রায়গঞ্জ, 2 নভেম্বর : রায়গঞ্জ ব্লকের কমলাবাড়িতে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ৷ নাম বিনোদ বিশ্বাস ৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।
ভাটাকলোনির বাসিন্দা বিনোদ বিশ্বাস ৷ পেশায় গাড়িচালক । গতরাতে বাড়িতে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি । আর আজ সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের অন্যদের সন্দেহ হয় । দরজা ভেঙে তাঁর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন তাঁরা ৷ ঘটনার খবর পেয়ে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । এলাকায় যান স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় সরকার । তবে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ।
রায়গঞ্জ থানার পুলিশের প্রাথমিক অনুমান, অত্যাধিক মদ্যপানের কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।