ETV Bharat / state

আগুনে পুড়ে একই পরিবারের 5 জন মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শনে জেলাশাসক

author img

By

Published : May 15, 2021, 7:11 PM IST

হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমত মাল্ডোয়া গ্রামে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ঘটে । স্থানীয়দের দাবি, পরিবারের কর্তা রাম ভৌমিক স্ত্রী শঙ্করী ভৌমিক, তিন কন্যাসন্তান রানী, পরনা ও সরস্বতী ভৌমিকের উপর ঘুমন্ত অবস্থায় কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন ।

dm of uttar dinajpur visit the scene of incident of 5 killed in fire
dm of uttar dinajpur visit the scene of incident of 5 killed in fire

রায়গঞ্জ, 15 মে : আগুনে পুড়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলাশাসক ৷ উত্তর দিনাজপুরের হেমতাবাদের ওই ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেন জেলাশাসক অরবিন্দকুমার মীনা । এছাড়া ছিলেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন এবং করনদিঘির বিধায়ক গৌতম পাল ৷

হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমত মাল্ডোয়া গ্রামে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ঘটে । স্থানীয়দের দাবি, পরিবারের কর্তা রাম ভৌমিক স্ত্রী শঙ্করী ভৌমিক, তিন কন্যাসন্তান রানী, পরনা ও সরস্বতী ভৌমিকের উপর ঘুমন্ত অবস্থায় কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন । নিজেও আত্মহত্যা করেন ৷ স্থানীয় বাসিন্দা ও আত্মীয়দের অনুমান, সামান্য চাষবাস করা এবং পেশায় ভুটভুটি চালক রাম ভৌমিক আর্থিক অনটনের কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে । ঘটনাস্থলে আসেন হেমতাবাদের বিডিও লক্ষীকান্ত রায় সহ সরকারি আধিকারিকেরা । এরপর বেলা 2টো নাগাদ ঘটনাস্থলে আসেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যজিৎ বর্মন এবং করনদিঘির বিধায়ক গৌতম পাল ।

আরও পড়ুন : স্ত্রীর গলার নলি কেটে খুন করে গ্রেফতার স্বামী

জেলাশাসক অরবিন্দকুমার মীনা বলেন, "খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা । কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে । সমস্ত বিষয়টিই তদন্ত সাপেক্ষ । রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা করে দিয়েছেন । তবুও এই ধরনের ঘটনা কেন ঘটল তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷"

রায়গঞ্জ, 15 মে : আগুনে পুড়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলাশাসক ৷ উত্তর দিনাজপুরের হেমতাবাদের ওই ঘটনায় আজ ঘটনাস্থল পরিদর্শন করেন জেলাশাসক অরবিন্দকুমার মীনা । এছাড়া ছিলেন হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন এবং করনদিঘির বিধায়ক গৌতম পাল ৷

হেমতাবাদ থানার বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমত মাল্ডোয়া গ্রামে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু ঘটে । স্থানীয়দের দাবি, পরিবারের কর্তা রাম ভৌমিক স্ত্রী শঙ্করী ভৌমিক, তিন কন্যাসন্তান রানী, পরনা ও সরস্বতী ভৌমিকের উপর ঘুমন্ত অবস্থায় কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন । নিজেও আত্মহত্যা করেন ৷ স্থানীয় বাসিন্দা ও আত্মীয়দের অনুমান, সামান্য চাষবাস করা এবং পেশায় ভুটভুটি চালক রাম ভৌমিক আর্থিক অনটনের কারণে এই ধরনের ঘটনা ঘটিয়েছে । ঘটনাস্থলে আসেন হেমতাবাদের বিডিও লক্ষীকান্ত রায় সহ সরকারি আধিকারিকেরা । এরপর বেলা 2টো নাগাদ ঘটনাস্থলে আসেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা এবং হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সত্যজিৎ বর্মন এবং করনদিঘির বিধায়ক গৌতম পাল ।

আরও পড়ুন : স্ত্রীর গলার নলি কেটে খুন করে গ্রেফতার স্বামী

জেলাশাসক অরবিন্দকুমার মীনা বলেন, "খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা । কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে । সমস্ত বিষয়টিই তদন্ত সাপেক্ষ । রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা করে দিয়েছেন । তবুও এই ধরনের ঘটনা কেন ঘটল তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.