ETV Bharat / state

অব্যবস্থার অভিযোগে বাড়ি চলে এল কোরোনা রোগী, ফেরানো হল সেফ হাউজ়ে - কোরোনা রোগী

আজ সকালে পরিবারে এক সদস্যের সাহায্যেই ওই কোরোনা আক্রান্ত বাড়ি ফিরে আসেন বলে জানা গিয়েছে । আতঙ্ক ছড়ায় এলাকায় । খবর পেয়ে প্রশাসনের আধিকারিকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসে সেফ হাউজ়ে ফিরে যেতে রাজি হন ওই ব্যক্তি ।

COVID-19
COVID-19
author img

By

Published : Jul 25, 2020, 1:40 AM IST

রায়গঞ্জ, 24 জুলাই : পানীয় জল, শৌচাগার এবং খাদ্যের অব্যবস্থার অভিযোগে আজ সকালে সেফ হাউজ় ছেড়ে বাড়ি চলে আসেন এক কোরোনা আক্রান্ত । পরে প্রশাসনের তরফে বিকেলে ফের তাঁকে নিয়ে যাওয়া হয় সেফ হাউজ়ে । রায়গঞ্জ থানার উকিলপাড়া এলাকায় ওই কোরোনা রোগীর পরিজনেরা ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ।

স্বাস্থ্য দপ্তর এবং পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির দেহে কোরোনা ভাইরাসের হদিশ মেলে । তারপরই তাঁকে চিকিৎসার জন্য সেফ হাউজ়ে পাঠানো হয়েছিল । তবে সেখানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ করেন রোগীর পরিবারের লোকেরা । সুষম খাবারের বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা । তাঁদের আরও দাবি, একই শৌচালয় প্রচুর মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে । এরপরই আজ সকালে পরিবারে এক সদস্যের সাহায্যেই তিনি সরাসরি বাড়ি ফিরে আসেন বলে জানা গিয়েছে । আতঙ্ক ছড়ায় এলাকায় । খবর পেয়ে প্রশাসনের আধিকারিকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসে সেফ হাউজ়ে ফিরে যেতে রাজি হন ওই ব্যক্তি ।

এই বিষয়ে প্রশাসনের আধিকারিক বা স্বাস্থ্য দপ্তরের কোনও আধিকারিক মন্তব্য করতে রাজি হননি । তবে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “এ'রকম ঘটনা ঘটেছে । আমরা প্রশাসনের সাহায্য নিয়ে তাঁকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি ।”

রায়গঞ্জ, 24 জুলাই : পানীয় জল, শৌচাগার এবং খাদ্যের অব্যবস্থার অভিযোগে আজ সকালে সেফ হাউজ় ছেড়ে বাড়ি চলে আসেন এক কোরোনা আক্রান্ত । পরে প্রশাসনের তরফে বিকেলে ফের তাঁকে নিয়ে যাওয়া হয় সেফ হাউজ়ে । রায়গঞ্জ থানার উকিলপাড়া এলাকায় ওই কোরোনা রোগীর পরিজনেরা ইতিমধ্যেই এই বিষয়ে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন ।

স্বাস্থ্য দপ্তর এবং পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির দেহে কোরোনা ভাইরাসের হদিশ মেলে । তারপরই তাঁকে চিকিৎসার জন্য সেফ হাউজ়ে পাঠানো হয়েছিল । তবে সেখানে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ করেন রোগীর পরিবারের লোকেরা । সুষম খাবারের বন্দোবস্ত করা হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা । তাঁদের আরও দাবি, একই শৌচালয় প্রচুর মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে । এরপরই আজ সকালে পরিবারে এক সদস্যের সাহায্যেই তিনি সরাসরি বাড়ি ফিরে আসেন বলে জানা গিয়েছে । আতঙ্ক ছড়ায় এলাকায় । খবর পেয়ে প্রশাসনের আধিকারিকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসে সেফ হাউজ়ে ফিরে যেতে রাজি হন ওই ব্যক্তি ।

এই বিষয়ে প্রশাসনের আধিকারিক বা স্বাস্থ্য দপ্তরের কোনও আধিকারিক মন্তব্য করতে রাজি হননি । তবে রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, “এ'রকম ঘটনা ঘটেছে । আমরা প্রশাসনের সাহায্য নিয়ে তাঁকে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.