রায়গঞ্জ, 5 এপ্রিল : একাধিকবার রাস্তায় নেমে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছে পুলিশ । ভিড় ও জমায়েত বন্ধ করতে কয়েকটি জায়গায় লাঠিচার্জ করতেও দেখা গেছে তাদের । তারপরও অনেকেই সচেতন হননি । সেই অসচেতনতার ছবিই এবার ধরা পড়ল রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজারে । সামাজিক দূরত্ব বজায় না রেখেই সেখানে ভিড় করে কেনাকাটা করতে দেখা গেল অনেককে ।
রায়গঞ্জ শহরে এলে বোঝার উপায় নেই যে লকডাউন চলছে । সামাজিক দূরত্ব বজায় থাকছে না সেখানকার মোহনবাটি বাজারে । সেই অভিযোগে বাজার বন্ধ করে দিয়েছে প্রশাসন । কিন্তু, তাতে কী? বাজার বন্ধ করলেও মোহনবাটি এলাকা থেকে বিধাননগর মোড় পর্যন্ত রাস্তার দু'ধারে মাছ এবং সবজির দোকান খুলেছেন অনেকেই । অন্য দিনের মতো বসেছে সুদর্শনপুর বাজারও । ভিড় করেছেন ক্রেতারাও । কিন্তু, পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ।