ETV Bharat / state

ডালখোলা থেকে উদ্ধার 60 কার্টুন নকল বিদেশি মদ

অভিযুক্ত ব্যক্তি নিজের বাড়িতে নকল বিদেশি মদ তৈরি করতে বলে জানিয়েছে পুলিশ । সেসব চোরাপথে বিহারে চালান হত বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ ।

author img

By

Published : Nov 25, 2020, 4:22 PM IST

৬০ Counterfeit foreign liquor seized from Dalkhola
উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে উদ্ধার নকল বিদেশি মদ

রায়গঞ্জ, 25 নভেম্বর : এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নকল বিদেশি মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ । ডালখোলা থানার পূর্ব গোয়াগাও গ্রামের ঘটনা । গ্রামের বাসিন্দা সামসুল হকের বাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার হয় । ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক । তার বাড়ি থেকে একটি পিক আপ ভ্যান, ছ'টি বিহারের নম্বর প্লেট দেওয়া বাইক, 10 ড্রাম স্পিরিট বাজেয়াপ্ত হয়েছে । ডালখোলার পুলিশ অভিযুক্ত সামসুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।

৬০ Counterfeit foreign liquor seized from Dalkhola
উদ্ধার হওয়া মদের কার্টুন

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব গোয়াগাও গ্রামের সামসুল নকল বিদেশি মদের সরঞ্জাম কিনে এনে সেখানে মদ তৈরি করত । এরপর বিদেশি মদের লেবেল দেওয়া বোতলে ভরে বাজারে বিক্রি করত । গতকাল রাতে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ সামসুলের বাড়িতে অভিযান চালায় । পিক আপ ভ্যান, বাইক-সহ ঘটনাস্থান থেকে 60 কার্টুন বিদেশি মদ, 10 ড্রাম স্পিরিট, 700টি বোতলের ছিপি, 210 পিস বিদেশি মদের স্টিকার, 500টি খালি বোতল বাজেয়াপ্ত হয়েছে । বাইকগুলি কেন ব্যবহার হত তা খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে চোরাপথে এই নকল বিদেশি মদ বিহারে পাচার হত । রাতে এই কার্যকলাপ চলত ।

রায়গঞ্জ, 25 নভেম্বর : এক ব্যাক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর নকল বিদেশি মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল পুলিশ । ডালখোলা থানার পূর্ব গোয়াগাও গ্রামের ঘটনা । গ্রামের বাসিন্দা সামসুল হকের বাড়ি থেকে বিদেশি মদ উদ্ধার হয় । ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক । তার বাড়ি থেকে একটি পিক আপ ভ্যান, ছ'টি বিহারের নম্বর প্লেট দেওয়া বাইক, 10 ড্রাম স্পিরিট বাজেয়াপ্ত হয়েছে । ডালখোলার পুলিশ অভিযুক্ত সামসুলের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ।

৬০ Counterfeit foreign liquor seized from Dalkhola
উদ্ধার হওয়া মদের কার্টুন

পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব গোয়াগাও গ্রামের সামসুল নকল বিদেশি মদের সরঞ্জাম কিনে এনে সেখানে মদ তৈরি করত । এরপর বিদেশি মদের লেবেল দেওয়া বোতলে ভরে বাজারে বিক্রি করত । গতকাল রাতে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশ সামসুলের বাড়িতে অভিযান চালায় । পিক আপ ভ্যান, বাইক-সহ ঘটনাস্থান থেকে 60 কার্টুন বিদেশি মদ, 10 ড্রাম স্পিরিট, 700টি বোতলের ছিপি, 210 পিস বিদেশি মদের স্টিকার, 500টি খালি বোতল বাজেয়াপ্ত হয়েছে । বাইকগুলি কেন ব্যবহার হত তা খতিয়ে দেখছে পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে চোরাপথে এই নকল বিদেশি মদ বিহারে পাচার হত । রাতে এই কার্যকলাপ চলত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.