ETV Bharat / state

করণদিঘিতে রেশনের সামগ্রী পাচারের অভিযোগ; বিক্ষোভ, আটক গাড়ি - রায়গঞ্জ

গরিব মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করার জন্য দেওয়া সরকারি চাল,গম,আটার কালোবাজারি করার অভিযোগ উঠল এক রেশন দোকান মালিকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ওই রেশন দোকান থেকে মালবাহী একটি গাড়িকে আটক করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।

ration materials
কালোবাজারি
author img

By

Published : Apr 1, 2020, 7:18 PM IST

রায়গঞ্জ, 1 এপ্রিল : লকডাউনের ফলে কষ্টে আছে সাধারণ মানুষ । বিশেষত দিন আনি দিন খাই মানুষের অবস্থা সবচেয়ে খারাপ । এই পরিস্থিতিতে গরিব মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করার জন্য দেওয়া সরকারি চাল, গম, আটার কালোবাজারির অভিযোগ উঠল এক রেশন দোকান মালিকের বিরুদ্ধে। গতরাতে ওই রেশন দোকান থেকে মালবাহী একটি গাড়িকে আটক করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মাছোল এলাকায়। স্থানীয়রা ওই মালবাহী গাড়িটিকে আটক করে করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেন।

মাছোল এলাকার রেশন দোকান মালিক অনাদিচরণ সিংহের উপর দীঘদিন ধরে নজর রাখছিলেন এলকার বাসিন্দারা। দোকান মালিক মাঝেমধ্যেই রাতে চাল, গম ,আটা বাইরে নিয়ে যেত বলে অভিযোগ। একইরকমভাবে মঙ্গলবার গোডাউনে চাল , গম ঢুকতেই রাতে একটি গাড়িতে বোঝাই করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা ট্রাকসহ ওই চাল, গম আটক করেন। সেইসময় চালকসহ গাড়ির অন্যান্যরা পালিয়ে যায়।

রাতেই রেশন দোকান মালিকের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীঘদিন ধরেই রেশনের চাল গম কম দেয় রেশন দোকানের মালিক। কেউ কিছু বলতে গেলেই ধমক দিয়ে চুপ করিয়ে দিত। এইভাবেই বেশ ফুলে ফেঁপে উঠেছিল। এলাকাবাসীর দাবি, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত শাস্তি দিক। রাতেই পুলিশ ঘটনাস্থানে পৌঁছে রেশনের প্রায় পঞ্চাশটি বস্তা সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রাজু বর্মণ বলেন, "আমরা বেশকিছু দিন ধরে দেখছি লরিতে করে রেশন দোকান থেকে মাল বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রাতে আমরা একটা লরি আটক করি। এমনিতেই বর্তমানে মানুষের অসহায় অবস্থা। তার পরেও এমন কালোবাজারি করা হলে তা মেনে নেওয়া যায় না।"

রায়গঞ্জ, 1 এপ্রিল : লকডাউনের ফলে কষ্টে আছে সাধারণ মানুষ । বিশেষত দিন আনি দিন খাই মানুষের অবস্থা সবচেয়ে খারাপ । এই পরিস্থিতিতে গরিব মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করার জন্য দেওয়া সরকারি চাল, গম, আটার কালোবাজারির অভিযোগ উঠল এক রেশন দোকান মালিকের বিরুদ্ধে। গতরাতে ওই রেশন দোকান থেকে মালবাহী একটি গাড়িকে আটক করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের মাছোল এলাকায়। স্থানীয়রা ওই মালবাহী গাড়িটিকে আটক করে করণদিঘি থানার পুলিশের হাতে তুলে দেন।

মাছোল এলাকার রেশন দোকান মালিক অনাদিচরণ সিংহের উপর দীঘদিন ধরে নজর রাখছিলেন এলকার বাসিন্দারা। দোকান মালিক মাঝেমধ্যেই রাতে চাল, গম ,আটা বাইরে নিয়ে যেত বলে অভিযোগ। একইরকমভাবে মঙ্গলবার গোডাউনে চাল , গম ঢুকতেই রাতে একটি গাড়িতে বোঝাই করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়রা ট্রাকসহ ওই চাল, গম আটক করেন। সেইসময় চালকসহ গাড়ির অন্যান্যরা পালিয়ে যায়।

রাতেই রেশন দোকান মালিকের বাড়িতে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীঘদিন ধরেই রেশনের চাল গম কম দেয় রেশন দোকানের মালিক। কেউ কিছু বলতে গেলেই ধমক দিয়ে চুপ করিয়ে দিত। এইভাবেই বেশ ফুলে ফেঁপে উঠেছিল। এলাকাবাসীর দাবি, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত শাস্তি দিক। রাতেই পুলিশ ঘটনাস্থানে পৌঁছে রেশনের প্রায় পঞ্চাশটি বস্তা সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রাজু বর্মণ বলেন, "আমরা বেশকিছু দিন ধরে দেখছি লরিতে করে রেশন দোকান থেকে মাল বাইরে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল রাতে আমরা একটা লরি আটক করি। এমনিতেই বর্তমানে মানুষের অসহায় অবস্থা। তার পরেও এমন কালোবাজারি করা হলে তা মেনে নেওয়া যায় না।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.