ETV Bharat / state

Raiganj Lottery Win : লটারি জিতে কোটিপতি রায়গঞ্জের ভুটভুটি চালক - রায়গঞ্জের দক্ষিণ বরুয়া গ্রাম লট

ভুটভুটি চালান ৷ 4 মেয়ে, স্ত্রী নিয়ে 6 জনের সংসার চালাতে অভাব নিত্যসঙ্গী ৷ মেয়েদের বিয়ে কী ভাবে দেবেন, তা নিয়েও দুশ্চিন্তায় ছিলেন রায়গঞ্জের দীপক দাস ৷ খুলে গেল ভাগ্য (Dipak Das wins 1 crore in lottery in Raiganj) ৷

Dipak Das
কোটিপতি দীপক দাস
author img

By

Published : Dec 22, 2021, 11:25 AM IST

Updated : Dec 22, 2021, 12:01 PM IST

রায়গঞ্জ, ২২ ডিসেম্বর : চার-চারটি মেয়ে তাঁর, কী ভাবে মেয়েদের পাত্রস্থ করবেন, এই দুশ্চিন্তায় দিন কাটছিল রায়গঞ্জের দক্ষিণ বরুয়া গ্রামের ভুটভুটি চালক দীপক দাসের । কোনও একদিন নিশ্চয়ই ভগবান মুখ তুলে চাইবেন ৷ এই আশাতে দিন আনা দিন খাওয়া রোজগার থেকে কাটতেন লটারির টিকিট । এবার দীপক দাসের মনের ইচ্ছা পূরণ হল । লটারিতে কোটিপতি হলেন রায়গঞ্জবাসী দীপক দাস । স্বভাবত খুশির জোয়ার তাঁর পরিবারে (Dipak Das wins 1 crore in lottery in Raiganj) ।

রায়গঞ্জ থানার পুলিশ নিরাপত্তা দিয়ে লটারি প্রাপক দীপক দাসকে থানায় নিয়ে এসে প্রয়োজনীয় কাজ সেরে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে । পুলিশের এই সহযোগিতায় খুশি গ্রামের বাসিন্দা থেকে কোটিপতির পরিবার ৷ 4 মেয়ে ও স্ত্রী নিয়ে মোট 6 জনের পরিবার দীপক দাসের ৷ ভুটভুটি চালিয়ে কোনও রকমে দিন চলে যায় ।

রায়গঞ্জের দক্ষিণ বরুয়া গ্রামে ভুটভুটি চালক দীপক দাস লটারিতে 1 কোটি টাকা পেলেন

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

অর্থ লাভের আশায় বছর দেড়েক ধরে নিজের সামান্য রোজগারের থেকে 6 টাকা দামের ডিয়ার লটারি কিনতেন তিনি । মাঝে দু-একবার 2-5 হাজার টাকা পেলেও বেশিরভাগ দিনই কিছু মিলত না । অন্য দিনের মতো মঙ্গলবার দুপুরে কাজের ফাঁকে 60 টাকা দিয়ে ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন দীপক দাস । কাজ সেরে বাড়ি ফেরার সময় লটারির দোকানে টিকিট মেলাতেই দেখেন তাঁর টিকিটে ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা অর্থাৎ তিনি পেয়েছেন 1 কোটি টাকা ।

কোটিপতি দীপক দাস বলেন, "বাড়তি আয় আর মেয়েদের বিয়ে দেওয়ার জন্যই লটারির টিকিট কাটতাম । ভগবান মুখ তুলে চেয়েছেন । এখন আমি আমার চার মেয়ের খুব ভাল ভাবে বিয়ে দিতে পারব ।"

খুশি তাঁর গ্রামের বাসিন্দা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রীপন সরকার ৷ তিনি বলেন, "দিনমজুর হতদরিদ্র ভুটভুটি চালক দীপক দাস 1 কোটি টাকার লটারি পাওয়ার খবর শোনা মাত্রই রায়গঞ্জ থানার পুলিশ দীপক দাসকে যথেষ্ট নিরাপত্তা সহকারে প্রয়োজনীয় উদ্যোগ নেয় । রায়গঞ্জ থানার পুলিশের এই ভূমিকা প্রশংসনীয় ।"

