রায়গঞ্জ, 28 অক্টোবর : পেট্রল তো আগেই পার করে গিয়েছে সেঞ্চুরি ৷ এবার ডিজেলের দামও লিটার প্রতি 100 টাকা হয়ে যাওয়ায় মিষ্টিমুখের মাধ্যমে অভিনব প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ডের মোটরকর্মী সংগঠনের কর্মী ও বাস মিনিবাস কর্মীরা । কেন্দ্রের মোদি সরকারের তীব্র সমালোচনা করে উত্তর দিনাজপুর জেলা মোটরকর্মী সংগঠনের সাধারণ সম্পাদক রবীন রাহা বলেন, "বিজেপির সব কা সাথ সব কা বিকাশের আজ এই নমুনা । এই জন্যই মোটরকর্মীদের পক্ষ থেকে মিষ্টিমুখ করে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হল ।"
জেলা তৃণমূল কংগ্রেস নেতা অরিন্দম সরকার বলেন, "কেন্দ্রের বিজেপি সরকার মানুষের স্বার্থে কোনও কাজ করে না । এটা একটা সাম্প্রদায়িক দল ।" বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার এই বিষয়ে জানান, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোধে জিএসটি চালু করার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার । কিন্তু এই রাজ্য সরকার তাতে বাধা দেওয়ায় এই মূল্যবৃদ্ধির কারণ ।
আরও পড়ুন : Congress Protest : জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে 14 নভেম্বর থেকে রাস্তায় কংগ্রেস