ETV Bharat / state

নববধূকে মেনে না নেওয়ায় ছেলের বাড়িতে হামলা মেয়ের পরিবারের

author img

By

Published : Apr 27, 2021, 5:42 PM IST

ছ’মাস আগেই বাড়িতে কিছু না জানিয়ে বিয়ে করেছিলেন ছেলে ৷ আজ নববধূ শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে তাঁকে মেনে নিতে অস্বীকার করে ছেলের পরিবার । এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধল। নববধূর পরিবার ও গ্রামের বাসিন্দারা ব্যাপক ভাঙচুর চালাল ছেলের বাড়িঘর দোকানপাট ও মোটরবাইকে ।

clash between two family in raiganj north dinajpur
নববধূকে মেনে না নেওয়ায় ছেলের বাড়িতে হামলা মেয়ের পরিবারের

রায়গঞ্জ, 27 এপ্রিল : না জানিয়ে বিয়ে করেছিল ছেলে ৷ সেই ছেলের বৌকে বাড়িতে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধল ৷ ছেলের বাড়িতে এসে ভাঙচুর চালাল মেয়ের পরিবারের সদস্যরা ৷ ভাঙা হল বাইক, দোকানঘর ৷ বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাজিতপুর গ্রামে ৷

ছ’মাস আগেই বাড়িতে কিছু না জানিয়ে বিয়ে করেছিল ছেলে ৷ আজ নববধূ শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে তাঁকে মেনে নিতে অস্বীকার করে ছেলের পরিবার । এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় । নববধূর পরিবার ও গ্রামের বাসিন্দারা ব্যাপক ভাঙচুর চালাল ছেলের বাড়িঘর দোকানপাট ও মোটরবাইকে । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী । নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকেও । পাত্রপক্ষের দাবি, ছেলে বাড়িতে কিছু না জানিয়েই বিয়ে করেছিল ৷ তাই তারা সেই বিয়ে মানবে না এবং ছেলের বৌকেও ঘরে তুলবে না । অপরদিকে অনড় নববধূর দাবি, বিয়ে যখন করেছেন তখন তিনি তাঁর শ্বশুরবাড়িতে ঢুকবেনই ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামের বাসিন্দা টিঙ্কু দাস তাঁরই প্রতিবেশী চাঁদমনি দাসকে মাস ছয়েক আগে বাড়ির অমতে এক মন্দিরে বিয়ে করেন । বিয়ে করে টিঙ্কু আর চাঁদমনি রায়গঞ্জ শহরের একটি বাড়িতে ভাড়া থাকতেন । রাড়িয়া গ্রামের একটি বেসরকারি বিএড কলেজের অস্থায়ী কর্মচারী টিঙ্কু ৷ কাজে আসার নাম করে নিজের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেন তিনি। আর রাতে ভাড়াবাড়িতে নতুন বৌ চাঁদমনির কাছে থাকতেন । অভিযোগ, টিঙ্কু নববধূর খাওয়াদাওয়ার ব্যবস্থাও করতেন না । দিনের পর দিন এভাবে চলার পর সোমবার চাঁদমনি স্বামী টিঙ্কুর খোঁজে বাজিতপুরে শ্বশুরবাড়িতে গেলেও সেখানে তাঁর খোঁজ পাননি । চাঁদমনিকে তাঁর শ্বশুরবাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : বীরভূমের পাড়ুইয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি

এরপরই আজ চাঁদমনি তাঁর বাপের বাড়ির লোকজন ও প্রতিবেশীদের নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় । এনিয়ে প্রথমে দু‘পক্ষের মধ্যে প্রথমে বচসা হয় এবং পরে মারামারি শুরু হয়ে যায় । চাঁদমনির শ্বশুরবাড়ির লোকজন সেই বিয়ে মানবে না বলে বাড়ির দরজা বন্ধ করে দেয় । আর তাতেই উত্তেজিত হয়ে পড়েন চাঁদমনির পরিবার ও প্রতিবেশীরা । তারা টিঙ্কুর বাড়িতে ভাঙচুর চালায় । তবে টিঙ্কুর পরিবার থেকে জানিয়ে দেওয়া হয়, তাদের মেরে ফেললেও চাঁদমনিকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ । পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকেও । তবে, এই ঘটনার পিছনে মূল মাথা টিঙ্কুর খোঁজ এখনও পর্যন্ত মেলেনি ।

