ETV Bharat / state

Durga Puja : পুজোয় চাঁদা দিচ্ছেন না উত্তরের চার জেলার বাস ও মিনিবাস মালিকরা - বাস ভাড়া

যাত্রী কমেছে ৷ বেড়েছে ডিজেলের দাম ৷ এই অবস্থায় রাস্তায় বাস নামাতেই হিমশিম খেতে হচ্ছে ৷ এবার পুজোয় তাই চাঁদা দিচ্ছেন না উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ও দার্জিলিংয়ের বাস এবং মিনিবাস মালিকরা ৷

bus and minibus owners of four districts of north bengal do not contribute for durga puja
Durga Puja : পুজোয় চাঁদা দিচ্ছেন না উত্তরের চার জেলার বাস ও মিনিবাস মালিকরা
author img

By

Published : Oct 11, 2021, 2:08 PM IST

রায়গঞ্জ, 11 অক্টোবর : করোনা আবহে কমেছে যাত্রীর সংখ্যা ৷ তার উপর অস্বাভাবিক হারে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটলেও সরকার বাসভাড়া বাড়াচ্ছে না ৷ ফলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাস্তায় বেসরকারি বাস চলাচল প্রায় বন্ধ হওয়ার মুখে ৷ এই অবস্থায় শারদোৎসবে জেলার পুজো কমিটিগুলোকে কোনও চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ কারণ, তাঁদের পক্ষে চাঁদার টাকা জোগাড় করাই সম্ভব নয় ৷

আরও পড়ুন : বাসভাড়া বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে মৌন বিক্ষোভ চালকদের

উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাই নয়, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিংয়ের বাস মালিকরাও পুজোয় চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে এ নিয়ে পুজো কমিটিগুলিও তাঁদের সঙ্গে কোনও বিবাদে যায়নি বলেই জানিয়েছেন প্লাবন ৷ বরং তাঁর দাবি, পুজো কমিটির সদস্যরা বাস মালিকদের অসহায়তাকে সহানুভূতির সঙ্গেই দেখছেন ৷

এই প্রসঙ্গে প্লাবন বলেন, ‘‘প্রতিদিনই ডিজেলের দাম বাড়ছে ৷ 96 টাকা প্রতি লিটার দরে ডিজেল কিনে রাস্তায় বাস নামাতে হচ্ছে ৷ অথচ, সরকার বাসের ভাড়া বাড়াচ্ছে না ৷ তার উপর বিধানসভা নির্বাচনে কমিশনের তরফে অনেকগুলি বাস ভাড়া নেওয়া হয়েছিল ৷ সেই বাবদ এখনও প্রায় সাড়ে ন’লক্ষ টাকা বাকি ৷ প্রশাসনের নানা স্তরে চিঠি পাঠিয়েও এর কোনও সুরাহা হয়নি ৷ সরকারের আমাদের সাহায্য করা উচিত ৷ উল্টে আমাদের টাকাই সরকারের কাছে বকেয়া পড়ে রয়েছে ৷’’

সরকার ও প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বাস মালিকরা ৷

আরও পড়ুন : বাসভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিকদের

প্লাবনের আশঙ্কা, সরকার হয়তো বেসরকারি বাস চালাতেই চাইছে না ৷ সেই কারণেই বেসরকারি বাস মালিকদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে ৷ এভাবে চললে আগামী দিনে তাঁদের পক্ষে আর রাস্তায় বাস নামানো সম্ভব হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৷

রায়গঞ্জ, 11 অক্টোবর : করোনা আবহে কমেছে যাত্রীর সংখ্যা ৷ তার উপর অস্বাভাবিক হারে ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটলেও সরকার বাসভাড়া বাড়াচ্ছে না ৷ ফলে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাস্তায় বেসরকারি বাস চলাচল প্রায় বন্ধ হওয়ার মুখে ৷ এই অবস্থায় শারদোৎসবে জেলার পুজো কমিটিগুলোকে কোনও চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ কারণ, তাঁদের পক্ষে চাঁদার টাকা জোগাড় করাই সম্ভব নয় ৷

আরও পড়ুন : বাসভাড়া বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে মৌন বিক্ষোভ চালকদের

উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানিয়েছেন, শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাই নয়, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং দার্জিলিংয়ের বাস মালিকরাও পুজোয় চাঁদা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে এ নিয়ে পুজো কমিটিগুলিও তাঁদের সঙ্গে কোনও বিবাদে যায়নি বলেই জানিয়েছেন প্লাবন ৷ বরং তাঁর দাবি, পুজো কমিটির সদস্যরা বাস মালিকদের অসহায়তাকে সহানুভূতির সঙ্গেই দেখছেন ৷

এই প্রসঙ্গে প্লাবন বলেন, ‘‘প্রতিদিনই ডিজেলের দাম বাড়ছে ৷ 96 টাকা প্রতি লিটার দরে ডিজেল কিনে রাস্তায় বাস নামাতে হচ্ছে ৷ অথচ, সরকার বাসের ভাড়া বাড়াচ্ছে না ৷ তার উপর বিধানসভা নির্বাচনে কমিশনের তরফে অনেকগুলি বাস ভাড়া নেওয়া হয়েছিল ৷ সেই বাবদ এখনও প্রায় সাড়ে ন’লক্ষ টাকা বাকি ৷ প্রশাসনের নানা স্তরে চিঠি পাঠিয়েও এর কোনও সুরাহা হয়নি ৷ সরকারের আমাদের সাহায্য করা উচিত ৷ উল্টে আমাদের টাকাই সরকারের কাছে বকেয়া পড়ে রয়েছে ৷’’

সরকার ও প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বাস মালিকরা ৷

আরও পড়ুন : বাসভাড়া বৃদ্ধির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি বাস মালিকদের

প্লাবনের আশঙ্কা, সরকার হয়তো বেসরকারি বাস চালাতেই চাইছে না ৷ সেই কারণেই বেসরকারি বাস মালিকদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে ৷ এভাবে চললে আগামী দিনে তাঁদের পক্ষে আর রাস্তায় বাস নামানো সম্ভব হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.