রায়গঞ্জ, 2 অক্টোবর: চলন্ত ট্রাকে আগুন লেগে মৃত্যু হল চালকের (Driver died after truck catches fire)। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার শিলিগুড়ি মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ওই চালকের নাম সবিকুল ইসলাম (40) ৷ বাড়ি মালদা জেলার গাজোলের হালাল পঞ্চায়েতের সুরমনি গ্রামে । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে । ঘটনার পর থেকে নিখোঁজ খালাসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না । কীভাবে চলন্ত ট্রাকে আগুন লেগে চালকের মৃত্যু হল, জানতে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ ৷
আরও পড়ুন: বাইকের ধাক্কা মহিলাকে, সামনে এল সিসিটিভি ফুটেজ
জানা গিয়েছে, শনিবার রাতে শিলিগুড়ি থেকে লোহার রড বোঝাই করে মালদার দিকে যাচ্ছিল ট্রাকটি ৷ মালদা জেলার গাজোলের সুরমনি গ্রামের বাসিন্দা ওই ট্রাক চালকের নাম সবিকুল ইসলাম । রায়গঞ্জ থানার শিলিগুড়ি মোড় এলাকার 34 নম্বর জাতীয় সড়কে এলে আচমকাই ট্রাকটিতে আগুন লেগে যায়। আগুনে মৃত্যু হয় চালক সবিকুল ইসলামের । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকল বাহিনী । দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনার পর পুলিশ ট্রাকের ভেতর থেকে সবিকুল ইসলামের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয় ।
আরও পড়ুন: ভোররাতে শিলিগুড়িতে সড়ক দুর্ঘটনায় মৃত 1, আহত 3
সবিকুল ইসলামের পরিবারের সদস্য মণিরুল জামালের অভিযোগ, সবিকুল ইসলামকে মেরে ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে । গতকাল সবিকুল লরি নিয়ে শিলিগুড়িতে লোহার রড নামিয়ে ফিরছিল । ফেরার পথে মালিকের সঙ্গেও কথা হয় সবিকুলের । পরের দিকে ফোন আসে যে ট্রাকে আগুন লেগেছে আর চালক আগুনে পুড়ে মারা গিয়েছে ।" সবিকুলকে মেরে ট্রাকে যা টাকাপয়সা ছিল তা নিয়ে পালিয়ে যাওয়ার সময় আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মণিরুল জামাল ।" যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তির দাবি করছে সবিকুলের পরিবারের সদস্যরা ।