রায়গঞ্জ,8 এপ্রিল : উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন ব্যাঙ্কের সামনে জনধন অ্যাকাউন্টে জমা পড়া টাকা তুলতে সামাজিক দূরত্বকে আমল দিচ্ছেন না উপভোক্তাকারীরা । জনধন অ্যাকাউন্টে 500 টাকা তুলতে ব্যাঙ্কের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বিভিন্ন ব্যাঙ্কের শাখায় এদিন সামাজিক দূরত্বকে শিকেয় তুলে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বারবার ব্যাঙ্ক কর্মীদের তরফে অনুরোধ করা হলেও সামাজিক দূরত্ব মানেননি সাধারণ মানুষ। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে ব্যাঙ্ক কর্মীরা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লকডাউনের জেরে আটকে পড়া আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য আর্থিক অনুদানের ঘোষণা করেছেন। গত 2 এপ্রিল থেকে সবার অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছিল। সেইমতো ওই টাকা তোলার জন্য বুধবার উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্যাঙ্কের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মহিলা পুরুষ নির্বিশেষে জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সকাল থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত একইভাবে বিভিন্ন ব্যাঙ্কের বাইরে ভিড় লক্ষ্য করা যায়। সামাজিক দূরত্ব বজায় রাখতে বাইরে যে নির্দিষ্ট স্থান নির্ধারিত করে দেয়া হয়েছিল সেই স্থানে দাঁড়িয়ে আলাদাভাবে টাকা তোলার জন্য অপেক্ষা করতে কাউকে দেখা যায়নি। বরং নিয়ম উপেক্ষা করেই উপচে পড়েছিল ভিড়। শুধুমাত্র জনধন অ্যাকাউন্ট টাকা তোলা নয় বিধবা ভাতা বা সরকারি অন্যান্য নানান আর্থিক অনুদানের টাকা তোলার ভিড় লক্ষ্য করা গিয়েছে। এই উপচে পড়া ভিড়ে রীতিমতো আতঙ্কিত ব্যাঙ্ক কর্মীরা ।
কোরোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকছে বলেও তাঁরা দাবি করেছেন।তাই এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ব্যাঙ্ক কর্মীরা ৷
ব্যঙ্ককর্মী সুনীল বর্মন বলেন,"বিধবাভাতা,জনধন অ্যাকাউন্টে টাকা তোলার জন্য কয়েকদিন ধরেই প্রচুর ভিড় ব্যাঙ্কের সামনে হচ্ছে। আজও উপচে পড়া ভিড় ছিল। এত মানুষের জমায়েতের ফলে কোরোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কা করছি।" এই বিষয়ে তাঁরা জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন।