ETV Bharat / state

"ক্ষমতায় এসে 20 সেপ্টেম্বরকে বাংলা ভাষা শহিদ দিবস হিসেবে ঘোষণা করব " - Darivit

দাড়িভিটে এসে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসকে কটাক্ষ BJP নেত্রী দেবশ্রী চৌধুরির ৷ বলেন , "আমরা ক্ষমতায় আসার পর 20 সেপ্টেম্বরকে বাংলা ভাষা শহিদ দিবস হিসেবে ঘোষণা করব ।"

Mass
author img

By

Published : Sep 20, 2019, 11:04 PM IST

ইসলামপুর , 20 সেপ্টেম্বর : "আমরা ক্ষমতায় আসার পর 20 সেপ্টেম্বরকে বাংলা ভাষা শহিদ দিবস হিসেবে ঘোষণা করব । সেখানে ওদের (তৃণমূলের ) মতো মঞ্চ গড়ে নাচা-গানা হবে না ।" দাড়িভিটে গিয়ে তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করলেন BJP নেত্রী দেবশ্রী চৌধুরি ৷ তিনি আরও বলেন, "তিন কাঠা জমি কেউ দান করুন । সেখানে তাঁদের স্মরণে আমি একটি কমিউনিটি হল তৈরি করে দেব । জমি পেলে আমার সংসদ তহবিলের টাকায় যাত্রী প্রতীক্ষালয়ও বানিয়ে দিতে চাই ওদের স্মরণে ।"

এই ঘটনায় CBI-এর হাতে তদন্তভার না যাওয়ার জন্য সভামঞ্চ থেকে শাসকদলকে দুষলেন তিনি ৷ বলেন, "কোনও CBI তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমতি লাগে । কিন্তু সরকার বেঁকে বসে আছে প্রথম দিন থেকেই । তদন্ত করলেই বেরিয়ে যাবে আসল তথ্য । তাই রাজ্য সরকার চায় না CBI তদন্ত হোক ।" মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি জানান, "মুখ্যমন্ত্রী শহিদ দিবস ঘটা করে পালন করেন কিন্তু এই দুই শহিদদের পরিবারকে সান্ত্বনা দিতেও একবার আসেননি । তাই প্রতিজ্ঞা করছি যখন কবরের মাটি দিয়ে কপালে তিলক করেছি, রাজ্য সরকারের পতন ঘটিয়েই হোক আর যখনই হোক রাজেশ-তাপসের মৃত্যুতে CBI তদন্ত হবেই । রাজেশ-তাপস মানে একটা অন্যায়ের প্রতিবাদ, রাজেশ-তাপস মানে স্কুল প্রাঙ্গনে গুলি চালানোর প্রতিবাদ । "

আজ দাড়িভিটে ABVP-র মঞ্চে যাওয়ার আগে প্রথমেই দোলঞ্চা নদীর তীরে রাজেশ ও তাপসের সমাধিতে যান তিনি । ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর তাদের সমাধির পাশে একটি করে মেহগনি গাছের চারা লাগান ।

ইসলামপুর , 20 সেপ্টেম্বর : "আমরা ক্ষমতায় আসার পর 20 সেপ্টেম্বরকে বাংলা ভাষা শহিদ দিবস হিসেবে ঘোষণা করব । সেখানে ওদের (তৃণমূলের ) মতো মঞ্চ গড়ে নাচা-গানা হবে না ।" দাড়িভিটে গিয়ে তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করলেন BJP নেত্রী দেবশ্রী চৌধুরি ৷ তিনি আরও বলেন, "তিন কাঠা জমি কেউ দান করুন । সেখানে তাঁদের স্মরণে আমি একটি কমিউনিটি হল তৈরি করে দেব । জমি পেলে আমার সংসদ তহবিলের টাকায় যাত্রী প্রতীক্ষালয়ও বানিয়ে দিতে চাই ওদের স্মরণে ।"

এই ঘটনায় CBI-এর হাতে তদন্তভার না যাওয়ার জন্য সভামঞ্চ থেকে শাসকদলকে দুষলেন তিনি ৷ বলেন, "কোনও CBI তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমতি লাগে । কিন্তু সরকার বেঁকে বসে আছে প্রথম দিন থেকেই । তদন্ত করলেই বেরিয়ে যাবে আসল তথ্য । তাই রাজ্য সরকার চায় না CBI তদন্ত হোক ।" মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি জানান, "মুখ্যমন্ত্রী শহিদ দিবস ঘটা করে পালন করেন কিন্তু এই দুই শহিদদের পরিবারকে সান্ত্বনা দিতেও একবার আসেননি । তাই প্রতিজ্ঞা করছি যখন কবরের মাটি দিয়ে কপালে তিলক করেছি, রাজ্য সরকারের পতন ঘটিয়েই হোক আর যখনই হোক রাজেশ-তাপসের মৃত্যুতে CBI তদন্ত হবেই । রাজেশ-তাপস মানে একটা অন্যায়ের প্রতিবাদ, রাজেশ-তাপস মানে স্কুল প্রাঙ্গনে গুলি চালানোর প্রতিবাদ । "

আজ দাড়িভিটে ABVP-র মঞ্চে যাওয়ার আগে প্রথমেই দোলঞ্চা নদীর তীরে রাজেশ ও তাপসের সমাধিতে যান তিনি । ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর তাদের সমাধির পাশে একটি করে মেহগনি গাছের চারা লাগান ।

Intro:wb_ndin_01_sohid_dibas_vis_7204678Body:wb_ndin_01_sohid_dibas_vis_7204678Conclusion:wb_ndin_01_sohid_dibas_vis_7204678
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.