রায়গঞ্জ, 18 অক্টোবর : করণদিঘি থানার ভাগশালা গ্রামের একটি বিল থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ । বিলে মাছ ধরতে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পান । মৃতের নাম খোকা সিং ৷ তিনি ওই গ্রামেরই বাসিন্দা ৷ করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে ।
সন্তানের মৃত্যুর পর মানসিক অবসাদে ভুগছিলেন ভাগশালা গ্রামের বাসিন্দা খোকা সিং ও তাঁর স্ত্রী । আর 11 সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান খোকা সিং । পরিবারের তরফে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।
শনিবার বিকেলে বিলে মাছ ধরতে গিয়ে খোকার পচাগলা দেহ দেখতে পান কয়েকজন ৷ খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতাল মর্গে নিয়ে পাঠায় ।