ETV Bharat / state

দলীয় বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে ঝাঁটা-জুতো নিয়ে পথে তৃণমূল ! - Protest against Humayun Kabir - PROTEST AGAINST HUMAYUN KABIR

Protest against TMC MLA Humayun Kabir: দলের বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল খোদ তৃণমূলেরই নেতা-কর্মীরা ৷ বিধায়কের কুশপুতুলে ঝাঁটা ও জুতো মারতেও দেখা গেল স্থানীয়দের ৷

Protest against TMC MLA
হুমায়ুন কবীরের বিরুদ্ধে পথে তৃণমূল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 10:53 PM IST

বহরমপুর, 2 অক্টোবর: এবার শাসকদলের বিধায়কের বিরুদ্ধে রাস্তায় নামল খোদ তৃণমূলেরই নেতা-কর্মীরা ৷ এমনকী বিধায়কের কুশপুতুলে নির্বিচারে চলল ঝাঁটা, জুতোর মার ৷ বুধবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমভাবে প্রকাশ্যে এল মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লক থেকে ।

ব্লক সভাপতি ও বিধায়কের দ্বন্দ্বে ভরতপুরবাসী দেখল অবাক কাণ্ড। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের কুশপুতুলে ঝাঁটা মারতে মারতে মহিলাদের প্রতিবাদ মিছিল বেরল ভরতপুর এক নম্বর ব্লক এলাকায় । এদিন এই মিছিল থেকে মূল দাবি ওঠে, 'গদ্দার বিধায়ক দূর হটাও, চোর বিধায়ক দূর হটাও।' তৃণমূল বিধায়ককে সরানোর জন্য রীতিমতো তৃণমূলেরই দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা গেল দলের বিধায়কের বিরুদ্ধে মিছিলে হাঁটতে ৷

হুমায়ুন কবীরের বিরুদ্ধে পথে তৃণমূল (ইটিভি ভারত)

এ যেন এক নয়া ইতিহাস তৈরি হল মুর্শিদাবাদ জেলায় । উল্লেখ্য, দিন কয়েক আগেই ভরতপুর এক নম্বরের ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । এবার তার পাল্টা জবাব দিতে এই মিছিল দেখা গেল, যা খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই । সূত্রের খবর, এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন নজরুল ইসলাম ৷ যিনি ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি । যদিও মিছিলে তাঁকে উপস্থিত হতে দেখা যায়নি । এই বিষয়ে ভরতপুরের ব্লক সভাপতি নজরুল ইসলাম জানান, বিধায়ক হিসাবে উনি (হুমায়ুন কবীর) যা করছেন সেই কারণেই মহিলারা প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমেছেন ৷ এর বেশি তাঁর আর কিছু বলার নেই। তবে এই প্রসঙ্গে হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনওরকমভাবে সংযোগ করা সম্ভব হয়নি ।

বহরমপুর, 2 অক্টোবর: এবার শাসকদলের বিধায়কের বিরুদ্ধে রাস্তায় নামল খোদ তৃণমূলেরই নেতা-কর্মীরা ৷ এমনকী বিধায়কের কুশপুতুলে নির্বিচারে চলল ঝাঁটা, জুতোর মার ৷ বুধবার তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমভাবে প্রকাশ্যে এল মুর্শিদাবাদের ভরতপুর এক নম্বর ব্লক থেকে ।

ব্লক সভাপতি ও বিধায়কের দ্বন্দ্বে ভরতপুরবাসী দেখল অবাক কাণ্ড। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের কুশপুতুলে ঝাঁটা মারতে মারতে মহিলাদের প্রতিবাদ মিছিল বেরল ভরতপুর এক নম্বর ব্লক এলাকায় । এদিন এই মিছিল থেকে মূল দাবি ওঠে, 'গদ্দার বিধায়ক দূর হটাও, চোর বিধায়ক দূর হটাও।' তৃণমূল বিধায়ককে সরানোর জন্য রীতিমতো তৃণমূলেরই দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের দেখা গেল দলের বিধায়কের বিরুদ্ধে মিছিলে হাঁটতে ৷

হুমায়ুন কবীরের বিরুদ্ধে পথে তৃণমূল (ইটিভি ভারত)

এ যেন এক নয়া ইতিহাস তৈরি হল মুর্শিদাবাদ জেলায় । উল্লেখ্য, দিন কয়েক আগেই ভরতপুর এক নম্বরের ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । এবার তার পাল্টা জবাব দিতে এই মিছিল দেখা গেল, যা খোদ তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই । সূত্রের খবর, এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন নজরুল ইসলাম ৷ যিনি ভরতপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি । যদিও মিছিলে তাঁকে উপস্থিত হতে দেখা যায়নি । এই বিষয়ে ভরতপুরের ব্লক সভাপতি নজরুল ইসলাম জানান, বিধায়ক হিসাবে উনি (হুমায়ুন কবীর) যা করছেন সেই কারণেই মহিলারা প্রতিবাদ স্বরূপ রাস্তায় নেমেছেন ৷ এর বেশি তাঁর আর কিছু বলার নেই। তবে এই প্রসঙ্গে হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনওরকমভাবে সংযোগ করা সম্ভব হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.