তেল আভিভ, 2 অক্টোবর: রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে দেশে না ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত নিল ইজরায়েল। বিদেশমন্ত্রী ইজরায়েল কাটজ বুধবার এ কথা জানিয়েছেন। তাঁর মতে রাষ্ট্রসংঘের মহাসচিব ইজরায়েলে অবাঞ্ছিত । তাই তাঁকে দেশে ঢুকতে দেওয়া হবে না । শুধু তিনি নন, যাঁরাই ইরানের দ্বারা ইজরায়েলে হামলার প্রতিবাদ করবেন না তাঁরা কেউই তাঁদের দেশে প্রবেশ করতে পারবেন না বলে জানান বিদেশমন্ত্রী । শুধু এখন নয়, রাষ্ট্রসংঘের মহাসচিব গত অক্টোবরে হামাস ইজরায়েলে যে হামলা চালিয়েছিল তারও নিন্দা করেননি বলে দাবি বিদেশমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য তুলে ধরেছেন কাটজ ।
তিনি লেখেন, " ইনি (অ্যান্তোনিও গুতেরেস) এমন একজন মহাসচিব যিনি এখনও পর্যন্ত 7 অক্টোবর হামাসের হত্যাকারীদের দ্বারা সংঘটিত গণহত্যা এবং যৌন নৃশংসতার নিন্দা করেননি । হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করেননি । আসলে তিনি এমন একজন মহাসচিব যিনি হামাস, হিজবুল্লাহ, হুথি এবং এখন ইরানের সন্ত্রাসবাদী, ধর্ষক এবং খুনিদের সমর্থন দেন। তাঁর সময়কাল জাতিসংঘের ইতিহাসে একটি ক্ষত হিসাবে স্মরণ করা হবে। ইসরায়েল তার নাগরিকদের রক্ষা করতে থাকবে এবং আন্তোনিও গুতেরেসকে সঙ্গে নিয়ে বা তাঁকে ছাড়াই জাতীয় মর্যাদা রক্ষা করবে ।"
এদিকে, জেরুজালেমের উপর মঙ্গলবার রাতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার পর যুদ্ধের আঁচ কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ৷ তবে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠক করেন নেতানিয়াহু ৷ বৈঠকের শুরুতেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, "ইরান আজ রাতে বড় ভুল করে দিয়েছে ৷ এর ফল তাকে ভোগ করতেই হবে ৷"