রায়গঞ্জ, 27 এপ্রিল : না জানিয়ে বিয়ে করেছিল ছেলে ৷ সেই ছেলের বৌকে বাড়িতে ঢুকতে না দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধল ৷ ছেলের বাড়িতে এসে ভাঙচুর চালাল মেয়ের পরিবারের সদস্যরা ৷ ভাঙা হল বাইক, দোকানঘর ৷ বাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাজিতপুর গ্রামে ৷

ছ’মাস আগেই বাড়িতে কিছু না জানিয়ে বিয়ে করেছিল ছেলে ৷ আজ নববধূ শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে তাঁকে মেনে নিতে অস্বীকার করে ছেলের পরিবার । এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় । নববধূর পরিবার ও গ্রামের বাসিন্দারা ব্যাপক ভাঙচুর চালাল ছেলের বাড়িঘর দোকানপাট ও মোটরবাইকে । ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী । নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকেও । পাত্রপক্ষের দাবি, ছেলে বাড়িতে কিছু না জানিয়েই বিয়ে করেছিল ৷ তাই তারা সেই বিয়ে মানবে না এবং ছেলের বৌকেও ঘরে তুলবে না । অপরদিকে অনড় নববধূর দাবি, বিয়ে যখন করেছেন তখন তিনি তাঁর শ্বশুরবাড়িতে ঢুকবেনই ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামের বাসিন্দা টিঙ্কু দাস তাঁরই প্রতিবেশী চাঁদমনি দাসকে মাস ছয়েক আগে বাড়ির অমতে এক মন্দিরে বিয়ে করেন । বিয়ে করে টিঙ্কু আর চাঁদমনি রায়গঞ্জ শহরের একটি বাড়িতে ভাড়া থাকতেন । রাড়িয়া গ্রামের একটি বেসরকারি বিএড কলেজের অস্থায়ী কর্মচারী টিঙ্কু ৷ কাজে আসার নাম করে নিজের বাড়িতে এসে খাওয়া দাওয়া করতেন তিনি। আর রাতে ভাড়াবাড়িতে নতুন বৌ চাঁদমনির কাছে থাকতেন । অভিযোগ, টিঙ্কু নববধূর খাওয়াদাওয়ার ব্যবস্থাও করতেন না । দিনের পর দিন এভাবে চলার পর সোমবার চাঁদমনি স্বামী টিঙ্কুর খোঁজে বাজিতপুরে শ্বশুরবাড়িতে গেলেও সেখানে তাঁর খোঁজ পাননি । চাঁদমনিকে তাঁর শ্বশুরবাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : বীরভূমের পাড়ুইয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বোমাবাজি

এরপরই আজ চাঁদমনি তাঁর বাপের বাড়ির লোকজন ও প্রতিবেশীদের নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় । এনিয়ে প্রথমে দু‘পক্ষের মধ্যে প্রথমে বচসা হয় এবং পরে মারামারি শুরু হয়ে যায় । চাঁদমনির শ্বশুরবাড়ির লোকজন সেই বিয়ে মানবে না বলে বাড়ির দরজা বন্ধ করে দেয় । আর তাতেই উত্তেজিত হয়ে পড়েন চাঁদমনির পরিবার ও প্রতিবেশীরা । তারা টিঙ্কুর বাড়িতে ভাঙচুর চালায় । তবে টিঙ্কুর পরিবার থেকে জানিয়ে দেওয়া হয়, তাদের মেরে ফেললেও চাঁদমনিকে পুত্রবধূ হিসেবে মেনে নেবেন না । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ । পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ভোটের কাজে আসা কেন্দ্রীয় বাহিনীকেও । তবে, এই ঘটনার পিছনে মূল মাথা টিঙ্কুর খোঁজ এখনও পর্যন্ত মেলেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.