছে হাজার টাকা । অস্বাভাবিক হারে দাম বেড়েছে কাজু, কিসমিস, আখরোট ও খেজুরেররও ।

দাম বাড়ছে ড্রাই ফ্রুটস ও পোস্তের

আরও পড়ুন: MP Narender Singh Khalsa : সব শেষ হয়ে গিয়েছে, ছলছল চোখে জানালেন আফগান সাংসদ

আফগানিস্তানের এই গন্ডগোলের জেরে আলু পোস্ত খেতে গিয়েও পাঁচবার ভাবতে হচ্ছে বাঙালিকে ৷ পোস্তর দামও লাফিয়ে বাড়ছে ৷ বিক্রেতারা বলছেন, রোজ যে ভাবে দাম বাড়ছে, তাতে ব্যবসা চালানোই কঠিন হয়ে পড়ছে তাঁদের পক্ষে ৷ আফগান পরিস্থিতি কবে স্বাভাবিক হয়, সে দিকেই তাকিয়ে বাংলাও ৷

আরও পড়ুন: Afghanistan Crisis : আফগানিস্তান থেকে ফিরতে বিদেশ মন্ত্রকের বিশেষ সেলে 5 দিনে 2000 ফোন !

Last Updated : Aug 22, 2021, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.