রায়গঞ্জ, 8 নভেম্বর : অক্টোবরের 6 তারিখে জমি বিবাদের জেরে খুন হয়েছিলেন এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছিল রায়গঞ্জ থানার উত্তর রামপুর এলাকায় । যদিও এখনও অধরা পর্যন্ত প্রধান অভিযুক্তরা । অভিযোগ, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। উলটে অভিযুক্তরা খুন হওয়া ব্যক্তির পরিবারের সদস্যদের ও প্রতিবেশীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলে সেই মামলার তদন্ত করছে রায়গঞ্জ থানার পুলিশ । এমনই অভিযোগে রবিবার দুপুরে খুন হওয়া ব্যক্তির পরিবারের সদস্যরা, এইসঙ্গে তাঁদের প্রতিবেশীরা দীর্ঘক্ষণ রায়গঞ্জ থানায় বিক্ষোভ দেখায় । বিক্ষোভের হুলুস্থুলু পড়ে যায় রায়গঞ্জ থানায় । আচমকা বিক্ষোভে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন পুলিশকর্মীরা । শেষে রায়গঞ্জ থানার IC খুন হওয়া ব্য়ক্তির পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন । অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বস দেন ৷
রোশনারা খাতুন নামের এক বিক্ষোভকারী বলেন, "এক মাস হয়ে গেলেও আমার জামাইয়ের খুনের আসামিদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি রায়গঞ্জ থানার পুলিশ । উলটে খুনিদের করা মিথ্যা অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী ও পরিবারের সদস্যদের অত্যাচার করছে । এরই বিরুদ্ধেই আজকে বিক্ষোভ দেখিয়েছি । অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার না করা হলে আরও বড় আন্দোলনে যাব ।"
রায়গঞ্জ থানার IC সুরাজ থাপা বলেন, "যাদের নামে খুনের অভিযোগ ছিল তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশ বারবার টহল দিচ্ছে । অবশ্যই তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে ওই ঘটনার সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে ।"