ETV Bharat / state

"বিধায়ক অমল আচার্যর কাটা মাথা চাই", পোস্টার ইটাহারে - threat poster against Itahar MLA

সকালে বিধায়কের কাটা মাথা চেয়ে পোস্টার । বেলা বাড়তেই উধাও । ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহারের ।

অমল আচার্য
author img

By

Published : Aug 2, 2019, 7:39 PM IST

রায়গঞ্জ, 2 অগাস্ট : বিধায়কের কাটা মাথা চাই । আজ সকালে এমনই কিছু পোস্টার দেখতে পাওয়া যায় ইটাহারে । বেলা বাড়তেই সেগুলো উধাও হয়ে যায় । কে বা কারা পোস্টার লাগাল বা খুলল তা জানা যায়নি । তবে পোস্টারের ঘটনা নিয়ে খুব একটা চিন্তিন্ত নন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য । কে বা কারা এই হুমকি পোস্টার লাগাল তার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ ।

আজ সকালে ইটাহারে কয়েকটি জায়গায় এই পোস্টার চোখে পড়ে । সেখানে লেখা ছিল, "ইটাহারের বিধায়ক অমল আচার্যর কাটা মাথা চাই ।" "ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দ"- পোস্টারদাতা হিসেবে এই নাম লেখা ছিল ৷ ঠিক একই কায়দায় কাটমানি নিয়েও এর আগে ইটাহারে পোস্টার পড়েছিল । সেখানে লেখা ছিল, চাকরি ও নানা সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে অমল আচার্যসহ একাধিক নেতা কাটমানি নিয়েছেন । ওই পোস্টারগুলিতে অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনে নামারও হুমকি দেওয়া হয়েছিল । ফের আজ এই ধরনের হুমকি পোস্টারে উঠতে শুরু করেছে প্রশ্ন ।

Amal Acharya
এই সেই পোস্টার

এবিষয়ে অমলবাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি যখন বছর পনেরো আগে পঞ্চায়েত প্রধান ছিলাম, তখনও লাল কালিতে আমার কাটা মাথা চেয়ে পোস্টার পড়ত এলাকায় । এখনও পড়ছে । যদি সত্যিই সাহস থাকে তবে সামনাসামনি এসে আমার বিরুদ্ধে অভিযোগ করুক না । কে বাধা দিয়েছে? আমি মানুষের কাজ করি তাই অনেকে আমার ইমেজকে কলুষিত করার প্রচেষ্টা করছে । আমি কখনও এসব পাত্তা দিইনি ৷"

রায়গঞ্জ, 2 অগাস্ট : বিধায়কের কাটা মাথা চাই । আজ সকালে এমনই কিছু পোস্টার দেখতে পাওয়া যায় ইটাহারে । বেলা বাড়তেই সেগুলো উধাও হয়ে যায় । কে বা কারা পোস্টার লাগাল বা খুলল তা জানা যায়নি । তবে পোস্টারের ঘটনা নিয়ে খুব একটা চিন্তিন্ত নন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য । কে বা কারা এই হুমকি পোস্টার লাগাল তার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ ।

আজ সকালে ইটাহারে কয়েকটি জায়গায় এই পোস্টার চোখে পড়ে । সেখানে লেখা ছিল, "ইটাহারের বিধায়ক অমল আচার্যর কাটা মাথা চাই ।" "ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দ"- পোস্টারদাতা হিসেবে এই নাম লেখা ছিল ৷ ঠিক একই কায়দায় কাটমানি নিয়েও এর আগে ইটাহারে পোস্টার পড়েছিল । সেখানে লেখা ছিল, চাকরি ও নানা সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে অমল আচার্যসহ একাধিক নেতা কাটমানি নিয়েছেন । ওই পোস্টারগুলিতে অভিযুক্তদের বিরুদ্ধে আন্দোলনে নামারও হুমকি দেওয়া হয়েছিল । ফের আজ এই ধরনের হুমকি পোস্টারে উঠতে শুরু করেছে প্রশ্ন ।

Amal Acharya
এই সেই পোস্টার

এবিষয়ে অমলবাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি যখন বছর পনেরো আগে পঞ্চায়েত প্রধান ছিলাম, তখনও লাল কালিতে আমার কাটা মাথা চেয়ে পোস্টার পড়ত এলাকায় । এখনও পড়ছে । যদি সত্যিই সাহস থাকে তবে সামনাসামনি এসে আমার বিরুদ্ধে অভিযোগ করুক না । কে বাধা দিয়েছে? আমি মানুষের কাজ করি তাই অনেকে আমার ইমেজকে কলুষিত করার প্রচেষ্টা করছে । আমি কখনও এসব পাত্তা দিইনি ৷"

Intro:রায়গঞ্জ, ০২ আগস্টঃ-ফের ইটাহারের বিধায়ক তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির নামে তার বাড়ির এলাকাতেই পোস্টার পড়ল।এবারে তার কাটা মাথা চাই লিখে পোস্টার দিল ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দ নামের অজানা কোন সংগঠন।চলতি সপ্তাহেই চাকরি দেওয়ার নাম করে বিধায়ক ও এলাকার কিছু শাসকদলের নেতারা কাটমানি নিয়েছেন বলেও পোস্টার পড়েছিল এলাকায়।এবারে তার কাটা মাথার দাবিতে পোস্টার পড়ল।যদিও আগের দিনের মতো খুব সকালের দিকে পোস্টারগুলি দেখতে পাওয়া গেলেও পরে তা উধাও হয়ে যায়।বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না অমলবাবু।যদিও পোস্টারের বিষয়ে নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিস।

এদিন সকালে ইটাহার এলাকার বেশ কিছু জায়গায় একটি পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়ায়।সেই পোস্টারে লেখা ছিল-"ইটাহারের বিধায়ক অমল আচার্যের কাটা মাথা চাই"।নীচে বাঁদিকে লেখা ইটাহার ব্লকের বঞ্চিত নাগরিকবৃন্দ।ঠিক একই কায়দায় চলতি সপ্তাহে একই কমিটির নামে একটি পোস্টার নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ইটাহারে।সেখানে লেখা হয়েছিল চাকরি ও নানান সরকারি প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার নাম করে অমল আচার্যসহ একাধিক নেতানেতৃত্ব কাটমানি নিয়েছেন।তাদের বিরুদ্ধে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছিল।আজ ফের এই হুমকি দেওয়া পোস্টার নজরে আসতেই চাঞ্চল্য শুরু হয়।

যদিও এই বিষয়ে অমলবাবু টেলিফোনে জানিয়েছেন,আমি যখন বছর পনেরো আগে পঞ্চায়েত প্রধান ছিলাম,তখনও লাল কালিতে আমার কাটা মুণ্ডু চেয়ে পোস্টার পড়ত এলাকায়।এখনও পড়ছে।যদি সত্যিই সাহস থাকে তবে সামনাসামনি এসে আমার বিরুদ্ধে অভিযোগ করুক না।কে বাধা দিয়েছে?আমি মানুষের কাজ করি তাই অনেকে আমার ইমেজকে কলুষিত করার প্রচেষ্টা করছে মাত্র।আমি এসবে কখনওই পাত্তা দেয়নি দেবনা।।

তারক চক্রবর্তী,রায়গঞ্জ।। Body:shcConclusion:zbv
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.