রায়গঞ্জ, ২২ ডিসেম্বর : চার-চারটি মেয়ে তাঁর, কী ভাবে মেয়েদের পাত্রস্থ করবেন, এই দুশ্চিন্তায় দিন কাটছিল রায়গঞ্জের দক্ষিণ বরুয়া গ্রামের ভুটভুটি চালক দীপক দাসের । কোনও একদিন নিশ্চয়ই ভগবান মুখ তুলে চাইবেন ৷ এই আশাতে দিন আনা দিন খাওয়া রোজগার থেকে কাটতেন লটারির টিকিট । এবার দীপক দাসের মনের ইচ্ছা পূরণ হল । লটারিতে কোটিপতি হলেন রায়গঞ্জবাসী দীপক দাস । স্বভাবত খুশির জোয়ার তাঁর পরিবারে (Dipak Das wins 1 crore in lottery in Raiganj) ।

রায়গঞ্জ থানার পুলিশ নিরাপত্তা দিয়ে লটারি প্রাপক দীপক দাসকে থানায় নিয়ে এসে প্রয়োজনীয় কাজ সেরে আবার বাড়িতে পৌঁছে দিয়েছে । পুলিশের এই সহযোগিতায় খুশি গ্রামের বাসিন্দা থেকে কোটিপতির পরিবার ৷ 4 মেয়ে ও স্ত্রী নিয়ে মোট 6 জনের পরিবার দীপক দাসের ৷ ভুটভুটি চালিয়ে কোনও রকমে দিন চলে যায় ।

রায়গঞ্জের দক্ষিণ বরুয়া গ্রামে ভুটভুটি চালক দীপক দাস লটারিতে 1 কোটি টাকা পেলেন

আরও পড়ুন : Lottery Win : শ্বশুরবাড়িতে গিয়ে খুলল কপাল, লটারিতে এক কোটি টাকা মিলল নিরাপত্তারক্ষীর

অর্থ লাভের আশায় বছর দেড়েক ধরে নিজের সামান্য রোজগারের থেকে 6 টাকা দামের ডিয়ার লটারি কিনতেন তিনি । মাঝে দু-একবার 2-5 হাজার টাকা পেলেও বেশিরভাগ দিনই কিছু মিলত না । অন্য দিনের মতো মঙ্গলবার দুপুরে কাজের ফাঁকে 60 টাকা দিয়ে ডিয়ার লটারির টিকিট কেটেছিলেন দীপক দাস । কাজ সেরে বাড়ি ফেরার সময় লটারির দোকানে টিকিট মেলাতেই দেখেন তাঁর টিকিটে ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা অর্থাৎ তিনি পেয়েছেন 1 কোটি টাকা ।

কোটিপতি দীপক দাস বলেন, "বাড়তি আয় আর মেয়েদের বিয়ে দেওয়ার জন্যই লটারির টিকিট কাটতাম । ভগবান মুখ তুলে চেয়েছেন । এখন আমি আমার চার মেয়ের খুব ভাল ভাবে বিয়ে দিতে পারব ।"

খুশি তাঁর গ্রামের বাসিন্দা স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য রীপন সরকার ৷ তিনি বলেন, "দিনমজুর হতদরিদ্র ভুটভুটি চালক দীপক দাস 1 কোটি টাকার লটারি পাওয়ার খবর শোনা মাত্রই রায়গঞ্জ থানার পুলিশ দীপক দাসকে যথেষ্ট নিরাপত্তা সহকারে প্রয়োজনীয় উদ্যোগ নেয় । রায়গঞ্জ থানার পুলিশের এই ভূমিকা প্রশংসনীয় ।"

Last Updated : Dec 22, 2021, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.